সুন্দর একটি মাসজিদের ফটোগ্রাফী ২৩/০৩/২০২৩ ইং

in আমার বাংলা ব্লগlast year

"আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল সদস্য গণ আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন মাসজিদেরি পাশে আমায় কবর দিয়ো ভাই যেন কবর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। এই কথাটি সকল মসুলমান মনে মমে আশা করে। আমিও আশা করি আমার কবরটা যেন মাসজিদের পাশে হয়।তাই আমি আজকের বিষয় নিয়ে এসেছি মাসজিদের ফটোগ্রাফি।

IMG_20230321_151805~2.jpg
ফোটতুলা মুবাইলের মডেল রিয়েলমি নারজু ৫০

স্থান: বকশিগঞ্জ উপজেলায় থেকে ১ কিলো দক্ষিণ দিকে।

সময়: ২১ তারিখ ২.৫০ মিনিট

ফটোগ্রাফি কি?

ফটোগ্রাফি এটি একটা নেশা মত কারো মন চায়লে সুন্দর একটি প্রকৃতি সাথে মিশে থাকার জন্য সবাই ছবি তুলে। আমাদের আশেপাশে হাজারও রকমের মানুষ আছে। হাজার মানুষের ভিড়ে একক জনের একক নেশা। কারো টাকা নেশা কারো বাড়ি ও গাড়ির নেশা আবার ঘুরাঘুরি নেশা আবার অনেকের ফটোতুলার নেশা।

IMG_20230321_151620~2.jpg

স্থান : বকশিগঞ্জ

সময়: ২১ তারিখ ২.৫০ মিনিট

মিনারের দিকের অংশ রাস্তা থেকে ১৫০ মিনিট দূরত্ব।

IMG_20230321_151736.jpg

আমি ভিতরে যেতে পারিনাই গেট বন্ধ ছিলো। শুক্রবার সুধু গেট খোলা থাকে অন্য দিন একজন বেক্তি যাবার রাস্তা খোলা থাকে।

IMG_20230321_151620.jpg
মাসজিদের সামনের বারেন্দা

ছবি তোলার সময় ২.৫৫ মিনিট

IMG_20230321_151315.jpg

সময়: ৩ টা

IMG_20230321_151030_HDR.jpg
দু’তালাই উঠার জন্য সিরী

IMG_20230321_150755.jpg

এটা বারান্দার এরপর ভিতরে যেতে পারেনাই। দরজাটা বন্ধ ছিলো। ভিতরে খুব সুন্দর ভাবে সাজানো আছে। আমাদের এখান থেকে শুক্রবার দিন গিয়েছিলো তারা এসে বলেচি বিতরের দিক খুব সুন্দর করে সাজানো।

IMG_20230321_151522~2.jpg

মন্তব্য

আমরা জানি/ ও দেখি ছবি তোলার একরকম সবারি শখ আছে। তাই আমরা দেখতে পায় যেখানে একটি জায়গা থাকে আপনারা দেখতে পাবেন সবাই ছবি তোলার বেস্ত আছে। ফটোগ্রাফি হল ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা। এটি এমন একটি ডিভাইস ব্যবহার করে চিত্র তৈরি করে যা সময়ের মধ্যে একটি মুহূর্ত উপস্থাপন করে। ফটোগ্রাফি সাংবাদিকতা, বিজ্ঞাপন এবং বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। এটি একটি জনপ্রিয় শখ এবং পেশা এবং প্রযুক্তির অগ্রগতি ফটোগ্রাফিকে আগের চেয়ে আরও বেশি বহুমুখী করে তুলেছে।

Sort:  
 last year 

ভাইয়া ঠিক বলেছেন আমরা সবাই চাই আমাদের কবর যেন মসজিদের পাশে হয়। যাই হোক আপনি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। এমন সুন্দর ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। মসজিদের চারপাশের এত সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন যা দেখে অনেক ভালো লাগলো। আমরা সবাই শখের বসে ফটোগ্রাফি করি।তারজন্য যেখানে যা পাই তাই ক্যামেরার মধ্যে বন্দী করি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য।

 last year 

আপনি ঠিক বলেছেন একেক ধরনের মানুষের একেক ধরনের নেশা থাকে। আমারও ফটোগ্রাফি করার নেশা অনেক বেশি। কিন্তু ব্যস্ততার কারণে এখন কোথাও যেতে পারি না ফটোগ্রাফি করার জন্য। মসজিদটা আসলেই দেখতে খুব সুন্দর। এ ধরনের মসজিদ সব জায়গায় সব সময় দেখা যায় না।

 last year 

ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ার জন্য।

 last year 

সত্যি ভাইয়া ফটোগ্রাফি একপ্রকারের নেশা। সুন্দর কিছু দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। যদিও খুব একটা ফটোগ্রাফি করার সময় পাইনা। কিংবা বাহিরে যাওয়া হয় না। তবে সুন্দর কিছু দেখলে কিন্তু ফটোগ্রাফি করে নিতে ইচ্ছে করে। আপনি এত সুন্দর ভাবে এই মসজিদের ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। আমরা সবাই চাই মসজিদের পাশেই যেন আমাদের কবর হয়।

 last year 

আল্লাহ আমাদের সকলের আশা পুরন করুক।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60023.73
ETH 3191.15
USDT 1.00
SBD 2.45