||করোনা মহামারীকালীন দীর্ঘ ছুটির পর আমার কলেজে যাওয়ার মুহুর্তগুলো||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ


১২ই আশ্বিন, ১৪২৮
27th sep.-2021 🍂

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই,বোন ও বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হোস্টেলে ফেরার ভ্রমণকাহিনী সম্পর্কে।তো চলুন আমার কয়েকদিন আগের ভ্রমণকাহিনীর স্মৃতিচারণ করা যাক।

ফ্রেমবন্দি আমার ভ্রমণের মুহুর্তগুলো


20210928_001815.jpg


চলে যাচ্ছি সেই দূর দেশে আত্মীয় স্বজনের ছেড়ে অনেক দূরে।দীর্ঘ দেড় বছর বাড়িতে থাকার ফলে একটা অন্যরকম মায়া এবং পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেবার অনুভূতিও তৈরি হয়েছিল।কিন্তু কি আর করার জীবন তো জীবনের নিয়মে চলবেই।আর পরিবার থেকে দূরে চলে যাবার মাধ্যমেই যদি ভবিষ্যৎ জীবনে পরিবার নিয়ে সুখে থাকতে পারি তাহলে এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে।(এই কথাটাই বার বার মনে করে আমি মনকে সান্তনা দিচ্ছিলাম)।


↘️কলেজের উদ্দেশ্যে যাত্রা শুরু↙️

২৫ সেপ্টেম্বর,ভোর ৫ টা

1632717331469.jpg

1632717416929.jpg

W3W location


অবশেষে পাড়ি জমালাম আমার গন্তব্যস্থলে।আমার সাথে আমার ভ্রমণসঙ্গী হিসেবে ছিল আমার দুই বন্ধু।ঢাকা কল্যাণপুর থেকে আমাদের যাত্রা শুরু হয়।

ভোর ৫:৩০ টা

1632717457562.jpg

1632717487406.jpg

W3W location

আমরা সকাল ৫:৩০ মিনিটে কল্যাণপুর থেকে লোকাল বাসের মাধ্যমে ঢাকা সদরঘাটে যাত্রা শুরু করি।লোকাল বাসে সদরঘাটে পৌছাতে আমাদের সময় লেগেছিল ৪০ মিনিট।

সকাল ৬:২০ টা

1632717550747.jpg
W3W location

রাস্তায় ট্রাফিক জ্যামের ঝামেলা ছাড়ায় আমরা পৌছে গেলাম ঢাকা সদরঘাট।সদরঘাট থেকে চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে আমরা লঞ্চে উঠলাম।লঞ্চের নাম ছিল -"সোনার তরী-২"।

লঞ্চের ভিতরের কিছু দৃশ্য-

1632717573592.jpg

1632717640563.jpg

1632717712067.jpg
W3W location

সকাল ৭:৩০

1632717769129.jpg

IMG_20210925_084534.jpg

IMG_20210925_084612.jpg
W3W location

সকাল ৭ঃ৩০ মিনিটে আমাদের লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে গমন করে।এবার আমরা ফ্রেশ হয়ে লঞ্চ ক্যান্টিন থেকে চা এবং হালকা নাস্তা করে নিই।

সকাল ৯ঃ৩০

1632717862133.jpg

1632717811753.jpg

1632717905566.jpg
W3W location

মেঘনা নদীর মাঝে জেলেরা ইলিশ মাছ ধরায় ব্যস্ত আর আমি ব্যস্ত নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করায়।

সকাল ১১ঃ৩০

1632717926369.jpg

c7bcd157153abba783adce711b9e6e31.0.jpg

e591bdea31d4923d1e5c618e219418ee.0.jpg
W3W location:1
W3W location:2
দীর্ঘ ৪ ঘণ্টা লঞ্চ ভ্রমণের পর আমি পৌছে গেলাম আমার সেকেণ্ড হোম আমার কলেজ হোস্টেলে।



এই ছিল আমার আজকের মতো ভ্রমণের পোস্ট।ছোটবেলা থেকেই আমার ঘুরোঘুরি খব পছন্দ বিশেষ করে নদী পথে ভ্রমণ।আর চাঁদপুরে পড়ালেখা করার সুবাদে নদীপথে ভ্রমণ আমার নিত্যসঙ্গী হয়ে গেছে।তো সর্বোপরি আমার স্মৃতিচারণ মুলক ভ্রমণের পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।



🌻আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।❤️

শুভেচ্ছান্তেঃ@abir10

আমার পরিচয়ঃ

FB_IMG_16326465518590940.jpg

আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
Sort:  
 3 years ago 

অনেক সুন্দর, আনন্দময় একটি দিন কাটিয়েছেন। লঞ্চ জার্নি আমার অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সকালে গিয়েছেন বলে ঢাকা শহরের জ‍্যামে পড়েন নাই। এর পূর্বে আমি কখনো লঞ্চে উঠি নাই। আপনার ছবিগুলো দেখে বেশ ভালোই লাগছিল। আপনার ক‍্যাম্পাস টা মনে হচ্ছে খুব সুন্দর। এই ক‍্যাম্পাস নিয়ে একটি পোস্ট দেখতে চাই।।

অবশ্যই ভাইয়া খুব দ্রুত এই সম্পর্কে পোস্ট করার চেষ্টা করবো।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।❤️

 3 years ago 

💖💖

 3 years ago 

ইউ ডিজার্ভ গুড। ধন্যবাদ আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।❤️

 3 years ago 

লঞ্চ ভ্রমণ টা খুব সুন্দর বর্ণনা করেছেন আমাদের সাথে ।ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14