বিচিকলার খোসার বড়া রেসিপি শেয়ার করেছেন।দারুণ আইডিয়া! কখনো ভাবিনি বিচিকলার খোসাও এমন মজাদারভাবে রেসিপি তৈরি করা যায়।রেসিপিটা একদম ভিন্নধর্মী ও স্বাস্থ্যকর মনে হচ্ছে। খোসা তো সাধারণত ফেলে দিই—এটা সত্যিই শিক্ষণীয়।খুব ভালো লাগলো! আপনার রেসিপি দেখে একবার নিজেও ট্রাই করতে ইচ্ছে করছে।
আসলেই এটি বেশ স্বাস্থ্যকর, ধন্যবাদ ভাইয়া গঠনমুলক মতামতের জন্য।