DIY (Do It Yourself)-এসো নিজে করিঃকাগজ দিয়ে দৃষ্টিনন্দন গোলাপ ফুল তৈরি

আসসালামু আলাইকুম।আশা করি ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছি।আজকে আমি কাগজ দিয়ে ফুটন্ত গোলাপ ফুল তৈরি করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

কাগজ দিয়ে গোলাপ ফুল তৈরি

IMG_20210819_165738-01.jpeg

ফুল তৈরি জন্য প্রয়োজনীয় উপকরণঃ

20210819_113348-1.jpg

১.গোলাপি এবং সবুজ রঙের দুটি পৃষ্ঠা
২.ফাস্ট গাম এবং কটন বার
৩.স্কেল
৪.কাঠি
৫.কাঁচি
৬.কৌটা(আমি আইসক্রিমের কৌটা ব্যাবহার করেছি)

নিম্নে গোলাপ ফুল তৈরির প্রক্রিয়াটি কাজের ধাপ অনুসারে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ

20210819_114849-1-1.jpg
((উপরোক্ত ছবিটির বাম দিক থেকে কাগজ নম্বর যথাক্রমেঃ
১. সবুজ রঙের কাগজ কাটা অংশটি পাতার জন্য;যার দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ যথাক্রমেঃ৫ সে.মি.
২.তারপরের অংশটি বৃত্যাংশ জন্য যার দৈর্ঘ্য ও প্রস্থঃ ৬সে.মি.
৩.তারপরের অংশটি পুষ্পবৃন্ত/ডালের যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫ সে.মি. ও ৫ সে.মি.
৪.এরপরের অংশটি পাপড়ির জন্য কাটা কাগজ যার দৈর্ঘ্যঃ ৬ সে.মি. এবং প্রস্থঃ ৫ সে.মি.)

দ্বিতীয় ধাপঃ
পুষ্পবৃন্ত বা গোলাপ ফুলের ডাল তৈরি জন্য প্রথমে উপরোক্ত ছবির ৩ নং অংশের কাগজটির প্রথমে কোনার দিক থেকে শুরু করে শক্ত করে কাগজে পেচিয়ে শেষ অংশটিতে গাম লাগিয়ে জোড়া লাগাতে হবে এবং এরপর কাগজ এর ভিতর থেকে কাঠিটি বের করে ফেলতে হবে।

20210819_120211-1.jpg

তৃতীয় ধাপঃ
বৃত্যাংশ বা পাপড়ির নিচের অংশ তৈরির জন্য প্রথমে উপরোক্ত ছবির ২ নং কাগজটি কোনাকুনিভাবে দুই ভাজ করে নিতে হবে।
20210819_121423.jpg
এরপর আবার মাঝখান থেকে দুইভাজ করতে হবে।(পিক)এবার ভাজের দুই অংশ কাগজের জোড়া দিকে লাগাতে হবে।একই পদ্ধতিতে আবার উল্টাদিকে ভাজ করে যেই দুই অংশ বাইরে থাকবে সেগুলো গোল করে কেটে নিতে হবে।এবার কাগজের দুই পাশ এবং মাঝ বরাবর কেটে একে লাভ আকৃতির করতে হবে।

20210819_122212.jpg
এবার কাগজের ভাঁজ গুলো খুলে এর এক দিকে কাটার পরে কাটা অংশ গাম লাগিয়ে জুড়ে দিলেই বৃত্ত্যাংশটি পাওয়া যাবে।

20210819_122608.jpg

চতুর্থ ধাপঃ(উপরোক্ত ছবির কাগজ নম্বর ১)

পাতা তৈরি করতে হলে প্রথমে পাতার জন্য কেটে নেওয়া কাগজটিকে দুইভাজ করে নিতে হবে তারপর উপরের অংশটি গোল করে কেটে ফেলতে হবে এরপর কাটা অংশের চারপাশ ছবির ন্যায় ছোট ছোট করে কাটতে হবে।
20210819_123408.jpg
এবার ভাজ করা অংশ খুললেই পাতা আকৃতি পাওয়া যাবে।অনুরূপভাবে আরেকটি পাতাও তৈরি করতে হবে।
20210819_123559.jpg

