# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি) "লাজুক শিয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আমি বেশ ভালোই আছি। আশা করি আপনারা সবাই বেশ ভালই আছেন।আর পূজার আনন্দ বেশ উপভোগও করছেন। সব মিলে তো সবার ভালো থাকারই কথা। এই সুন্দর মুহূর্তে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব।

আজকে আমি আমাদের প্রিয় কমিউনিটি @amarbanglablog এ একটি সুন্দর ওয়ালমেট তৈরীর পদ্ধতি শেয়ার করব।

উপকরণ সমূহ:

received_2023349597867632.jpeg

  • রঙিন কাগজ
  • আঠা
  • কাচি
  • মোটা কাগজ

ধাপ :১

received_3062316774015398.jpeg

received_1494103100975875.jpeg

প্রথমে রঙিন কাগজ নিয়ে চতুর্ভুজাকৃতির করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি এবং মাঝখানটা কেটে নিয়েছি।

ধাপ:২

received_1973451496169788.jpeg

received_126830789646937.jpeg

এই পর্যায়ে কেটে নেওয়া কাগজটি দুইপাশে চিকন করে মুড়িয়ে নিয়েছি এবং মাঝখানটা ভাঁজ করে নিয়েছি।

ধাপ:৩

received_412718236977977.jpeg

received_411001790462723.jpeg

এই পর্যায়ে ভাঁজ করা কাগজটির মাঝে আঠা লাগিয়ে নিয়েছ এবং পাতা তৈরি করে নিয়েছি।

ধাপ:৪

received_574319090381801.jpeg

received_674914343897505.jpeg

received_1122272344969468.jpeg

received_625019678489273.jpeg

এই পর্যায়ে মোটা কাগজটি গোলাকার করে একে নিয়ে কেটেছি এবং গোলাকার টির মাপে দুইটি কাগজ কেটে নিয়ে আঠা দিয়ে মোটা কাগজের দুইপাশে লাগিয়ে নিয়েছি ।

ধাপ:৫

received_455287952545303.jpeg

received_469496914239478.jpeg

এই পর্যায়ে পাতার অর্ধেকটাই আঠা লাগিয়ে নিয়েছি এবং গোলাকার উপরের অংশে পাতা লাগিয়ে নিয়েছি।

ধাপ:৬

received_594808138322698.jpeg

received_417403783073351.jpeg

এই পর্যায়ে আবার পাতার মাঝখানটায় পাতা বসিয়ে নিয়েছি ।

ধাপ-৭

received_247474647330731.jpeg

received_1205655013253751.jpeg

received_855160451860054.jpeg

received_178511824459633.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চতুর্ভুজাকৃতির করে কেটে নিয়েছি চতুর্ভুজাকৃতির কাগজটি মাঝখানে ভাঁজ করে নিয়েছি আবারো ভাঁজ করে নিয়েছি এবং আবারো মাঝখানটা ভাঁজ করে নিয়েছি ।

ধাপ:৮

received_1019696172211668.jpeg

received_673874620249659.jpeg

এই পর্যায়ে ভাঁজ করা কাগজটি কলম দিয়ে আঁকিয়ে নিয়েছি এবং কাঁচি দ্বারা কেটে নিয়ে ফুল তৈরি করেছি।

ধাপ:৯

received_605541724144445.jpeg

received_1019696172211668.jpeg

এই পর্যায়ে ফুলগুলির পাতার মাঝখানটা ভাঁজ করে নিয়েছি।

ধাপ:১০

received_431077938372421.jpeg

received_415328406618853.jpeg

এই পর্যায়ে ফুলগুলি একটা আরেকটার উপর আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি এবং অন্য একটি রঙিন কাগজ ছোট গোলাকৃতির করে নিয়ে ফুলের মাঝখানটায় লাগিয়ে নিয়েছি।

চূড়ান্ত ধাপ:

received_1560916540932875.jpeg

চূড়ান্ত ধাপে ফুলটির নিচের অংশে আঠা লাগিয়ে দেয়ালে লাগিয়ে দিয়েছি আমাদের সুন্দর একটি পাতা ফুলের ওয়ালমেট হয়ে গেল।

Sort:  
 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে দারুণ লাগছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন। বুঝতে খুবই সহজ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই আপনি অনেক সুন্দর ওয়ালমেট বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে।আমার কাছে খুবই ভালো লেগেছে।আর খুব সুন্দর ভাব গুছিয়ে উপস্থাপন করেছে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার তৈরি করা ওয়ালমেটটি অনেক সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধাপগুলোর বিবরণ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

ধাপে ধাপে সুন্দর ছিল। ভাল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাগজ দিয়ে ওয়ালমেটটি অসাধারণ হয়েছে।সবমিলিয়ে আপনার পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ভালোবাসা অবিরাম ভাইয়া ❤️❤️

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে ভাই, আপনার প্রশংসা করতে হয় ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে ভাইয়া ওয়ালমেট টি। সবুজ পাতা গুলো বেশ হয়েছে। অনেক শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 66779.99
ETH 3503.24
USDT 1.00
SBD 2.70