"আমার বাংলা ব্লগ" ||🌺 বসন্তের ফুলের ফটোগ্রাফি🌹[10% beneficiary for shy-fox]🌹

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।

এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের পোষ্টের টপিক হলো বসন্তের ফুলের ফটোগ্রাফি।

ফুল হলো সৌন্দর্যের প্রতিক। যে কোন কিছুকে ফুল দিয়ে সাধারণত বরণ করা হয়।এখন প্রায় বসন্তের মাঝামাঝি সময় চলে এসেছে। বসন্ত ঋতুর প্রথমদিকে ফুল ফোটা শুরু করলেও, এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় বসন্তের এই মাঝামাঝি সময়টায়। কারণ এই সময়ে ফুলগুলো ভালোমতো পরিস্ফুটিত হয়। ফুলগুলোর এই পরিপূর্ণ পরিস্ফুটনে প্রকৃতির শোভা বর্ধিত হয়। আজকে আমি বসন্ত মৌসুমের ফুলের কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যাক।

🌺📷আলোকচিত্র-১🌻

1646935657939.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-২🌻

1646935658000.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৩🌻

1646935657960.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফটোগ্রাফিগুলো আমাদের সকলের পরিচিত পলাশ ফুলের। এর বৈজ্ঞানিক নাম Butea monosperma. অন্যান্য সাধারণ ফুল গাছ গুলোর মত পলাশ ফুলের গাছ ছোট হয় না। কিছুটা শিমুল ফুলের গাছের মতো বড় আকৃতির হয়ে থাকে। লাল বর্ণের এবং ছোট আকৃতির এই ফুলগুলো প্রকৃতির শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
🌺📷আলোকচিত্র-৪🌻

1646936020052.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৫🌻

1646936020027.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৬🌻

1646935658023.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফটোগ্রাফি গুলো হল গোলাপ ফুলের। গোলাপ ফুলের বৈজ্ঞানিক নাম Rosa chinensis। গোলাপকে ফুলের রানী বলা হয়। গোলাপের সৌন্দর্য মুগ্ধ করে সকল ফুল প্রেমিককে। তাইতো গোলাপ সকলের অতি প্রিয় একটি ফুল। যে কোন অনুষ্ঠানে কিংবা প্রিয়জনকে উপহার হিসেবে গোলাপ ফুল প্রদান করা হয়। এর কাছে হালকা কাটা থাকলেও ফুলে আগ্রহের কমতি এখনো কারো মধ্যে জন্মায়নি।
🌺📷আলোকচিত্র-৭🌻

1646935658500.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



এই ফুলের নাম বেড়েলা ফুল।এর ইংরেজি নাম Sida acuta।বৈজ্ঞানিক নাম sida cordifolia।এটি একটি বিদেশি ফুল। আমাদের দেশের খুব একটা বেশি অঞ্চলে বেড়েলা ফুল জন্মাতে দেখা যায় না। এটি বিদেশী ফুল।বিভিন্ন রোগ নিরাময়ের ঔষধ হিসেবে এই ফুল ব্যবহৃত হয়। আশা করি আমার ফটোগ্রাফি করা এই ফুলের ছবিটি আপনাদের ভালো লাগবে।
🌺📷আলোকচিত্র-৮🌻

1646935658290.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-৯🌻

1646935658338.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



🌺📷আলোকচিত্র-১০🌻

1646935658265.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরের ফটোগ্রাফি গুলো ডালিয়া ফুলের।এর বৈজ্ঞানিক নাম Dahlia Variabilis।ডালিয়া ফুল বিভিন্ন বর্ণের হয়ে থাকে।লাল,হলুদ গোলাপী সহ আরো বিভিন্ন বর্ণের ডালিয়া ফুল মুগ্ধ করে সকল ফুল প্রেমীদের।এই ফুল সকলের নিকট প্রিয় হওয়ার অন্যতম কারণ হলো এর সৌন্দর্যময় পাপড়ি। আমাদের দেশের অনেক বাসাবাড়িতে, বাগানে এবং নার্সারিতে এই ফুল জন্মাতে দেখা যায়।

এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

ভাইয়া বসন্তের ছোঁয়ায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ধৈর্যতার সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাই বসন্তের খুবই অসাধারণ ও চমৎকার বেশ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক মুগ্ধ হয়েছি। ভাই ফুলের ফটোগ্রাফি আমার খুবই ভালো লাগে, প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ ছিল ভাই। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং মূল্যবান মতামত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর ভাবে বসন্তের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বসন্ত আসলেই আমাদের চারিপাশে ফুলে ফুলে সাজিয়ে ওঠে। আপনার প্রতিটি ফুলে ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাইয়া আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ফুল দেখতে অনেক সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি করেছেন। আমাদের মাঝে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার বসন্তের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।আমার কাছে ডালিয়া ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাই ফুল ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। ফুল ভালোবাসার প্রতীক, আর সেই বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন দারুন। অসাধারণ ছিল প্রত্যেকটা ফটোগ্রাফি, শিমুল গাছের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ দারুন লাগছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভেচ্ছা রইল।

 3 years ago 

ওয়াও ভাই আপনি দারুন ফটোগ্রাফি করেছেন ।আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফুলের ফটোগ্রাফি সবসময় আমাকে মুগ্ধ করে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

বসন্তের ফুলের ফটোগ্রাফি ওয়াও অসাধারণ হয়েছে।।
সত্যি বসন্ত মানেই ফুলের ঝাকা।।
দারুণ উপস্থাপন করেছেন।।
শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।আপনার জন্যও শুভকামনা রইলো।

 3 years ago 
আপনার বসন্তের ফুলের ছবি দেখে চোখ জুড়িয়ে গেল প্রতিটা ছবি অনেক সুন্দর হয়েছে তবে সাত নম্বর ফটোগ্রাফিতে আমার কাছে একটু বেশি ভাল লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ভালোবাসা অবিরাম♥♥
 3 years ago 

আপু আপনার সুন্দর এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বসন্ত মানেই ফুলের মেলা গাছে গাছে, পাখির ডাক । সব মিলিয়ে যেন এক অপরুপ প্রকৃতির খেলা শুরু হয়ে যায়। আপনার ফটোগ্রাফিতে সেটির বহিঃপ্রকাশ ঘটেছে। ছবি গুলো ছিল অসাধারন। আমার কাছে খুবি ভাল লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26