পঞ্চম ধাপঃ(উপরোক্ত ছবির কাগজ নম্বর ৪)
প্রথমে পাপড়ির জন্য কেটে রাখা কাগজের উপরের দুই অংশ কাঠি দিয়ে একভাজ করে গোল করতে হবে।এরপর নিছের অংশ কাঁচি দিয়ে কেটে কাটা অংশ আঠা দিয়ে লাগালে ছবির ন্যায় পাপড়ি তৈরি হয়ে যাবে।অনুরূপ ভাবে আরো সাতটিসহ মোট ৮ টি পাপড়ি তৈরি করতে হবে।

20210819_132953.jpg

ফুল তৈরির শেষ ধাপঃ

20210819_133208-1.jpg
উপরের ছবির উপকরণের মতো সবগুলো জিনিস আমরা ইতোমধ্যে পেয়ে গেছি।এবার জোড়া লাগানোর পালা তাহলেই পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত গোলাপ ফুল।তো চলুন শুরু করা যাক-
সর্বপ্রথম পাপড়ির নিচের অংশে গাম লাগিয়ে চিত্রের ন্যায় পুষ্প বৃন্তের সাথে ছবির ন্যায় জোড়া লাগাতে হবে।
20210819_133759-1.jpg

এবার পর্যায়ক্রমে আরো সাতটি পাপড়ি একইভাবে লাগাতে হবে।লাগানোর পর নিচের ছবির ন্যায় দেখাবে।
20210819_135549-1.jpg
এবার পাপড়ির নিচের অংশে আগে থেকে তৈরি করা বৃত্যাংশ লাগাতে হবে এবং এর নিচে কেটে রাখা দুটি পাতা গাম দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে সম্পূর্ণ গোলাপ ফুল তৈরির কাজ সম্পন্ন হবে।নিম্নে সম্পুর্ন গোলাপ ফুলের একটি ছবি দেওয়া হলো-

20210819_135958.jpg
উপরোক্ত পদ্ধতিতে আমি আরো তিনটি ফুল তৈরি করেছি-

IMG_20210819_170158.jpg

এবার আইসক্রিমের কৌটায় কিছু বালি দিয়ে তার উপর ফুলগুলো বসিয়ে ঘরে রাখলে তা দেখতে অতি চমৎকার লাগে-

IMG_20210819_165353.jpg

আপনারা ইচ্ছা করলে খুব সহজে এখন এই দৃষ্টিনন্দন ফুলটি তৈরি করতে এবং ঘর সাজানোর কাজে ব্যাবহার করতে পারেন।

এটিই আমার কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রথম পোষ্ট।আপনাদের সাপোর্ট এবং অনুপ্রেরণা পেলে ভবিষ্যতে আমি আরো সুন্দর কাজ আপনাদের উপহার দিবো ইনশাআল্লাহ।আমার এই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এর জন্য আমি ধন্যবাদ দিতে চায় @rme ভাইকে এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিচালনায় যারা কাজ করে যাচ্ছে তাদের সবাইকে।

ধন্যবাদ @abir10

what's 3 word location:https://what3words.com/stepladder.midweek.abacus

সমাপ্ত

Sort:  
 3 years ago 

খুবই নিপুনতার সাথে ফুলটি বানিয়েছেন। আপনার হাতের কাজের নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা রইলো।

ধন্যবাদ ভাইয়া❤️...আপনার চমৎকার মন্তব্যে ভবিষ্যতে কাজ করার আরো অনুপ্রেরণা পাবো ইনশ'আল্লাহ

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66530.34
ETH 3251.57
USDT 1.00
SBD 4.36