আজ মালয়েশিয়া দিবস উপলক্ষে ছুটি তাই নিয়ে কিছু কথা
যে দেশেই বসবাস করি না কেন সে দেশের আইন মেনে চলা লাগবে মানবিক দিক দিয়ে বলুন আর সামাজিক দিক দিয়ে বলুন এবং ধর্মীয় দিক দিয়ে বলুন সব দিকে উল্লেখ আছে।
সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি আজ আমাদের এখানে ছুটি অনেকে হয়তো জানেন আমি মালয়েশিয়ায় বসবাস করি এজন্য আজ মালয়েশিয়া দিবস।
মালয়েশিয়া দিবস উপলক্ষে আজ মালয়েশিয়ায় পাবলিক হলিডে সারা মালয়েশিয়া বেপি ছুটি কেউ কোন জায়গায় কাজ করতে পারবেনা যদি কোন জায়গায় কাজ করা অবস্থায় আপনাকে প্রশাসন বা ইমিগ্রেশন ধরতে পারে তাহলে অধিক পরিমাণে আর্থিক জরিমানা করবে এমনকি আপনাকে দেশে পাঠিয়ে দিত পারে এজন্য সবার প্রতি অনুরোধ রাখবো কেউ যেন আজ কাজে না উঠে এবং যে দেশে বসবাস করে সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্য।
মালয়েশিয়ায় বিভিন্ন ধরনের ছুটি থাকে সরকারি বা বেসরকারিভাবে কারণ মালয়েশিয়ায় বিভিন্ন রাজা বা মন্ত্রীর যদি জন্মদিন থাকে সে উপলক্ষ মালয়েশিয়ায় ছুটি পাওয়া যায় মালয়েশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক আছে যেগুলো উপলক্ষে ছুটি থাকে কারণ এখানে বিভিন্ন ধর্মীয় লোক আছে যেমন মুসলিম হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম অবলম্বনে মানুষ বসবাস করে সবগুলোই উদযাপিত করা হয়।
এখানে নেই কোন ভেদাভেদ মানুষের ভেতরে নেই কোন দ্বন্দ্ব যার ধর্ম সে পালন করবে শান্তিপূর্ণভাবে এ জিনিসটা দেখতে খুবই ভালো দেখা যায় আপনি যে ধর্ম অবলম্বন করেন না কেন আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ এজন্য কেউ কখনো কারো ধর্ম নিয়ে বা যাতে নিয়ে কোন কথা বলে না মালয়েশিয়ার এই দিকগুলো আমার কাছে খুবই ভালো লাগে।
সর্বশেষ আমরা মানুষ সবাই একত্রিত ভাবে চলায় ভালো এজন্য হয়তোবা এ দেশটা এতটা উন্নতি পেয়েছে সবাই মিলেমিশে থাকবো এই প্রতিজ্ঞা নিয়েই বাঁচবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।


My Twitter Link
https://x.com/aburihan2017/status/1967857648487051508