# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি)"লাজুক শেয়ালের জন্য 10 শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশ এবং কলকাতা সহ বাংলা ভাষাভাষী নানান অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে "আমার বাংলা ব্লগ" কমিউনিটির সদস্যরা। যে যেখানে থাকুন নিজের এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।আজ আমি আপনাদের সামনে আরও একটি ডাই প্রজেক্ট এ অংশগ্রহন করতে যাচ্ছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

আজকে আমি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করবঃ

আমার তৈরিকৃত ওয়ালমেটটির ছবি শুরুতে দেখানো হলঃ

received_446795117053662.jpeg

উপকরণ সমূহ:

received_432912648224013.jpeg

  • মোটা কাগজ
  • কাচি
  • আঠা

প্রথম ধাপ

received_2030897880392578.jpeg

প্রথমে রঙিন কাগজ লম্বা করে কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

received_234783771923686.jpeg

received_224459059656196.jpeg

received_281663350550902.jpeg

এই পর্যায়ে লম্বা কাগজটি একপাশ থেকে মুড়িয়ে নিয়ে শলার মত তৈরী করে নিয়েছি।

তৃতীয় ধাপ

received_624573235381127.jpeg

received_1115094709298258.jpeg

received_593842851961042.jpeg

শলা গুলি সমান করে কেটে নিয়েছি এবং তিনটি করে শলা নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

চতুর্থ ধাপ

received_4090834597687173.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপ

received_3047995075423808.jpeg

received_2091740727647409.jpeg

received_265172778909487.jpeg

এই পর্যায়ে চতুর্ভূজাকৃতির রঙিন কাগজ মাঝখানটা ভাজ করে নিয়েছি আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

received_200643638795551.jpeg

received_1060689564689494.jpeg

received_256913333161560.jpeg

received_420930779625845.jpeg

এই পর্যায়ে ভাজ করা কাগজ কলম দিয়ে পাতার মত একে নিয়ে কাচি দিয়ে কেটে ফুল তৈরী করে নিয়েছি।

সপ্তম ধাপ

received_319321163337468.jpeg

এই পর্যায়ে ফুল গুলির পাতা হাত দিয়ে ভাজ করে নিয়েছি।

অষ্টম ধাপ

received_3703138869910715.jpeg

received_630103131363085.jpeg

received_672185457085161.jpeg

এই পর্যায়ে তিনটি করে ফুল নিয়ে একটি অপরটির উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং মাঝখানে রঙিন কাগজ গোল করে কাচি দিয়ে কেটেগিয়ে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ

received_1037962260379821.jpeg

received_7148175221875108.jpeg

received_920616348862857.jpeg

এই পর্যায়ে ফুল গুলি শলার উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং পিছনে সুতা দিয়ে বেধে নিয়েছি।

চূড়ান্ত ধাপ

received_597353774933460.jpeg

চূড়ান্ত পর্যায়ে আমাদের সুন্দর একটি ওয়ালমেট তৈরী হল।

উপরোক্ত সকল ধাপগুলো অনুসরণ করে আমি আমার ওয়ালমেট তৈরি করলাম। আপনাদের সবার কেমন লাগলো তা জানাবেন। আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট টি খুব সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর সুন্দর কালার পছন্দ করেছেন এটা তৈরীর জন্য। যার ফলে আপনার ওয়ালমেটটি এত চমৎকার লাগছে দেখতে। খুব সুন্দর ফুটেছে। আর আপনি ওয়ালমেট তৈরির পদ্ধতি গুলো খুব সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া।আপনি অনেক পরিশ্রম করে এই ওয়ালমেট তৈরি করেছেন । আর প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে খুব সুন্দর লাগতেছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর লাগছে কাগজের ফুলগুলো দেখতে।এটি অনেক সময়ের ব্যাপার।আর ওয়ালমেটটি দারুণ হয়েছে।এইরকম ফুল সত্যিকার অর্থে পাওয়া যায়, হয়তো কালারটি একটি ভিন্ন হয়।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি দেখার মতো একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই।দেখতে খুবই সুন্দর লাগছে।

ধাপ গুলো খুব সুন্দর সহজ ভাবে গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি খুবই চমৎকার হয়েছে। এভাবে কাগজ দিয়ে কাঠির মত করে বানানো অনেক কঠিন ।আপনি খুব সুন্দর ভাবে বানিয়েছেন বোঝা যাচ্ছে না যে এগুলো কাগজ দিয়ে বানানো ছোট ছোট ফুল গুলো কেটে কেটে খুব সুন্দর করে করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর দেখাচ্ছে আপনার বানানো ওয়ালমেট। ডাই প্রজেক্ট চালু করায় অনেক সুন্দর সুন্দর রঙিন কাগজের জিনিস দেখতে পারতেছি। যাই হোক অনেক সুন্দর একটা ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

আপনার প্রতিও ভালোবাসা রইলো ভাই। ধন্যবাদ আপনাকে।

বাহ রঙিন পেপার দিয়ে অনেক একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। আসলে ওয়াল কে কিভাবে সুন্দর করা যায় তার অনেক মধ্য কি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে দেখতে পারতেছি। যত দিন যাচ্ছে ততই নিত্য নতুন ওয়ালমেট দেখতে পাচ্ছি।

আপনার ওয়ালমেটটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়ালেট বানানো অনেক সময় সাধ্য ব্যাপার এবং অনেক কষ্ট করে সময় দিয়ে বানাতে হয়। আপনি ধাপে ধাপে করার কারণে বিষয়টি পাঠকের কাছে অনেক সহজ মনে হয়েছে। যাইহোক ওয়ালমেট এই আমার কাছে অনেক সুন্দর লেগেছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ্ খুবই চমৎকার করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন আপনি যা আমার কাছে অসাধারণ লেগেছে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি আপু।

এসব কাজে আমিও এক সময় প্রচুর ব্যস্ত ছিলাম। এখন তেমন আর করা হয়ে উঠেনা। আপনার হাত ভালোই চলে মনে হচ্ছে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31