বন্ধুর মোবাইল ফোন ঠিক করার জন্যে রংপুরে যাওয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম
আজকে আমি আপনাদের মাঝে যে ব্লগটি শেয়ার করবো সেটা হচ্ছে আমার বন্ধুর ফোন ঠিক করার জন্যে রংপুরে নিয়ে যাওয়া।ওর ফোন এর ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অনেক কয়দিন আগে।ওর ফোন এর ডিসপ্লে যেদিন নষ্ট হয় ঐদিন ও আমাক ফোন করে বলে যে বন্ধু ফোন এর ডিসপ্লে তো নষ্ট হয়ে গেলো রে ঠিক করতে কত টাকা লাগবে? তা আমি ওকে বললাম যে ১৫০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত লাগতে পারে। তা কালকে ও হঠাৎ করে আমার আর একটা বন্ধু সহ দুই জনে আমার বাসায় আসে। এসে আমাক বলতেছে যে দোস্ত আজকে কি তোর বাসায় কোন কাজ আছে? তা আমি বললাম যে না তেমন কোন কাজ নাই। তারপর ও আমাক বলতেছে যে চল তাহলে আজকে রংপুর যাবো আমার ফোন এর ডিসপ্লে পরিবর্তন করতে তা আমি বললাম যে ঠিক আছে।
তারপর আমরা তিন বন্ধু মিলে রংপুর এর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে আমাদের রংপুর পৌঁছাতে। তারপর আমরা রংপুর সুপার মার্কেট এ ঢুকে পড়লাম। ঢুকে দেখি কারেন্ট নাই। এমনিতেই ওখানে অনেক মানুষের ভিড়, মানুষের ভিড়ের মধ্যে তো অনেক গরম লাগতেছিল। হাঁটতে হাঁটতে আমরা দ্বিতীয় তলায় উঠলাম উঠে এক দোকানে ফোনটা ঠিক করতে দিয়ে আমরা নিচে নামলাম শরবত খাওয়ার জন্যে। কালকে যে প্রচন্ড রোদ ছিল।তা বলার মতো না। তারপর আমরা নিচে নেমে শরবত খেলাম, খাওয়া শেষ করে আবার খেলাঘরে চলে গেলাম ।
আমার বন্ধু নাকি জার্সি নিবে। তারপর ও একটা জার্সি নিল। এরপর আমরা মোবাইল এর দোকানে গিয়ে আমাদের মোবাইলটি নিলাম নিয়ে টাকা টাকা দিয়ে তাড়াতাড়ি রংপুর সুপার মার্কেট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
আল্লাহ হাফেজ
Device | Motorola g34 5g |
---|---|
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |