দ্বিমুখী ক্যারিয়ার গঠন

in আমার বাংলা ব্লগ3 years ago

received_581225609902377.jpeg

received_135214892117140.jpeg
দ্বিমুখী ক্যারিয়ার বলতে যে বিষয়টিকে বোঝানো হয় তা হল একটি নির্দিষ্ট স্থায়ী কাজ করার পাশাপাশি অপর একটি কাজ করা। বর্তমানে উন্নত দেশসমূহ জনগণ এই দ্বিমুখী ক্যারিয়ার গঠন প্রক্রিয়ার মাধ্যমে একই সঙ্গে দুটো কাজ করছেন।

দ্বিমুখী ক্যারিয়ার গঠন প্রক্রিয়ায় যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া উচিত তা হল-কোনো কাজকে ছোট না মনে করা। দ্বিমুখী ক্যারিয়ার গঠনে স্থায়ী কাজটি মোটামুটি সম্মানজনক হলেও, অন্য কাজটি তেমন একটা উন্নত পর্যায়ের মধ্যে পড়ে না।

দ্বিমুখী ক্যারিয়ার গঠন প্রক্রিয়ার অনেক রকম উদাহরণ রয়েছে। ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি হোটেলবয় হিসেবে কাজ করা, আবার পড়াশোনার পাশাপাশি রিক্সা চালানো কিংবা টিউশনি করানো। পড়াশোনার পাশাপাশি মুরগি পালন কিংবা মাছ চাষ ও এই প্রক্রিয়ার অন্তর্গত। আবার চাকরি করার পাশাপাশি দুই তিন ঘন্টার জন্য অন্য কোন কাজ করা। এই যেমন ধরুন আমার কথায়-পড়াশোনার পাশাপাশি "আমার বাংলা ব্লগ" কমিউনিটি তে লেখালেখিও করছি। এইরকম অসংখ্য উদাহরণ রয়েছে দ্বিমুখী ক্যারিয়ার গঠনের।

বর্তমানে দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিবছর দেশ থেকে ৫-৬ লাখ শিক্ষার্থী গ্রাজুয়েশন করে বের হচ্ছে। কিন্তু চাকুরী পাচ্ছে কতজন। ১ থেকে ২ লাখ শিক্ষার্থী প্রতিবছর বিভিন্ন ধরনের চাকরি পায়। আর বাকিরা বেকার ভাবে দিন অতিবাহিত করেন। দ্বিমুখী ক্যারিয়ার গঠন প্রক্রিয়ার মধ্যে সবাই যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে একটা কর্মসংস্থান থাকে। ফলে চাকরি না পেলেও বাসায় টাকা পাঠানো সম্ভব হয়। আর বেকারত্বের জন্য বাসা থেকে কথা শুনতে হয় না।

শিক্ষিত বেকারের অভিশাপ থেকে রক্ষা পেতে দ্বিমুখী ক্যারিয়ার গঠন অনেক বড় ভূমিকা পালন করে। কারণ এই প্রক্রিয়ায় কোন না কোন কর্মসংস্থান থাকে।নিজেদের স্বার্থে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য দ্বিমুখী ক্যারিয়ার গঠনের ওপর ব্যাপকভাবে আগ্রহী করে তুলতে হবে।

received_2185835795048759.jpeg

received_256076206156870.jpeg

Sort:  
 3 years ago 

সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই।দ্বিমুখী ক্যারিয়ার গঠন বেকারত্ব সমস্যার সমাধানে অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। আর ছবির মাধ্যমে আপনার দ্বিমুখী ক্যারিয়ার গঠন প্রক্রিয়ায় থাকার বিষয়টি তুলে ধরেছেন। এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বিষয়টা বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

এত সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভকামনা রইলো 🥀

 3 years ago 

গঠণমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই। আসলেই বর্তমান যুগটাই এমন। কখনো একমুখী ক্যারিয়ার গঠনের চিন্তা করলে হবে না। সর্বদা একধিক ক্যারিয়ার গঠনের উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করতে হবে।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

@abusalehnahid আপনি একই বিষয় দুইবার পোস্ট করেছেন পর পর। একটা মুছে দিন।

 3 years ago 

কোন বিষয়টি দাদা একটু বলেন ?? আমার এই ছবির মাধ্যমে আমি "দ্বিমুখী ক্যারিয়ার গঠন" এ অন্তগত থাকার বিষয়টি বুঝিয়েছি। এটা যদি মুছে ফেলতে হয় তাহলে ফেলব ভাই।

 3 years ago 

@winkles দাদা আপনার মতামতের অপেক্ষায় রইলাম।।

 3 years ago (edited)

নানা আপনার পোস্ট এ কণো সমস্যা হয়নি। আপনার এই পোস্টটি একসাথে দুই দুইবার দেখাছিল কমিউনিটিতে। তাই যেকোনো একটা পোস্ট বাদ দিতে বলছিলাম। এখন আর কণো সমস্যা নেই।

 3 years ago 

আজকাল কে শুধু একটা চাকরির উপর নির্ভর করে বসে থাকে? সবাই কিছু কিছু না কিছু সাইড বিজনেস চালায় মুল চাকরির পাশাপাশি। বর্তমানের ইন্টারনেটের ওসিলায় বিষয়টা আরো সহজ হয়েছে।

ধন্যবাদ আপনাকে এ বিষয়ে পোষ্ট লেখার জন্যে।

 3 years ago 

এই যেমন ধরুন আপনি মহৎ পেশা ডাক্তারির পাশাপাশি লেখালেখি করছেন।

 3 years ago 

খুবই সুন্দর বিষয় উপস্থাপন করেছেন আপনি।সকলেই এখন বেশি বেশি কাজের সঙ্গে নিযুক্ত হতে আগ্রহী।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

আপনি এমন একটি বিষয় নিয়ে লিখেছেন যা প্রশাংসার দাবিদার। আমাদের সমাজে ছোট কাজ গুলোকে অনেক ছোট চোখেই দেখা হয় এমনি কি সেই কাজটা যদি নিজেরো হয় তবুও আপনাকে কথা শুনতে হবে। ওমুক যায়গা থেকে পড়ে এই কাজ? অথচ উন্নতবিশ্বে সবার পাশ্বকাজ করে। তবে আমাদের চিন্তা ভাবনার পরিবর্তন আসতেছে।

 3 years ago 

এত সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61814.34
ETH 2979.06
USDT 1.00
SBD 2.48