DIY-(এসো নিজে করি):||রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ ২৭শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ,শরৎকাল

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ্য আছি।আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম এক দৃষ্টিনন্দন DIY প্রজেক্ট নিয়ে।আশা করি আপনাদের প্রজেক্টটি ভালো লাগবে।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক–

রঙিন কাগজ দিয়ে দৃষ্টিনন্দন প্রজাপতি তৈরি

20210910_165857-1.jpg

প্রজাপতি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদির নাম নিম্নে দেওয়া হলোঃ

প্রয়োজনীয় উপকরণাদিঃ

20210910_161504-1.jpg

১.রঙিন পৃষ্ঠা(৩টি-গোলাপি,হলুদ এবং নীল)
২.কাঁচি
৩.স্কেল

প্রজাতির তৈরির প্রক্রিয়াগুলো নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ

সর্বপ্রথম স্কেল দিয়ে১৫ সে.মি. দৈর্ঘ্য ও প্রস্থের মাপ নিয়ে একখন্ড নীল রঙের কাগজ কেটে নিতে হবে।

20210910_161417-1.jpg

দ্বিতীয় ধাপঃ

এবার কাগজটি কোণাকুণি ভাবে ভাজ করতে হবে।তারপর ভাজ খুলে আবার অপর দিকে একইভাবে ভাজ করতে হবে।এবার সামনের দিকে আরেকবার ভাজ করে নিতে হবে।তাহলে কাগজখণ্ডটি এরূপ দেখাবে।

20210910_161641-1.jpg
(কাগজটিকে কোণাকুণি ভাবে ভাজ করতে হবে)

20210910_162033-1.jpg
(উপরের ছবির ন্যায় দুইবার কোণাকুণিভাবে ভাজ করার পর সামনের দিকে একবার ভাজ করতে হবে)

20210910_162232-1.jpg
(ভাঁজগুলো খোলার পর কাগজটিতে উপরের ছবির ন্যায় রেখা দেখা যাবে)

তৃতীয় ধাপঃ

20210910_162402.jpg
(কগজটির মাঝখানের রেখাটি চেপে দুইপাশের কাগজ এভাবে ভাজ করে নিতে হবে)

20210910_162502.jpg
(উপরের ভাজটি হাত দিয়ে চেপে এভাবে বসিয়ে দিতে হবে)

20210910_162707.jpg
(এবার বামপাশের উপরের একখণ্ড কাগজ ডানদিকে এভাবে ভাঁজ করে দিতে হবে)

20210910_162740.jpg
(ভাজ করার পর এরুপ দেখাবে)

চতুর্থ ধাপঃ

20210910_162914.jpg
(এবার যেকোন একপাশের কোণা কাঁচি দিয়ে গোল করে কেটে নিতে হবে)

20210910_163013.jpg
(কেটে ভাঁজ খোলার পর)

পঞ্চম ধাপঃ

20210910_163100.jpg
(এবার নিচের অংশের কাগজ উপরে তুলে ভাজ করতে হবে)

20210910_163154.jpg
(ভাঁজ করার পর এরূপ দেখাবে)

20210910_163344.jpg
(এবার সামনের কোণা অংশটি পিছনের দিকে ঘুরিয়ে জুড়ে দিতে হবে।তাহলে হয়ে যাবে আমাদের প্রজাতি)

20210910_171106.jpg
(প্রজাপতিটি এখন সম্পূর্ণ প্রস্তুত)

20210910_171047.jpg
(উপরের নিয়মে আমি আরো দুটি প্রজাপতি বানিয়ে নিলাম)

20210910_170337-1-1.jpg
(আমার প্রজাপতিগুলো এখন ফুল বাগান থেকে মধু আহরণে ব্যস্ত)

20210910_165920-1.jpg
(রৌদ্রজ্বল সময়ে)

এই ছিল আমার আজকের পোস্ট।আপনারা এখন চাইলে খুব সহজে উপরের নিয়মগুলো অনুসরণ করে বানিয়ে নিতে পারেন দৃষ্টিনন্দন প্রজাপতিগুলো।

সবিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিতে চায় আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য।পোস্টটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।তো আজ এই পর্যন্তই,সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনায় আমি আমার পোস্টটি এখানে শেষ করছি ধন্যবাদ

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

My whats3word code:location

স্বাগতম

Sort:  

জাস্ট ওয়াও👌।আমি তো প্রথমে ভেবেছিল বাস্তব প্রজাপতি। অনেক সুন্দর হয়েছে ভাই।ধাপে ধাপে বর্ণনা গুলো খুব ভালো উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

দারুন হয়েছে ভাই। প্রজাপতি গুলো একদম বাস্তব মনে হচ্ছে দেখে। অনেক সুন্দর প্রজাপতি বানিয়েছেন আপনি।

ধন্যবাদ ভাই...আসলে আমার সব জিনিসই গুছিয়ে করতে ভালো লাগে যাতে পোস্টও সুন্দর দেখায় এবং মানুষেরও বুঝতে সুবিধা হয়।

 3 years ago 

ফুলের গাছের ওপর যে প্রজাপতিগুলো বসে আছে এগুলো দেখে বোঝার উপায় নাই এগুলো হাতের তৈরি কাজ।

সুন্দর এই প্রজেক্টটি অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন

ধন্যবাদ ভাইয়া...প্রজাপতিগুলো তৈরির পরেই ফুল গাছের আইডিয়াটা মাথায় আসলো।প্রজেক্টটিতে অংশগ্রহণ করতে পেরে আমিও খুব খুশি।আশা করছি ভবিষ্যতে আরো ভালো পোস্ট শেয়ার করতে পারবো।

 3 years ago 

ভালো কিছু তৈরি করেন এমন প্রত্যাশা এবং দোয়া রইলো

অবশ্যই ভাইয়া...আমার যথাসাধ্য চেষ্টা করবো।

 3 years ago 

ওয়াও ভাইয়া আপনার কাগজের তৈরি প্রজাপতি টি খুবি সুন্দর হয়েছে। ধাপে ধাপে অনেক সুন্দর করে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অতিরিক্ত একটা সৌন্দর্য বর্ধিত হয়েছে প্রজাতি গুলো গাছের ডালে লাগানোর জন্য। সব মিলিয়ে সুন্দর উপস্থাপনা । শুভেচ্ছা রইল।

জ্বী ভাইয়া...এটার ক্রেডিট কিন্তু আপনারই প্রাপ্ত।একদিন ডিসকর্ড হ্যাং আউটে আপনি বলেছিলেন–কাগজের নৌকা তো সবাই বানায় কিন্তু ভাসায় কয়জন?সেদিনই আমি বুঝেছিলাম আপনি ক্রিয়েটিভ কাজকর্ম বেশি পছন্দ করেন।তাই ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি ভাইয়া।ধন্যবাদ সবকিছুর জন্য❤️

 3 years ago 

@abir10 দারুন 👍
আপনি ক্রমাগত উন্নতি করছেন।
এই ধারা অব্যাহত রাখুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
প্রজাপতি গুলো 🦋 খুব সুন্দর ছিল।
আরো কিছু মার্ক ডাউনের ব্যাবহার করলে আরও সুন্দর হবে।

ধন্যবাদ ভাইয়া ❤️...আপনাকে অনুসরণ করার চেষ্টা করছি।যেদিন থেকে আপনি মার্কডাউনের পরামর্শ দিয়েছিলেন সেদিন থেকেই আমি এটার ব্যাবহার আস্তে আস্তে শুরু করেছি।ইনশাআল্লাহ সুদূর ভবিষ্যতেই সবকিছু শিখে যাব।

 3 years ago 

দারুন হয়েছে ভাই আপনার প্রজাতির। অনেক সুন্দর করে তৈরীর করেছেন। এভাবেই এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইলো

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60638.91
ETH 2449.26
USDT 1.00
SBD 2.52