বিয়ে দিয়েই ২০২২ সাল শুরু করলাম "১০ শতাংশ লাজুক শিয়ালের জন্য বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

received_961334228142006.jpeg

received_4806665926060040.jpeg

বলা হয়ে থাকে-জন্ম-মৃত্যু এবং বিয়ে এই তিনটি উপরওয়ালার তরফ থেকে নির্ধারিত। কখন কার বিয়ে হয়ে যায় তা বলা যায়না। হঠাৎ করেই হয়ে যায়। উপরওয়ালা যার যেদিন বিয়ে নির্ধারণ করে রেখেছেন সেদিনই তার বিয়ে হবে। এতোটুকু উপরে হয়তো ভাবছেন আমারই বিয়ে। হা হা হা।হাফিজুল্লাহ ভাইয়ের মতো আমিও একটু মজা দেয়ার চেষ্টা করলাম। আজকে আমার ভার্সিটির ইমিডিয়েট সিনিয়র আরজু আপুর গায়ে হলুদ। এই বিষয়টি নিয়ে কনটেন্ট লেখার পূর্বে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।

received_3789502244608536.jpeg

received_245485991029231.jpeg

এখন পুরোপুরি শীতের মৌসুম চলছে। আর শীতের মৌসুম গুলো দেন আমাদের দেশে বিয়ে করার ধুম পড়ে যায়। চারদিকে বিয়ে লেগেই থাকে। তবে প্রতি বছরের ন্যায় এ বছরে বিয়ে খাওয়ার পরিমাণ খুব কমই ছিল। আজকে পূর্ব সময় পর্যন্ত এবারের শীত মৌসুমে একটি বিয়েও খাওয়া হয়নি। অবশ্য বিয়ে এখনো হয়নি। আজকে কেবল হলুদের দিন। হলুদের দিন সাধারণত বেশি কাউকে নিমন্ত্রণ করা হয় না। যাদেরকে দাওয়াত দেওয়া হয় তাদের সঙ্গে বিয়ের কনেপক্ষ বিংবা বরপক্ষের ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এক ব্যাচ সিনিয়র হলেও বেশ ভালই মিল রয়েছে আরজু আপুর সঙ্গে। হলুদের অনুষ্ঠানে কোন বন্ধুকে ইনভাইট না করে শুধু আমাকে আসতে বলেছে।তাহলে বুঝেন আমি এবং আপু কত ক্লোজ ছিলাম।অবশ্য আপুর অনেক বান্ধবীরাও বিয়েতে এসেছিলেন।

received_300897445317406.jpeg

received_618599842694641.jpeg

এই প্রথম মনে হয় কোন একটি বিয়ের হলুদের অনুষ্ঠানে গেলাম। অবশ্য আপুর পরিবারের অনেক আত্মীয়-স্বজনরাও অনুষ্ঠানে এসেছিলেন। বাসায় সকাল থেকেই ছোটরা বক্সে বিভিন্ন ধরনের গান পরিবেশন করছেন।অনেক সচ্ছল পরিবার হওয়ার কারণে হলুদের অনুষ্ঠান অনেক ধুমধাম এর সহীতই সম্পন্ন করেছিলেন। তবে আমি একটু আনইজি ফিল করছিলাম।এমনিতেই আমি খুব লাজুক,তার মধ্যে আবার সব অপরিচিত লোকজন। বন্ধু-বান্ধবদের সঙ্গে থাকাকালীন সময়ে একটু মজা করলেও, এখানে সবার সঙ্গে খুব একটা বেশি মিশতে পারিনি। মাঝে মাঝে আপুর বান্ধবীদের সঙ্গে একটু গল্প করছিলাম। বাসার সবাই আপুকে হলুদ মাখিয়ে দিচ্ছিলেন। হলুদ মাখার সময়ে আপনাকে মিষ্টি খাওয়াচ্ছিলেন এবং আপুও সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলেন। আপুর বান্ধবীরা হলুদ মাখানো সময়ে আপুর সঙ্গে ভালই মজা নিচ্ছিল। পরবর্তীতে বান্ধবীরাও আপুকে হলুদ মাখিয়ে দিচ্ছিলেন। শেষে গিয়ে আমিও আপুর গালে হলুদ মাখিয়ে দিলাম।

