DIY-এসো নিজে করিঃকাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট

|আজ ২৪শে ভাদ্র|১৪২৮ বঙ্গাব্দ|বুধবার, শরৎকাল|

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে।আজকে আমার পোস্টের বিষয় হলো কাগজের তৈরি ওয়ালমেট।করোনার এই অবসারকালীন সময়ে অনেক কিছু করতে ইচ্ছে হলেও শেষ মুহূর্তে এসে আর সম্ভব হয় না।এরপরেও নিত্যদিনের আনুষঙ্গিক কাজ কর্ম করার পর একটু সময় পেলেই শুরু করে দিই বিভিন্ন কারুকাজ,চিত্রাঙ্কন ইত্যাদি ইত্যাদি।তো আজকে কাগজ দিয়ে একটি ফুলের ফ্রেম তৈরি করতে চলেছি যেটা আপনারা নিজের বাসার ওয়ালে ব্যাবহার করে ঘরের সৌন্দর্যতা বাড়াতে পারবেন। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগবে।

কাগজ দিয়ে তৈরি ফুলের ওয়ালমেট

IMG_20210907_194551-1.jpg

ফুলের ওয়ালমেটটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ নিম্নে দেওয়া হলোঃ

প্রয়োজনীয় উপকরণাদিঃ


১.রঙিন পৃষ্ঠা(২টি-গোলাপি এবং হলুদ)
২.পেন্সিল(2B)
৩.রাবার
৪.ফাস্ট গাম
৫.কাঁচি

ওয়ালমেটটি তৈরি প্রক্রিয়া নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ


প্রথমে ফুল তৈরি জন্য ৭ সে.মি দৈর্ঘ্য ও প্রস্থের এক খন্ড গোলাপি কাগজ কেটে নিতে হবে।এবার কাগজ খন্ডটির মাঝখান থেকে কোণাকুণি ভাবে ভাঁজ করে নিতে হবে।একইভাবে আরেকবার ভাজ করে নিতে হবে।

20210905_141040-1.jpg


20210905_141921.jpg
(কোণাকুণি ভাজ করতে হবে)

20210905_142030.jpg
(একইভাবে আরেকবার ভাজ করতে হবে)

দ্বিতীয় ধাপঃ


এবার কাগজটির উপরের অর্ধেক অংশ একদিকে ভাঁজ করতে হবে।একইভাবে অপর অংশ ভাঁজ করে নিতে হবে।

20210905_142119-1-1.jpg

20210905_142333.jpg

তৃতীয় ধাপঃ


এবার কাগজটির নিচের অতিরিক্ত অংশ কেটে ফেলতে হবে।এবার নিচের ছবির মতো পেন্সিলের সাহায্যে মার্ক করে মার্ক করা অংশটি কেটে ফেলতে হবে।এরপর ভাজ গুলো খুললে নিচের ছবির মতো পাপড়ি পাওয়া যাবে।

20210905_143247.jpg
(নিচের অতিরিক্ত অংশ কেটে ফেলতে হবে)

20210905_143427.jpg
(এভাবে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হবে)

20210905_143537.jpg
(মার্ক করা অংশ এভাবে কাটতে হবে)

20210905_143957.jpg
(কেটে ভাঁজ খোলার পর।এভাবে আরো তিনটি ফুল তৈরি করে নিতে হবে।)

এবার ফুলের পাপড়িগুলো মাঝ বরাবর ভাজ করে নিতে হবে যাতে ফুলগুলোর সামনের দিক ফুটে উঠে)

20210905_144200-1-1.jpg

চতুর্থ ধাপঃ


এবার ২সে.মি. প্রস্থ ৩০ দৈ কাগজ কেটে নিতে হবে।কাগজটির মাঝ বরাবর ভাজ কর‍তে হবে।তারপর ভাজ করার পর আবার দুইবার ভাজ করতে হবে।
এবার কাজটির একপাশ এভাবে কেটে নিতে হবে।
তারপর কাগজটির ভাঁজ খুলে এভাবে গোল করে জড়িয়ে শেষ অংশে গাম লাগিয়ে জোড়া দিয়ে দিতে হবে।

20210905_144601-1.jpg

20210905_144731-1.jpg
(কাগজটি তিন ভাঁজ করতে হবে)

20210905_145400-1.jpg
(এভাবে এক পাশ কাঁচি দিয়ে কাটতে হবে)

20210905_145735.jpg
(এবার কাগজের ভাজটি খোলার পর গোল করে জড়িয়ে নিলে ফুলের মাঝখানের অংশটি পাওয়া যাবে)

পঞ্চম ধাপঃ


এভাবে পূর্বে কেটে রাখা পাপড়িগুলোর মাঝখানে গাম লাগিয়ে পর্যায়ক্রমে লাগিয়ে দিতে হবে।এবার ফুলের মাঝখানে হলুদ অংশটি বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ফুল।

20210905_145919.jpg
(পাপড়ির মাঝখানে গাম লাগাতে হবে)

20210905_150142.jpg
(উপরে আরো তিনটি পাপড়ি পর্যায়ক্রমে বসিয়ে নিতে হবে)

20210905_150221.jpg
(হলুদ অংশটি গাম দিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে সম্পূর্ণ ফুল)

20210905_165943-1.jpg
(এভাবে আরো চারটি ফুল বানিয়ে নিতে হবে)

