DIY-(DO It Yourself)–এসো নিজে করিঃরঙিন কাগজ দিয়ে ছয়টি গোলাপ ফুলের একটি ফ্রেম তৈরি||10% Beneficiaries @shy-fox

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।তাইতো আপনাদের মাঝে হাজির হলাম আরো একটি নতুন পোস্ট নিয়ে।এটি আমার DIY ইভেন্টের দ্বিতীয় কাজ।প্রথম কাজটিতে আপনাদের আশানুরূপ সমর্থন পেয়ে আমার দ্বিতীয় প্রজেক্টটি শুরু করতে যাচ্ছি।আশা করি আপনারা বিষয়টি উপভোগ করবেন।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক-

রঙিন কাগজ দিয়ে গোলাপ ফুলের ফ্রেম তৈরি

IMG_20210825_213731-1.jpg

গোলাপ ফুলের ফ্রেম তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদি নিম্নে দেওয়া হলোঃ

20210825_175305.jpg

১.কাঠিঃ৮ টি(এখানে আমি কাঠি হিসেবে পাটকাঠি ব্যাবহার করেছি।যার প্রত্যেকটির দৈর্ঘ্য ১৮ সে.মি.)
২.রঙিন কাগজ (৬টি-গোলাপি,আকাশি,বেগুনি,সবুজ,হলুদ এবং কমলা)
৩.ফাস্ট গাম
৪.কাঁচি

গোলাপের ফ্রেম তৈরির জন্য আমাদের প্রথমে ফুল তৈরির কাজ করে নিতে হবে।আমি ফ্রেমে মোট ছয়টি ফুল ব্যাবহার করবো।এর জন্য ছয়টি ভিন্ন রঙের কাগজ কেটে নিতে হবে
নিম্নে ফুল তৈরির করার প্রক্রিয়াটি ধাপে ধাপে আপনাদের সামনে উপস্থাপন করা হলোঃ

প্রথম ধাপঃ
প্রথমে ফুলটি তৈরির জন্য আমরা বেগুনি রঙের কাগজ নিলাম।এবার ফুলের চারটি পাপড়ির জন্য নিম্নে ছবির ন্যায় কাগজগুলো কেটে নিতে হবে-

20210825_191229-1.jpg(প্রতিটি কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ ৬সে.মি.)

ধাপঃ২
এবার নিম্নের ছবির ন্যায় ক্রমিকভাবে কাজগুলো করতে হবে-

20210825_182409-1.jpg(কাগজকে দুই ভাজ করে নিতে হবে)

20210825_182459.jpg

20210825_182609.jpg(কাগজটিকে কোনাকুনিভানে ভাজ করতে হবে)

ধাপঃ৩

20210825_182856.jpg(এবার বাকানো কাগজটির যেকোন এক কোণায় ধরে ছবির মতো গোল করে কাটতে হবে)

20210825_182911.jpg(এবার কাগজটির কোনায় হালকা করে কাটতে হবে)

এবার আরো ৫ টি কাগজের অনুরূপ ভাবে কেটে নিতে হবে।তাহলে ভাজ খোলার পর চিত্রের ন্যায় দেখাবে-

20210825_193023-1.jpg

ধাপঃ৪

20210825_193638-1.jpg(পাপড়ি গুলোতে ৮টি ভাজ আছে।সবার নিচে বামেরটা থেকে এক,তারপর ক্রমান্বয়ে ২,৩ এবং চার আষ্টমাংস পরিমাণ কাগজ কাটা হয়েছে)

ধাপঃ৫
এবার কাটাসহ ৮ টি কাগজ টুকরার কাটা মুখগুলো গাম দিয়ে জোড়া লাগাতে হবে।

20210825_194245.jpg

20210825_194639.jpg

ধাপঃ৬
এবার জোড়া লাগানো কাগজের মাঝের অংশে গাম লাগিয়ে বড় থেকে ছোট মোট আটটি কাগজ ক্রমান্বয়ে জোড়া লাগাতে হবে।জোড়া লাগানোর পর কাগজের মাথাগুলো কাঠি দিয়ে ভাজ করে দিতে হবে)

