লাইফস্টাইল : শীতের কেনাকাটা
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে শীতের কেনাকাটার অনুভূতি শেয়ার করবো। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।
আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি কোন কিছু কিনতে গেলে আমার বন্ধুদেরকে না নিয়ে কোন কিছু কিনতে যাই না। তাই আমি বরাবরের মতো আমার কাছের দুই বন্ধুকে ফোন দিয়ে বললাম যে রংপুরে যাব। তাদের দুজনের মধ্যে একজন বলল যে আজকে তো আমি ব্যস্ত কালকে যাব। তা আমি বললাম যে ঠিক আছে কালকে তাহলে যাব আমার কোন প্রবলেম নাই। তারপর আমরা পরের দিন তিন বন্ধু রংপুরে যাওয়ার জন্য রওনা দিলাম। আমাদের বাসা থেকে রংপুর যেতে প্রায় ৪০ কিংবা ৪৫ মিনিট এর মত সময় লাগলো। তারপর আমরা মার্কেটে ঢুকবো ওই সময় আমার মনে হল যে আমার কাছে যে টাকা আছে, এই টাকা দিয়ে তো আমার কাপড় কেনা হবে না। তাই আমি সামনে গিয়ে বিকাশ থেকে কিছু টাকা ক্যাশ আউট করলাম। তারপর আমরা তিন বন্ধু মিলে মার্কেটে ঢুকলাম কাপড় চোপড় কেনার জন্য। আমি আবার কোন কিছু কিনতে গেলে দামাদামি করতে পারি না, বা আপনারা বলতে পারেন আমি ঠিক দামাদামি করতে পারি না দাম বেশি বলে ফেলি। তাই আগে থেকেই আমি আমার বন্ধুকে বলে রাখি যে, আমি শুধু কাপড় পছন্দ করবো তুমি দামাদামি করবা। আমরা প্রথমে জ্যাকেট কেনার জন্য জ্যাকেটের দোকানে গেলাম। সেখানে বেশ কয়েকটা জ্যাকেট ও দেখলাম । কিন্তু আমার কেন জানি পছন্দ হলো না। তারপর আমরা আরো বেশ কয়েকটা দোকান ঘুরে দেখলাম, ঘুরে দেখার পর যদিও বা পছন্দ হলো কিন্তু দামে বনলো না। এরপর আমরা প্যান্টের দোকানে গেলাম সেখানে গিয়ে পছন্দ করে দামাদামি করে দুইটা প্যান্ট নিলাম। ওই দোকানে দুইটা শার্ট, আর একটা টি শার্ট ও নিলাম। তারপর আমরা জ্যাকেট করার জন্য উপর তলায় গেলাম সেখান থেকে একটা কালো কালার জ্যাকেট পছন্দ করে দামাদামি করে নিলাম। আমার দেখা দেখি আমার বন্ধু সেখান থেকে একটা জ্যাকেট নিয়ে নিল। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে আসলাম। এরপর আরো কিছু টুকিটাকি কাজ সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।
X-promotion (https://x.com/MdAbuBakarR1/status/1864891777758773536?t=2Ak1u1BAh40_YPRuMvrD6Q&s=19)
ডেইলি টাস্ক প্রুফ :
শীতের সময় এমনিতে গরম পোশাকের প্রয়োজন। তাই আমাদের চেষ্টা থাকতে হবে কম-বেশি পোশাক কেনার। ঠিক তেমনি আজকে আপনি কেনাকাটার অনুভূতি নিয়ে পোস্ট শেয়ার করেছেন। অনেক ভালো লাগলো আপনার শীত উপলক্ষে দুইটা প্যান্ট দুইটা স্যাট একটা জ্যাকেট কেনার উদ্দেশ্য নিয়েছেন। আসে কেনাকাটার মুহূর্তটা আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম।
জি আপু এতো সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শীতের সময় আসলে শীতের কেনাকাটা না করলে তো ভালোই লাগেনা। আপনি তো দেখছি বেশ ভালোই কেনাকাটা করেছেন। নিজের পছন্দমত কেনাকাটা করে আপনার কাছে অনেক ভালো লেগেছে বুঝতেই পারছি। আপনার কেনাকাটা করার মুহূর্তটা আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এটা দেখে আমার অনেক ভালো লেগেছে।
