DIY-(এসো নিজে করি)-||কাগজ দিয়ে লাফানো ব্যাঙ তৈরির পদ্ধতি||(The method of making jumping frog with paper)

২৯-০৮-২০২১(রবিবার)

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি পোষ্ট নিয়ে-কাগজ দিয়ে লাফানো ব্যাঙ তৈরি।যখন ছোট ছিলাম তখন কাগজ নিয়ে প্রায়ই এটা ওটা তৈরি করা হতো।তার ভিতরে ছিল নৌকা,ব্যাঙ,পটকা আরো কত কি।আমার বাংলা ব্লগ কমিউনিটি তে জয়েন হবার পর আবার যেন ফিরে যাচ্ছি আমি আমার অতীতের স্মৃতিতে।এর ফলে করোনাকালীন এই দুর্বিষহ সময়টাও কেটে যাচ্ছে হাসি মজার ছলে।আপনাদের সাপোর্টে এভাবেই জেন এই কমিউনিটি তে আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।তো চলুন কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক

কাগজ দিয়ে লাফানো ব্যাঙ তৈরি

20210829_182205.jpg

লাফানো ব্যাঙ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদিঃ
১.পেন্সিল
২.কাঁচি
৩.পৃষ্ঠা(গোলাপিবর্ণ)

নিম্নে লাফানো ব্যাঙ তৈরির পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ
প্রথমে কাগজটিকে সমকোণী ত্রিভুজের মতো আকৃতি দিয়ে এর নিচের অংশ কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে।

20210829_173407.jpg

ধাপঃ২
এবার ত্রিভুজের ন্যায় কাটা অংশটুকু মাঝখান থেকে ভাজ করতে হবে।তারপর ভাজ করা কাগজের প্রথমে উপরের দুইকোণা এবং তারপর নিচের দুইকোণা একইভাবে ধরে ভাজ করতে হবে।

20210829_173639.jpg

20210829_174237-1.jpg(আঙ্গুল দিয়ে চেপে ভাজ করতে হবে যাতে ভাজের রেখাগুলো স্পষ্ট বোঝা যায়)

20210829_174716-1.jpg(ভাজ খোলার পর)

ধাপঃ৩
এবার আবার কাগজের এক দিকের দুইকোণা ধরে নিম্নের ছবির ন্যায় ভাজ করে নিতে হবে।একইভাবে বিপরীত দিকেও ভাজ করতে হবে।

20210829_175022-1.jpg

20210829_175310-1.jpg

ধাপঃ৪
এবার আবার উপরোক্ত নিয়মে একপাশের দুই কোণা ভাজ করতে হবে এবং বিপরীত দিকেও একই ভাজ করতে হবে।

20210829_175510.jpg

20210829_175551.jpg

ধাপঃ৫
এবার নিচের ছবির মতো ভাজগুলো অনুসরণ করুনঃ-

20210829_175750.jpg(পা তৈরির জন্য এভাবে ভাজ করতে হবে)

20210829_175857.jpg(একইভাবে আরো তিনটি পা তৈরি)

ধাপঃ৬
এবার ব্যাঙটিকে উলটো করে এর এক কোণা ভাজ করতে হবে।

20210829_175927.jpg

ধাপঃ৭
এবার নিচের দিকে ভাজ করা কাগজের দিক নিচের ছবির মতো ভাজ করতে হবে।
20210829_180129.jpg

20210829_180233.jpg

ধাপঃ৮
এবার ব্যাঙটিকে মাঝখান বরাবর ভাজ করতে হবে।
20210829_180404.jpg

এবার ব্যাঙটিকে সোঝা করে রাখলেই তৈরি হয়ে গেলো আমাদের লাফানো ব্যাঙ

আউটপুট**

20210829_180746.jpg

20210829_181031.jpg(পেন্সিল দিয়ে চোখদুটো এঁকে নিলাম)

এখন আমার ব্যাঙ লাফানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত তাই আমি তাকে সবুজ ঘাসের মাঝে ছেড়ে দিলাম

20210829_182205.jpg

20210829_182241.jpg(আমার ব্যাঙের নতুন সঙ্গী)

এখন আপনারা উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই লাফানো ব্যাঙটি তৈরি করতে পারবেন।তাছাড়া আপনাদের বাসার বাচ্চা ছেলেমেয়েদের জন্যও এই চমৎকার খেলনাটি তৈরি করে দিতে পারেন।

সবিশেষে ধৈর্য সহকারে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পোস্টটি এখানেই শেষ করছি।পরিবার,পাড়া-প্রতিবেশীদের নিয়ে সবাই ভালো থাকবেন এবং সবসময় নিরাপদ দূরত্ব বজার রাখার চেষ্টা করবেন।ধন্যবাদ❤️

বাংলা আমার গর্ব এবং অহংকার

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

স্বাগতম

Sort:  
 3 years ago 

সুন্দরভাবে আপনি প্রজেক্টই করেছেন তবে আপনার জানার জন্য বলে দেই তাই DiY project শুরু হবে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে।।

কাগজ দিয়ে অনেক কিছু বানাতে পারি এই project আমি অনেক আগেই প্রকাশিত করেছিলাম, আপনি চাইলে আমার পোস্টটির ভিজিট করতে পারেন

ভাঁজের খেলা || কাগজ দিয়ে ব্যাঙ তৈরি by @alsarzilsiam

আচ্ছা ধন্যবাদ ভাইয়া বিষয়টা জানানোর জন্য

 3 years ago 

সুন্দর বানিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া..আপনার প্রতিটা মন্তব্যই আমার জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।❤️

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.12
JST 0.033
BTC 64341.19
ETH 3145.13
USDT 1.00
SBD 4.00