প্রিয়,
আমার বাংলা ব্লগবাসী
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।
এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের পোষ্টের টপিক হলো মাছের বাজারের ফটোগ্রাফি।
গতানুগতিক ধারা থেকে বাইরে বেরিয়ে আজকে আমি একটি ভিন্ন ধরনের ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। সচরাচর আমার ফটোগ্রাফি পোস্টগুলো হয় প্রকৃতি কিংবা সৌন্দর্য্যপূর্ণ কোন উপাদান নিয়ে। তবে আজকে আমি ভিন্ন একটি বিষয়ের উপর ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। অনেক বছর আগে থেকেই আমাকে বাজার করা হয়। কারণ আমার বাবাকে পুলিশের চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে চাকরি করতে হয়। আমাদের পরিবারের বড় ছেলে আমি। যার ফলে যেকোনো গুরুত্বপূর্ণ কাজ নিজেকেই করতে হয়। বাসার জন্য বাজার ঘাট আমি এবং আমার মা বেশিভাগ সময় করে থাকেন। কয়েকদিন আগে আমি মাছের বাজারে যাই।ওই মাছের বাজারের ফটোগ্রাফি গুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
Realme 7i
লোকেশন 🧭
উপরোক্ত আলোকচিত্রটি হলো মলা মাছের। রংপুর পার্ক রোড পাশের এই বাজারে গিয়ে প্রথমে মলা মাছ আমার চোখের সামনে পড়ল।মাছগুলোর বেশিরভাগই মরা ছিল। মাছগুলো দেখে যাতে তারা যা মনে হয় এজন্য পানি দিয়ে রাখা হয়েছে। |
Realme 7i
লোকেশন 🧭
উপরোক্ত ফটোগ্রাফিতে দু'ধরনের মাছ রয়েছে। একটি হল শিং মাছ (উপরেরটি) এবং অপরটি খোলসে মাছ। এ দুটি আমাদের দেশীয় মাছ। খেতে খুব সুস্বাদু। শিং মাছ আমাদের দেশে বিভিন্ন স্থানে পাওয়া গেল,খোলসে মাছ এখন আর তেমন একটা পাওয়া যায় না। |
Realme 7i
লোকেশন 🧭
উপরোক্ত ফটোগ্রাফিটি একজন লোকের সম্পূর্ণ মাছের দোকানের ছবি। মাছের দোকানগুলোর জন্য খুব একটা সাজানো গোছানো কিংবা ডেকোরেশন এর প্রয়োজন পড়ে না। বিভিন্ন ধরনের মাছ রয়েছে।কার্প, সিং, সিলভার,হাংরি, ব্রিগেড ইত্যাদি মাছ নিয়ে মাছের দোকান সাজানো ছিল। |
Realme 7i
লোকেশন 🧭
উপরোক্ত ফটোগ্রাফিতে পাঙ্গাস,বাটা, কালবাউস, খোলসে, মৃগেল মাছ রয়েছে। এটি অপর একটি মাছের দোকানের ফটোগ্রাফি। ফটোগ্রাফি টি অবশ্য দোকানদারকে ছাড়াই নিয়েছি। |
Realme 7i
লোকেশন 🧭
উপরের ফটোগ্রাফিটি হলো ছোট বাটা এবং মোয়া মাছের। একটি ছোট মাছের দোকানের কিছু অংশের আলোকচিত্র এটি। আশা করি এই আলোকচিত্রটি আপনাদের সবার পছন্দ হবে। |
Realme 7i
লোকেশন 🧭
উপরের ফটোগ্রাফিতে রুই,কাতলা এবং মলা মাছ রয়েছে। আমাদের রংপুরের মাছের বাজারে রুই, কাতলা,বাটা এই মাছগুলো খুব কমন এবং জনপ্রিয়। |
Realme 7i
লোকেশন 🧭
উপরের আলোকচিত্র দুটিও অন্য মাস গুলোর মতই কোন না কোন মাছের। সকল ধরনের মাছ হওয়ায় এগুলো সম্পর্কে আর কোন তথ্য লিখলাম না। |
এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।
Support
@heroism Initiative by Delegating your Steem Power
আপনার প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক অনেক দৃষ্টিনন্দন ছিলো।সাথে করে আপনার উপস্থাপনকৃত বিষয়বস্তুসূমহ।
আপনার জন্য শুভ কামনা রইল।
অনেক সুন্দর কিছু মাছের ছবি শেয়ার করেছেন। আমার কাছে মোয়া মাছ রান্না ভিশন ভালো লাগে। অনেক দিন হলো খাওয়া হয়ে উঠে না। আপনার ছবি দেখে খুবই ইচ্ছা করছে। আজকে বাজারে গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
অনেক সুন্দর মন্তব্য করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে মাছের বাজারের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার এই পোষ্টের মাধ্যমে আজকে আমি বিভিন্ন ধরনের মাছ একত্রে দেখতে পেলাম। বাংলা শেয়ার করা মাছের ফটোগ্রাফির মধ্যে মলা মাছ এবং পাঙ্গাস মাছ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে
আপনার মূল্যবান মন্তব্যটি প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার ধারণ করা মাছের বাজারের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। মাছগুলো দেখে খুবই তরতাজা মনে হচ্ছে ভাইয়া। এমন তাজা মাছ আমার কাছে খুবই ভালো লাগে। বাজারে এমন তাজা মাছ পেলেই বাসায় কিনে নিয়ে আসি। যাইহোক ভাইয়া ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপনিতো খুব সুন্দর ভাবে মাছের বাজার সম্পর্কে আমাদের সাথে তথ্য তুলে ধরেছেন। আপনি অনেক মাছের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন সেইসাথে মাছ গুলোর নাম ও আমাদের মাঝে পরিবেশন করেছেন আমি অনেক মাছের নাম জানতাম না আপনার মাধ্যমে নাম জানতে পারলাম। এত সুন্দর একটি জ্ঞান মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একই পোস্টে অনেকগুলো মাছের ছবি দেখতে গেলে আপনার এই পোস্ট এর কথা প্রথমে বলতে হবে। অনেক সুন্দর সুন্দর মাছের ছবি তুলে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
আপনার সুন্দর এই মন্তব্যটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকাল মাছের বাজারের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে মাছের বাজারের দৃশ্য পটভূমি ফটোগ্রাফি করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
নিজের কাজ নিজে করাই সবচাইতে ভালো। শুনতে অদ্ভুত লাগলেও মাছের বাজারে ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে। বিশেষ করে সামুদ্রিক মাছ দেখার আমার অদ্ভুত একটা শখ আছে। নতুন কোন এলাকাতে গেলেই আমি সেখানকার মাছ বাজার ঘুরে দেখি। যাইহোক ছবিগুলো বেশ ভালো লাগলো। ভালো থাকবেন
আমাদের এলাকায় অবশ্য সামুদ্রিক মাছ তেমন একটা পাওয়া যায় না। যার ফলে পুকুরে চাষাবাদ করে এই মাছগুলো কিনে খেতে হয়। ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর করে আপনি মাছের বাজারের ছবি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া, বেশ বালোই ফটোগ্রাফি করেছেন, অনেক সুন্দর করে উপস্থাপন ্াও করেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভেচ্ছা রইলো।
আপনার ফটোগ্রাফি মাধ্যমে অনেক গুলো মাছের ছবি দেখা হলো। আসলে মাছের বাজারে বাছের গন্ধে বমি আসে তাই খুব একটা সময় মাছের বাজারে থাকতে পারি না। অনেক ধন্যবাদ ফটোগ্রাফি শেয়ারের জন্য।
ধন্যবাদ আপনাকে।