আপনি একদম ঠিক বলেছেন আমি আমার কেনাকাটা করার মূহুর্তগুলো শেয়ার করার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো লেগেছে আপনাদের। এতো সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার অভ্যাসটা বেশ ভালই বন্ধুদেরকে নিয়ে কেনাকাটা করা। শীতকাল আসলে আমাদের দরকার হয় অনেকগুলো গরম কাপড়। বন্ধুদের সাথে গিয়ে নিজে একটি জ্যাকেট কিনলেন এবং সেটা দেখে আপনার বন্ধু ও একটি জ্যাকেট কিনলো। বেশ ভালই লাগলো তিন বন্ধু মিলে শীতের কেনাকাটার পোস্ট পড়ে। ধন্যবাদ ভাইয়া।
ধন্যবাদ আপু এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য।
কেনাকাটা সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো। শীতকাল মানে গরম কাপড় আর অন্যান্য পোশাক কেনার সময়। অনেকে শখ করে এই সময় বিভিন্ন রকমের ভালো লাগার পোশাক কেনার চেষ্টা করে থাকে। তেমনি আপনি দুইটা প্যান্ট দুইটা শার্ট শীতের পোশাক কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর একটি ব্লগ দেখে।
শীতের কেনাকাটা করার অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছি আরকি। জানি না কতটা ভালো লেগেছে আপনাদের কিন্তু আমি আমার সবোর্চ্চ দিয়ে চেষ্টা করেছি। এতো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
বন্ধুদের সাথে কেনাকাটা করতে গিয়েছেন দেখে ভালো লাগলো। ঋতু পরিবর্তনে বিভিন্ন রকমের শপিং করতে হয়। শীতকাল উপলক্ষে খুব সুন্দর কেনাকাটা করেছেন। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
শীত আসলেই আমাদের মধ্যে শীতের কেনাকাটার আমেজ চলে আসে। আজ আপনি বন্ধুদের সাথে গিয়ে শীতের কেনাকাটা করেছেন। আপনার বন্ধু ও আপনি শীতের জন্য জ্যাকেট কিনেছেন। কেনাকাটা মুহূর্ত খুব সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপনা করেছেন। আপনার এই মুহূর্ত পড়ে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো আমার। এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শীত চলে আসলেই মানুষের বিভিন্ন ধরনের শীতের কাপড় কেনা কাটা করার একটি ধুম পড়ে যায়। আপনি দেখছি রংপুর সালেক মার্কেট থেকে এবছর শীতের কাপড় কেনা কাটা করেছেন, দেখে বেশ ভালো লাগলো।আমি ও বেশ কয়েকবার এই মার্কেট থেকে কেনা কাটা করেছিলাম। বেশ সুন্দর একটি মার্কেট এটি।
এতো সুন্দর করে গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি তো দেখতেছি শীতের কেনাকাটা করে ফেললেন। আরো কয়েকটি শার্ট এবং প্যান্ট ও কিনলেন। কেনাকাটা করতে সবার কাছে কম বেশি ভালো লাগে। আপনার পোস্টটি দেখেও আমার কাছে অনেক ভালো লাগলো। কিন্তু আপনার পোষ্টের মধ্যে ছবির পরিমান আরো একটু বাড়াতে হবে। কারণ অল্প ছবি দিয়ে পোস্ট করলে দেখতে তেমন ভালো লাগেনা। তাই পরবর্তী থেকে আরো কয়েকটি ছবি বাড়িয়ে দিয়েন। এমনিতে আপনার পোস্টটি পড়ে ভালোই লাগলো।
জি আপনি একদম ঠিক বলেছেন ছবির পরিমাণ কম হয়ে গিয়েছে পরবর্তীতে বেশি করে ছবি দেওয়ার চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য।