20210825_195234-1.jpg

আউটপুট

20210825_200458.jpg

এই একই রকম প্রক্রিয়ায় আরো ৫টি ফুল তৈরি করে নিতে হবে।

20210825_202858-1-1.jpg

এবার ফুলগুলোতে লাগানো গাম শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

**ধাপঃ৭-(ফ্রেম এবং পাতা তৈরি)
ফ্রেম তৈরির জন্য প্রথমে পাটকাঠিগলোর সাথে রঙিন কাগজ জড়াতে হবে।

20210825_190039-1.jpg

20210825_190743.jpg(আরো ৭টি কাঠিসহ মোট আটটি)

ধাপঃ৮
এবার প্রত্যেকটা কাঠি জোড়ায় নিয়ে একটি বর্গাকার আকৃতি দিতে হবে।এরপর চারকোণায় ভালোভাবে সুঁতা দিয়ে বাঁধতে হবে।

20210825_210510-1-1.jpg

ধাপঃ৯
এবার পাতা তৈরি করে নিতে হবে।

20210825_203150-1.jpg

20210825_203323-1-1-1.jpg

20210825_203520-1.jpg( ভাজ খোলার পর)

এভাবে আরো ৩ টি পাতা তৈরি করতে হবে।

ধাপঃ১০
এবার বাধা ফ্রেমের একপাশে দুটো পাতায় গাম দিয়ে লাগিয়ে তার উপর ৩ টি গোলাপ ফুল গাম দিয়ে লাগিয়ে বসিয়ে দিতে হবে।

20210825_211313-1-1.jpg

গাম শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করে অনুরূভাবে ফ্রেমটির বিপরীত পাশে একই কাজ করতে হবে।তাহলে সর্বশেষ আউটপুট হিসেবে সম্পন্ন কাজটি আমাদের শেষ হবে।

IMG_20210825_213714.jpg

IMG_20210825_214749-01.jpeg
ফুলসহ ফ্রেমটি আপনারা চাইলে আপনাদের ঘরের দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন।

আজকে এই পর্যন্তই।পোস্টটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।আমি একজন নিউ মেম্বার হিসেবে প্রতিদিন আমার সবথেকে ভালোটা দিয়ে পোস্ট করার চেষ্টা করছি।আশা করি আপনারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।

সবিশেষে ধন্যবাদ দিতে চায় আমার বাংলা ব্লগ কমিউনিটির অ্যাডমিন @rme দাদা,মডারেটর এবং সকল সদস্যবৃন্দকে।সবাইভালো থাকবেন এই কামনা করে আমার পোস্টটি আজকের মতো শেষ করছি।

ধন্যবাদ @abir10

স্বাগতম

Sort:  
 3 years ago 

গোলাপ ফুলের ফ্রেমটি অনেক সুন্দর দেখাচ্ছে।সবুজ হলুদ সহ তিন ধরনের কালারের কম্বিনেশন টা ভালো ছিল। ধন্যবাদ শেয়ার করার জন্য

জ্বী ভাইয়া...আমার বাসার দেওয়ালে টাঙানো অবস্থায় হলুদ কালারটাই বেশি ফুটে উঠছে।

 3 years ago 

খুব সুন্দর তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। এবং উপস্থাপন টাও অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ ভাই...বড় ভাই হিসেবে আপনাদের অনুপ্রেরণামূলক কথাগুলোই আমাদের সামনে এগোতে সাহায্য করে।আবারো ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে ভাই।কালারের কম্বিনেশনটা অনেক ভালো ছিল সাথে উপস্থাপনাটাও।শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মন্তব্যের জন্য।আশা করছি আরো সুন্দরভাবে পোষ্টগুলো সাজিয়ে করার।

 3 years ago 

6 টি গোলাপ ফুল দিয়ে আপনার একটি ফ্রেম অসাধারন হয়েছে এটা আমিও পারি। শুভেচ্ছা♥

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 62892.68
ETH 2581.23
USDT 1.00
SBD 2.73