DIY-(এসো নিজে করি)-||রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ ৭ই আশ্বিন, ১৪২৮ বঙ্গাব্দ,শরৎকাল

সসালামু আলাইকুম


শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটি DIY প্রজেক্ট-ফুলদানি তৈরি নিয়ে।আশা করি আপনারা বিষয়টি উপভোগ করবেন।


রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলদানি

IMG_20210922_200934.jpg



ফুলদানি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের নাম নিম্নে দেওয়া হলোঃ

20210922_172421-1.jpg
১.রঙিন পৃষ্ঠা(২টি-গোলাপি এবং নীল)
২.শক্ত গোল পৃষ্ঠা(৪×৪ সে.মি.)
৩.কাঁচি
৪.পেন্সিল
৫.স্কেল এবং
৬.ফাস্ট গাম।



ফুলদানি তৈরির প্রক্রিয়াটি নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ

20210922_172802-1.jpg

প্রথমে একটি গোলাপি পৃষ্ঠায় উপরের ছবির ন্যায় পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে।

20210922_172923-1.jpg

এবার মার্ক করা অংশ কেটে নিতে হবে।

দ্বিতীয় ধাপঃ

20210922_173217-1.jpg

এবার কাটা কাগজটি এপিঠ ওপিঠ ভাজ করে নিতে হবে।

তৃতীয় ধাপঃ

20210922_173940-1.jpg

এবার কাগজটির গোড়ায় সুতা দিয়ে বেঁধে দিতে হবে।

20210922_174418-1.jpg

উপরের অংশে গাম দিয়ে জোড়া লাগাতে হবে।

চতুর্থ ধাপঃ

20210922_174915-1.jpg

এবার নতুন আরেকটি কাগজে উপরের ছবির ন্যায় মার্ক করে নিতে হবে।

20210922_175002-1.jpg

এবার মার্ক করা অংশ কেটে নিতে হবে।

পঞ্চম ধাপঃ

20210922_175256-1.jpg

এবার কাগজটির সোজা অংশে গাম লাগিয়ে শক্ত কাগজটি গোল করে জুড়ে দিতে হবে।

20210922_175915-1.jpg

শক্ত কাগজটি লাগানোর পর।

ষষ্ঠ ধাপঃ

20210922_180007-1.jpg

এবার পূর্বে ভাজ করা কাগজটি গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

20210922_180131-1.jpg

সপ্তম ধাপঃ

20210922_180213-1.jpg

এবার চিকন করে তিনটি নীল কাগজ কেটে নিতে হবে।

20210922_181257-1.jpg

এবার নীল কাগজগুলো ফুলদানি টির উপরে এবং নিচের অংশে গাম দিয়ে লাগিয়ে দিতে হবে।

তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলদানি তৈরির কাজ।এবার ফুলদানিতে আমার পূর্বে তৈরি করে রাখা কিছু গোলাপ ফুল লাগিয়ে দিলেই হয়ে যাবে ফুলদানি তৈরির সম্পূর্ণ কাজ

আউটপুট

IMG_20210922_201245.jpg

IMG_20210922_200919.jpg

ফুলদানিতে ফুল দেবার পর।

এই ছিল আমার আজকের মতো পোস্ট।আমার পোস্টের ফুলদানি তৈরির কাজটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।


পোস্ট সম্পাদনকারীঃ@abir10

my what3words code:location

❤️স্বাগতম💖

Sort:  

বাহ! অনেক সুন্দর ফুলদানি তৈরি করেছেন রঙ্গিন পেপার দিয়ে। সত্যি অনেক ভালো হয়েছে ভাইয়া। অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে কলমদানি তৈরি করেছেন বিশেষ করে আপনার গোলাপ ফুল গুলো খুবই সুন্দর লাগছে আপনার জন্য শুভকামনা রইল

ধন্যবাদ ভাই।আপনার জন্যেও শুভকামনা রইলো।

 4 years ago 

আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডাই বানিয়েছেন ভাই। আমার অনেক ভালো লেগেছে এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

কাগজ দিয়ে রঙিন ফুলদানি খুবই সুন্দর ছিল এবং আমার ভালো লেগেছে এবং আসলেই অনেক সুন্দরভাবে পরিবেশনা করেছেন

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর ফুলদানি বানিয়েছেন ফুলগুলো খুব সুন্দর হয়েছে। আপনি সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনার লেখাগুলো পড়ে সবাই খুব সহজেই ফুলদানি তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ আপু।আপনার জন্যেও শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 110157.55
ETH 3875.20
USDT 1.00
SBD 0.52