সবমিলিয়ে দিনটি বেশ ভালই উপভোগ করলাম।আপু এবং অপর বান্ধবীদের সঙ্গে হলুদের পরবর্তী সময়ে বেশ ভালোই মজা করলাম। সন্ধ্যার পরপরই আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজ আপাতত এতোটুকুই। আবারো পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোনো লেখা নিয়ে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।

received_971824360427816.jpeg

@abusalehnahid

ফটোগ্রাফি@abusalehnahid
ডিভাইসOPPO A12
লোকেশনW3W
Sort:  
 3 years ago 
ভাইয়া নতুন বছর যেহেতু বিয়ের দাওয়াত খেয়ে শুরু হয়েছে দোয়া করি আপনার বিয়েটা ও খুব শীঘ্রই হয়ে যাক 😁। কলেজের বড় আপুর বিয়ের ছবিগুলো খুবই সুন্দর হয়েছে এবং এত সুন্দর একটি মুহূর্ত চিত্র ধারণ করে তা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
 3 years ago 

এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাই।নতুন বছরের শুভেচ্ছা রইল।শুভ নববর্ষ।

😅😅😅ভেবেছিলাম আপনার বিয়ে। তারপর দেখি না।।।
এমন একটা ক্যাপশন দিলেন।। যে কেউ এমনই ভাববে।😄
যাইহোক ভাইয়া আপনার মুহুর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। দোয়া করি নবদম্পতির জীবন সুখের হোক।❤️

 3 years ago 

সবাইকে একটু মজা দেয়ার চেষ্টা করলাম।লেখার প্রথম অংশতেও এমন মজা দেয়ার চেষ্টা করেছি।নতুন বছর আপনারও ভালো কাটুক।শুভকামনা রইলো আপনার জন্য।

নতুন বছর নতুন দিনে শুভ একটি কাজ দিয়ে শুরু করলেন। তাহলে তো আপনার এই বছরটা অনেক মজায় কাটবে🤪। নতুন বছরে, নতুন দিনে, নতুন একটি পোস্ট শেয়ার করার জন‍্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মজা নিচ্ছেন ভাই 😂।আমার বিয়ে না।আমার ডিপার্টমেন্টের বড় আপুর বিয়ে ছিল। টাইটেলটা ফানি করার চেষ্টা করছি আর কি।নতুন বছরের শুভেচ্ছা রইল। শুভ নববর্ষ।

ওয়াও ভাইয়া অসাধারন মুহুর্ত কাটিয়েছেন আপনার বড় আপুর বিয়েতে। আর আপনার টাইটেল দেখে তো ধরে নিয়েছিলাম যে আপনি বিয়ে করলেন পরে দেখি না ঘটনা অন্য। যাই হোক সব মিলিয়ে পোস্ট টা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল নতুন বছরের

 3 years ago 

টাইটেল দিয়ে একটু মজা দেয়ার চেষ্টা করলাম।আপনার জন্যও নতুন বছরের শুভেচ্ছা রইল।ভালো থাকবেন সবসময়।

আপুর বিয়েতে ছোট ভাইয়েরা আনন্দ করবে এটাই স্বাভাবিক, আপনি আনন্দের মধ্যে ডুবে আছেন। দোয়া করি এই সালে আপনিও আপনার কাজটি সেরে ফেলুন। মঙ্গল কামনা করছি।

 3 years ago 

জী ভাই দোয়া করেন।যাতে আমি খুব শীঘ্রই চাকুরী পাই।চাকুরী পেলেই বিয়ে করে নেব।ধন্যবাদ আপনাকে।

বিয়ে করেন পুর্নতা পাবেন।চাকরি হোক, বড় মানুষ হোন।আমার জন্যও ভাবেন।

 3 years ago 

আপনিও কি এই বয়সে আরো একটি বিয়ে করবেন...😊🤗

বয়স বেশি, কাম বেশি হবে না!

 3 years ago 

আরে ভাই আমি নিজেই বোকা হয়ে গেছি। আমিতো ভাবছি আপনারই বিয়ে। 🤣🤣
পরে পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার সিনিয়র আপুর বিয়ে। হাহাহা

আপনার আপুকে নতুন জীবনে অভিনন্দন।

 3 years ago 

জী ভাই, দোয়া করবেন।যাতে আপু সুখে থাকেন।শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

সত্যি ভাইয়া ভেবেছিলাম বিয়েটাও বুঝি আপনার হচ্ছে। তারপরে বুঝতে পারলাম পোস্টটি পড়ে যে আপনার ক্লোজ এক আপুর বিয়ে। আপনার পোষ্টটি পড়ে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বেশ আনন্দের সাথে মুহূর্ত গুলো উপভোগ করেছেন। আর আপনার বিয়েতেও আমরা এরকম আনন্দ করতে পারে বলে আশাবাদী। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

জি ভাই, অবশ্যই।আমার বিয়েতে ইনভাইট করলে রংপুর চলে আসবেন। তাইলেই হবে।আপনার জন্যও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58503.45
ETH 2594.59
USDT 1.00
SBD 2.45