আমাদের দেশের সোনালী রঙের ভুট্টা ২৬/০৩/২০২৩ইং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল সদস্য গণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে অনেক ধরনের ফসল হয়। এর মধ্যে ধানের চাষ অন্যতম হয়। এর পারে ভুট্টা, গম, পাট, ইত্যাদি। আমাদের দেশের অনেক জেলাই গম চাষ হতো এখন তা হয়না এখন চাষ করা হয় ভুট্টা। আজ আমি আলোচনা করবো ভুট্টা নিয়ে।

IMG_20230326_092357_HDR (1).jpg

IMG_20230326_091159_HDR (1).jpg

যহেতু ভুট্টা দিয়ে অনেক ধরনের খাদ্য তৈরী হয় সেই জন্য এর চাহিদা দিন দিন বাড়ছে। ভুট্টা খাদ্যের অনেক গুণ আছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে আর এক প্রকার ঔষধি।

IMG_20230326_091038_HDR.jpg

ভুট্টা আমাদের জেলাই সবার চেয়ে বেশি চাষ হয় এর একটাই কারন আমাদের এলাকা বন্যা প্রতি বছর হয়। আমাদের জেলাই দুই বার ধান চাষ করা হয়ে থাকে। বন্যার কারণে একবারের ধান চাষ নষ্ট হয়ে যায়। বন্যা চলে যাওয়ার পরে ভুট্টার চাষ করতে হয়।

IMG_20230326_091749_HDR.jpg

ভুট্টা চাষ করে কৃষক লাভোবান হয়ে থাকে ভুট্টা বিক্রি করে অনেক টাকা আয় করতে পারে।

IMG_20230326_091046_HDR (1).jpg

ভুট্টা চাষ করে কৃষকে অনেক চাহিদা মিটাই। কি কি চাহিদা পুরন হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবো

১.প্রথমত গরুর খাদ্য

ভুট্টা চাষ করা পর ভুট্টা গাছ বা গাছের পাতা গরুর ও মহিষ এর খাদ্য হিসেবে ব্যবহার কারা হয়।এর ফলে গরু মহিষ শারীরিক শক্তি বৃদ্ধী পায় এবং গাভীর দুধ বৃদ্ধি পায়।

২.দ্বিতীয় মানুষের খাদ্য

ভুট্টা যখন দানা তৈরী হয় তখন থেকে আমরা আগুনে তাপ দিয়ে ভুট্টা দানা গুলো খেতে সাদের হয়। আর ভুট্টা যখন তুলা হয় তখন ভুট্টার দানা গুলো শুকিয়ে খই বানিয়ে খেয়ে থাকি।

IMG_20230326_091749_HDR (1).jpg

ভুট্টা মেশিনে ভেঙ্গে ময়দা করে খাদ্য তৈরী করা হয়। এই খাবার গুলি পুষ্টিকর খাবার হয়ে থাকে। ভুট্টার আটা বা ময়দার তৈরী খাবার শরীরের শক্তি বাড়ায়। আমরা দেখি বিভিন্ন টেলিভিশনে যে গুলো দেশে শীতপ্রধান দেশে সেখানে ভুট্টা পোড়া খেয়ে থাকে।

IMG_20230326_090854_HDR (1).jpg

৩.মাছের খাবার

ভুট্টা আমার মনে হয় বেশি ব্যবহার হয় মাছের খাবার হিসাবে। এখন যে গুলো পজেটে মাছ চাষ করা হয় সেখানে খাদ্য হিসেবে ব্যবহার কারা হয় ভুট্টা। এই কারণে যারা মাছ চাষ করে তারা অনেক লাভবান হয়। যারা মাছ চাষ করে তিন চার মাসে এক কেজি করার সম্ভব হয়।

IMG_20230326_090850_HDR.jpg

৪.মুরগী খাদ্য

আমাদের দেশে যেসব বয়লার মুরগী পালন করে সেখানে ভুট্টা খাদ্য হিসেবে ব্যবহার কারা হয়। এই কারনে এক মাসে এক থেকে দের কেজী ওজনের হয়। যা এর আগে করার সম্ভব হয়নি।

আমার পরিচয়

আমি আবু বুক্ক আমার ইউজার নাম @abubakkor আমি একজন শারীরিক প্রতিবন্ধী । বতমানে আমি অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কাজ করি।

খোদাহাফেজ

Sort:  
 2 years ago 

ভূট্টা 🌽 আসলে ওদের জন্য খুবই প্রয়োজনীয়। একসময় বাংলাদেশের বিভিন্ন জেলায় ধান গম ও ভুট্টা খুব বেশি চাষ হতো ।এখন অনেক কমে গেছে তবে ভূট্টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাবার। আজ আপনি অনেক সুন্দর ভাবে ভুট্টা চাষের ছবি তুলেছেন।

 2 years ago 

আপনার পোষ্টের হেডিং এ আপনি সোনালী বানানটা ভুল করেছেন। আসলে এই ভুট্টার পপকর্ন অনেক মজার একটা খাবার। এই ভুট্টা যখন কচি অবস্থায় থাকে তখন এই ভুট্টার অর্থাৎ বেবিকরণগুলো খেতে খুব মিষ্টি লাগে। ভুট্টা সম্পর্কে এতগুলো মূল্যবান তথ্য দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার ভুল ধরিয়ে দিবার জন্য।

 2 years ago 

ভালো ছিল আপনার উপস্থাপনা।আসলে ভুট্টা লাভজনক হলে বেশ লম্বা সময় লাগে এই জন্য অবশ্য আমাদের এইদিকে ভুট্টা তেমন আর লাগায় না।তবে শুনে ভালো লাগলো আপনাদের ওইদিক এখনো ভালই ভুট্টা চাষ হয়।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67421.82
ETH 2623.68
USDT 1.00
SBD 2.68