ষষ্ঠ ধাপঃ


এবার ফুলগুলো বসানোর জন্য ফ্রেম তৈরি করে নিতে হবে।ফ্রেম তৈরির জন্য ১৮ টি কাঠির প্রয়োজন।এগুলো কাগজ দিয়ে তৈরি করে নিতে হবে।ফ্রেম কাঠি তৈরি জন্য প্রথমে হলুদ কাগজ ২১ সে.মি. দৈর্ঘ্য ও ৬ সে.মি. প্রস্থ মাপ নিয়ে কাটতে হবে।এবার কাগজটির এককোণা থেকে রোল আকৃতি করে পেঁচিয়ে শেষ অংশ গাম দিয়ে জুড়ে দিতে হবে।

20210905_170413.jpg

20210905_170633.jpg

এভাবে আরো ১৮ টি কাঠি তৈরি করে নিতে হবে।

20210905_170733.jpg
(মোট ১৮টি)

সপ্তম ধাপঃ


এবার তিনটি করে কাঠি একসাথে জোড়া লাগিয়ে নিতে হবে।তারপর জোড়া লাগানো কাঠিগুলোর মাথার অংশ কেটে সমান করে নিতে হবে। এবার সকল কাঠি একসাথে জোড়া লাগিয়ে নিচের ফ্রেম আকৃতি করতে হবে।

20210905_171806.jpg

20210905_172032.jpg
(এভাবে ফ্রেম তৈরি করতে হবে)

এবার ফ্রেমের কাঠিগুলোর বাড়তি অংশ কেটে নিয়ে এর চারকোণায় চারটি এবং মাঝখানে একটি ফুল বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ফ্রেমসহ ফুল

সর্বশেষ আউটপুটঃ

IMG_20210907_194551-1.jpg

IMG_20210907_195429.jpg

IMG_20210907_200040-2.jpg

এই ছিল আমার আজকের মতো পোস্ট।আশা করি আপনাদের ভালো লাগেছে।আপনারা ইচ্ছে করলে খুব সহজেই উপরের স্টেপগুলো ফলো করে বানিয়ে ফেলতে পারেন দৃষ্টিনন্দন এই ফুলের ওয়ালমেটটি।যা আপনার রুমের দেওয়াল তথা আপনার ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে।

সবিশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য।পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন এই কামনা করে আজকের পোস্টটি আমি এখানেই শেষ করছি।ধন্যবাদ।

পোস্ট সম্পাদনকারীঃ@abir10

My whats3word location code:location

স্বাগতম

Sort:  
 3 years ago 

এটা এমন একটা প্রতিভা যা সবাই করতে পারে না।আপনি ধাপে ধাপে আপনার হাতের কাজ বর্ণনা করেছেন।যা আমার মন ছুঁয়ে গেছে।ফটোগ্রাফির সাথে আপনার বর্ণনাটাও বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া...আশা করি এভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

ভালো হচ্ছে ধীরে ধীরে @abir10

ধন্যবাদ ভাইয়া...আপনার থেকে অনেক কিছু শিখেছি।এখন এগুলো ধীরে ধীরে কাজে লাগানোর চেষ্টা করছি।ইনশাআল্লাহ একদিন সফল হবো।

 3 years ago 

অবশ্যই।
আপনি পারবেন।
অপেক্ষায় রইলাম।
আপনার নাম একদিন টপ লিস্টে আমাদের পাশে দেখবো।

দোয়া করবেন ভাইয়া...আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি আর বাকিটা উপরওয়ালার হাতে।

ধাপে ধাপে আপনার হাতের কাজটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।সেই সাথে মাপ যোক গুলো আমাদের মাঝে তুলে ধরেছেন।ফুল তৈরিটা আমার কাছে খুব ভালো লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর হাতের কাজটি আমাদের মাঝে শেয়ার করার জন্যে।

আপনার ভালো লেগেছে এতেই আমার স্বার্থকতা ভাই।আশা করছি এভাবেই পাশে থাকবেন।❤️

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে কাগজ দিয়ে বানানো ফুলের ওয়ালমেটটি। খুব সহজে বুঝা যাচ্ছে সবকিছু কারণ আপনি খুব সুন্দর করে সবকিছু গুছিয়ে লিখেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্যও শুভকামনা রইলো।

বাহ কি সুন্দর বানিয়েছেন কাগজের ওয়ালমেট। দেখে অনেক ভালো লাগলো, অনেক প্রতিভা নিয়ে তৈরি করেছেন। যেভাবে উপস্থাপন করেছেন যে কেউ এটা তৈরি করতে পারবে। অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ ভাই আমার পোস্টটি কষ্ট করে পড়ে সবকিছু বোঝার জন্য।

 3 years ago 

আপনি কাগজ দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন।দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে এত সুন্দর ফুল বানিয়েছেন। সত্যি আপনি অনেক দক্ষ বান একজন ব্যক্তি। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই...দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো ভালো কিছু শেয়ার করতে পারি।

 3 years ago 

আপনার ওয়ালমেট টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আরো সুন্দর করে তুলেছেন ধাপে ধাপে পোস্টটি করে, এতে করে আমাদের সবার বুঝতে খুব সহজ হয়। ধন্যবাদ ভাই আপনাকে।

ধন্যবাদ ভাই...আমি সবসময় সহজ ও সাবলীল ভাষায় পোস্ট করার চেষ্টা করি...আশা করি ভবিষ্যতে আরো ভালো করতে পারবো।

 3 years ago 

সুন্দর উপস্থাপনা। আর খুব পরিপাটি হাতের কাজ। হইতো আরো ভালো কিছু সামনে দেখবো। শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাই...আমিও আরো ভালো কিছু শেয়ার করার জন্য আমার সাধ্যমতো চেষ্টা করছি।

 3 years ago 

আপনার কাগজের ওয়ালমেট অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। লেখাগুলো খুব গুছিয়ে লিখেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32