# DIY-এসো নিজে করি (রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম তৈরি) "লাজুক শিয়ালের জন্য ১০ শতাংশ বরাদ্দ"

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো স্টিমিট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি উপরওয়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন।আজকে বৃহস্পতিবার।আর এই দিন আমাদের হ্যাংআউট হয়। আর এই দিনে আমরা সবাই মিলে একত্রে কথা বলার মাধ্যমে বিনোদন নিতে পারি। সুন্দর এই দিনে আমি আপনাদের সঙ্গে সুন্দর একটি বিষয় নিয়ে শেয়ার করব।

আজ আমি সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছি। এখন আমি এটি তৈরি করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করব:

আমার নিজ হাতে তৈরি করা সুন্দর ফটো ফ্রেম:

received_1481471278905905.jpeg

উপকরণ সমূহ:

received_564828314625628.jpeg

  • রঙিন কাগজ
  • কাঠি
  • আঠা
  • মোটা কাগজ
  • ছবি
  • কাচি

প্রথম ধাপ:

received_950521508877673.jpeg

received_211701931053122.jpeg

প্রথমে মোটা কাগজটি ছবির মাপে ভেতরের অংশ টুকু কেটে নিয়েছি।

দ্বিতীয় ধাপঃ

received_602640427442648.jpeg

received_669478660690825.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজটি মোটা কাগজের মাপে ভাজ দিয়ে নিয়েছি এবং মাঝের অংশটুকু চারপাশে ত্রিভূজাকৃতির করে কেটে নিয়েছি।

তৃতীয় ধাপ:

received_1082948312478001.jpeg

received_411165613995584.jpeg

received_1704551893087625.jpeg

received_577963666860930.jpeg

এই পর্যায়ে মোটা কাগজের চারপাশে আঠা দিয়ে রঙিন কাগজ লাগিয়ে নিয়েছি বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

চতুর্থ ধাপঃ

received_679749676341442.jpeg

received_612650059743066.jpeg

received_3066676676789310.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ চিকন লম্বা করে কেটে নিয়েছি এবং পাতা একে নিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

পঞ্চম ধাপঃ

received_166544709021428.jpeg

received_4536518513104941.jpeg

received_581003209682245.jpeg

received_843823692948263.jpeg

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট চতুর্ভুজাকৃতির করে নিয়েছি; মাঝখানটা ভাঁজ করে নিয়েছি; আবার মাঝখানটা ভাঁজ করে নিয়েছি এবং আবার মাঝখানটা ভাঁজ করে নিয়েছি।

ষষ্ঠ ধাপ:

received_912240109420524.jpeg

received_4402015369905561.jpeg

received_463671958315874.jpeg

এই পর্যায়ে ভাঁজ করা রঙিন কাগজটি গোল করে কেটে নিয়েছি এবং ফুল তৈরি করে নিয়েছি।

সপ্তম ধাপ:

received_4752888664723244.jpeg

received_398376648673331.jpeg

received_3009333682660428.jpeg

এই পর্যায়ে তৈরী করা ফুলের একটি পাতা কেটে নিয়েছি এবং আঠা দিয়ে একটি পাতা আরেকটির উপর লাগিয়ে দিয়েছি।

অষ্টম ধাপ:

received_388809076304970.jpeg

এই পর্যায়ে ফুল পাতা কাঠি মোটা কাগজে লাগিয়ে নিয়েছি।

নবম ধাপ:

received_216666477227175.jpeg

received_264753785573866.jpeg

এই পর্যায়ে মোটা কাগজ ছবির থেকে একটু বড় করে নিয়েছি এবং রঙিন কাগজ লাগিয়ে নিয়েছি।

দশম ধাপ:

received_602860447422888.jpeg

received_209263171197956.jpeg

এই পর্যায়ে মোটা কাগজের মাঝখানটায় ছবি আঠা লাগিয়ে নিয়েছি এবং চারপাশে আঠা লাগিয়ে নিয়ে ফ্রেমের পেছনটাই লাগিয়ে নিয়েছি।

চূড়ান্ত ধাপ:

received_1481471278905905.jpeg

এ ধাপে আমাদের সুন্দর একটি ফটো ফ্রেম তৈরী হল।

Sort:  
 3 years ago (edited)

ভাইয়া আপনার ফটো ফ্রেম টি খুব সুন্দর হয়েছে। আপনার ফ্রেমের ভিতরের ছবিটাও অনেক কিউট। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম তৈরি করেছেন যা ছিল অসাধারণ। আপনি এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। খুব সুন্দর হয়েছে ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার ফটো ফ্রেম অনেক সুন্দর হয়েছে। আমরা কাছে ফটো ফ্রেম টি সুন্দর লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফটোফ্রেমটি অসাধারণ হয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম তৈরি খুবই সুন্দর হয়েছে। কাগজের ফুল বানিয়ে সৌন্দর্যতা বৃদ্ধি করেছেন।খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার ফটো ফ্রেম তৈরি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে ফটো ফ্রেম তৈরি অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার ফটোফ্রেমটি দারুণ হয়েছে।
ছবির বাবুটিও মাশাল্লাহ অনেক গলুমলু।
রঙ্গিণ কাগজের সুন্দর ব্যবহার, দেখেই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারণ সুন্দর ফ্রেম বানিয়েছেন👌👌👌👌👌🥰🥰🥰

প্রশংসনীয় কাজ। এই ভাবেই নিজের প্রতিভাকে কাজে লাগান।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

🙏🙏❤️❤️❤️

 3 years ago 

বাহ কাগজ দিয়ে চমৎকার একটা ফটোফ্রেম বানাইছেন। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করছেন। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

অসাধারণ এক আইডিয়ে কাজে লাগিয়ে তৈরি করে ফেলেছেন ফটো ফ্রেম।সত্যিই আপনার কাজটি প্রশংসার যোগ্য।পোস্টটির উপস্থাপনা এবং ফ্রেম তৈরি পদ্ধতিও খুব সুন্দর হয়েছে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 60147.86
ETH 2985.82
USDT 1.00
SBD 3.83