মনের প্রশান্তি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_615894442773273.jpeg

received_397057955265355.jpeg

received_392274895701403.jpeg

আমাদের জীবনযাপনের পুরোটা সময় জুড়ে আমরা যে শুধু হাশিখুশি থাকবো এমন কোন কথা নেই। মানুষ তার সম্পূর্ণ জীবন চক্র জুড়ে কখনো হাসিখুশি, কখনো বা হতাশার মধ্যে দিন অতিবাহিত করে। যখন আমরা খুব খুশি থাকি তখন আমাদের বন্ধু বান্ধবের অভাব হয় না। কিন্তু পাশে পাওয়া যায় না দুঃখ কিংবা হতাশার সময় গুলোর সঙ্গী। অনেক সময় সঙ্গী না থাকলেও কিছু কিছু জিনিস আমাদের মনে শান্তি বয়ে আনে।

হতাশা অর্থাৎ প্রতিকূল সময়ের মধ্যে দিন অতিবাহিত করার সময় যে উপকরণ গুলো আমাদের মনে প্রশান্তি বয়ে আনে এগুলো আমাদের পাশে থাকা খুব জরুরী। আমার ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে শখের বশে একজন মানুষ যেসকল কাজকর্ম করে সেগুলো। মানুষের তো বিভিন্ন ধরনের সখ থাকতে পারে। তারমধ্যে কিছু কিছু উপকরণগুলো আমার হতাশা গ্রস্থ মনকে ফুরফুরে করে তোলে।

received_555531799008445.jpeg

received_1990996911069436.jpeg

received_255378682999664.jpeg

একুরিয়ামের পানিতে মাছ দেখতে আমার খুব ভালো লাগে। মন খারাপের সময় এই জিনিসটা আমার মনকে প্রশান্তি প্রদান করে।আবার বিভিন্ন ধরনের কবুতর দেখলেই মনটা ভালো হয়ে যায়। কবুতরকে খাবার খাওয়ানোর সময় মনে শান্তি অনুভূত হয়। এজন্য মনে হয় কবুতরের কে বলা হয় শান্তির প্রতীক। আবার মুক্ত আকাশে পাখির উড়ে যাওয়া দেখলে মনের সকল ক্লান্তি দূর হয়ে যায়। আবার খরগোশ কোলে নিয়ে ঘুরে বেড়ালেও মনের ভেতর বেশ শান্তি অনুভূত হয়। শরতের সাদা মেঘের ভেলা দেখলে মন হয়ে যায় ফুরফুরে।

আপনার জীবনের আশেপাশের যে সকল মানুষের সঙ্গে থাকলে আপনি শান্তি অনুভব করেন তারা অনেক সময় আপনার থেকে দূরে সরে থাকতে পারে। সেটা হোক ব্যক্তিগত কারণে কিংবা আপনার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার কারণে। কাছের মানুষগুলো দূরে সরে থাকলেও এই জিনিসগুলো সব সময় আপনি আপনার পাশে রাখতে পারেন। বিপদ আপদ,সুখ-দুঃখ থেকে শুরু করে যাবতীয় সকল ক্ষেত্রে এগুলো আপনার সঙ্গী হয়ে থাকবে।এজন্য ভালো লাগার এই উপকরণ সমূহ কাছে রাখতে হয়।একাকিত্বের সময়গুলোতে এগুলো আমাদের দু:খ-কষ্ট ভুলাতে বেশ কাজে দেয়।

সকল মানুষের মধ্যে হতাশা এসে ভর করে। যাকে দেখে মনে হয় তার জীবন সুখে ভরপুর,তার জীবনের ও কিছু কিছু স্মৃতি তাকে প্রচন্ডভাবে হতাশাগ্রস্ত করে ফেলে, একাকীত্ব এসে ভর করে তার সারা মনজুড়ে।ওই সময়টাতে পছন্দের কাজ কিংবা উপকরণগুলো সুখে থাকার জন্য সবচেয়ে বেশি কাজে দেয়। মনের প্রশান্তি প্রদানকারী উপকরণ গুলো একজন মানুষের জীবনে থাকা খুবই জরুরী। এগুলোই আপনার মনের দুঃখ,কষ্ট এবং হতাশাগুলো দূর করে দিয়ে নতুন কিছু করার জন্য অনুপ্রেরণা যোগাবে।

received_687991392594664.jpeg

received_1065967603941141.jpeg

received_281619667127093.jpeg

Sort:  
 3 years ago 

আপনি আপনার সম্পূর্ণ অনুভূতিকে আমাদের মাঝে শেয়ার করলেন আসলে ঠিকই বলেছেন সুখের সময় বন্ধু বটে আর বিপদে হায় হায় কেউ কারো নয়। এটা আমাদের চিরন্তন বাস্তবতার একটি বাক্য। কেন জানি আমরা মানুষগুলো এরকমই সব সময় খালি নিজের কথাই চিন্তা করি কিভাবে নিজে ভালো থাকতে পারি কিভাবে নিজেকে ভালো রাখতে পারি এই নিয়েই তো আমাদের জীবন সংগ্রাম। তবে হ্যা আপনি খুব ভালোই বলেছেন কিছু জিনিস আছে আসলে যেগুলোকে দেখলে মনে প্রশান্তি আসে বিপদের সময় একটু হলেও হতাশা দূর হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

মনের প্রশান্তিটাই হচ্ছে বড় শান্তি। তাই আমাদের শান্তিতে বজায় রাখার জন্য নিজেকে হাসি-খুশি রাখতে হবে। আর এমন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

লেখার যুক্তি ও উপস্থাপনা ও ফটোগ্রাফি সব মিলিয়ে ভালোই ছিল। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

খুবই সুন্দর লিখছেন ভাই।হতাশার সময়গুলোতে যখন কেউ পাশে থাকে না,তখন যদি আমাদের চারপাশের পরিবেশ থেকে মনের প্রশান্তি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের সুখে থাকার জন্য সেগুলো বেশ কার্যকর।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামতের জন্য।

অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই।সেই সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপনি।কবুতর গুলোর ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মন ভাল থাকলে সব কিছুই ভাল লাগে। ছবি গুলো সুন্দর তুলেছেন ভাই। মাছ,খরগোস ও কবুতর এর ছবি গুলো খুব ভাল লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

অসাধারণ ছবিগুলো।দেখে মন ভরে গেল।বিভিন্ন পায়রা,পাখিও একুরিয়ামের মাছগুলো সুন্দরভাবে ক্যামেরা বন্দি করেছেন।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51