'আমার বাংলা ব্লগ'–||রঙিন কাগজ দিয়ে জোড়া নৌকা তৈরি||

আজ ৬ই সেপ্টেম্বর–২০২১,সোমবার

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় ভাই ও বোনেরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি আবারো আপনাদের সামনে হাজির হলাম আরেকটি নতুন পোস্ট নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আমার ছবিসহ আলোচ্য বিষয় হলো কাগজ দিয়ে জোড়া নৌকা তৈরি।সিঙ্গেল নৌকা তো আমরা কমবেশি প্রায় প্রত্যেকে তৈরি করেছি তাই ভাবলাম একটি জোড়া নৌকা তৈরি করা যাক।যেটা আমরা ছোটবেলায় সচরাচর করতাম।তো চলুন নৌকা তৈরির মাধ্যমে আবার শৈশবের স্মৃতি থেকে ঘুরে আসা যাক-

কাগজ দিয়ে তৈরি জোড়া নৌকা

20210906_174834.jpg
(আমার 'স্টীম পোর্ট বাংলাদেশ' নদীবন্দরে নৌকাগুলো বাঁধা আছে)

জোড়া নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদির নাম নিম্নে দেওয়া হলোঃ

প্রয়োজনীয় উপকরণঃ

১.রঙিন পৃষ্ঠা(২টি-নীল এবং গোলাপি)
২.কাঁচি
৩.স্কেল
নৌকা তৈরির প্রক্রিয়াটি নিম্নে ধাপ ক্রমান্বয়ে দেওয়া হলোঃ

প্রথম ধাপঃ


প্রথমে ১৪ সে.মি. দৈর্ঘ্য ও প্রস্থের মাপে নীল কাগজ কেটে নিতে হবে।এবার কাগজ খন্ডটির মাঝখান থেকে ভাজ করে নিতে হবে।

20210906_164720.jpg
(14×14)

20210906_171530.jpg
(মাঝ বরাবর ভাজ করতে হবে)

দ্বিতীয় ধাপঃ


এবার কাগজ খন্ডটির দুইপাশও মাঝখানের রেখা বরাবর ভাজ করে নিতে হবে।

20210906_171816.jpg

তৃতীয় ধাপঃ


এবার কাগজটি লম্বালম্বি ধরে মাঝ বরাবর ভাজ করতে হবে।এরপর মাঝের রেখার দুইপাশের কাগজ ভাজ করে নিতে হবে।

20210906_171849.jpg

20210906_172048.jpg

চতুর্থ ধাপঃ


এবার কাগজের লম্বালম্বি ভাজগুলো খুলে ফেলতে হবে।এবার মাঝখানের দাগ বরাবর একদিকের দুই খন্ড কাগজ ভাজ করে নিতে হবে।এবার উপরের কাগজখণ্ডটি চাপ দিয়ে বসিয়ে দিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে একপাশের নৌকা।

20210906_172104.jpg
**(ভাজ খোলার পর)

20210906_172401-1-1.jpg
(একপাশের কাগজের দুটি কোণা ধরে এভাবে ভাজ করতে হবে)

20210906_172449-1.jpg
(এবার উপরের অংশের কাগজটি চাপ দিয়ে বসিয়ে দিলে তৈরি হয়ে যাবে একপাশের নৌকা)

অনুরূপভাবে অপরপাশের নৌকাও তৈরি করে নিতে হবে।


সর্বশেষ ধাপঃ


এবার কাগজটি উলোদিকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে।তাহলেই তৈরি হয়ে যাবে জোড়া নৌকা।

20210906_172627.jpg
(কাজটি উল্টোতে হবে)

20210906_172744.jpg
(এভাবে মাঝ বরাবর ভাঁজ করতে হবে)

আউটপুট

20210906_201723-1.jpg

এভাবে আমি আরো দুটি 'জোড়া নৌকা' তৈরি করে নিয়েছি

20210906_173004-1.jpg

এখন আমার নৌকাগুলো "স্টীম পোর্ট বাংলাদেশ" নদীবন্দর থেকে যাত্রী পারাপার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত

20210906_174834.jpg

এই ছিল আমার আজকের মতো পোস্ট।ছোটবেলায় বৃষ্টির দিন নৌকা বানানো ছিল আমাদের প্রধান খেলা।আমরা দেখতাম কার নৌকাটি পানিতে কতক্ষণ ভেসে থাকতে পারে।আজ হটাৎ বৃষ্টির সময় ছোট বেলার স্মৃতি রোমান্থন করে বানিয়ে ফেললাম আমার সেই চিরচেনা খেলনা 'জোড়া নৌকা'

সবিশেষে আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।পোস্টটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার পোস্টটি এখানেই শেষ করছি।ধন্যবাদ


পোস্ট সম্পাদনকারীঃ@abir10

স্বাগতম

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লাগছে নৌকা গুলো। বিশেষ করে সারিবদ্ধ অবস্থায় রাখা হয়েছে সেই বিষয়টা বেশি ফুটে উঠেছে। নৌকা বানানো শিখে গেলাম।পোস্টটি অনেক ভালো লেগেছে আমার কাছে।

ধন্যবাদ ভাই...আপনি যে আমার পোস্টটি দেখে নৌকা বানানো শিখতে পেরেছেন এখানেই আমার স্বার্থকতা।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি করা যদিও খুবই সহজ। তবে আপনি জোড়া নৌকা তৈরি করায় অনন্যতার ছাপ রেখেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার হাতে তৈরি নৌকা খুব সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে বর্ণনা এবং ফটোগ্রাফি দিয়ে বুঝিয়ে দিয়েছেন কিভাবে এটা তৈরি করতে হবে।

image.png

স্টিম পোর্ট বাংলাদেশ নদী বন্দর নামটা যোস হয়েছে ভাই।

আপনার জন্য শুভকামনা রইলো।

ধন্যবাদ ভাই...আসলে নদীবন্দর টার নাম হঠাৎ করে মাথায় চলে আসলো।তবে ভাই ভবিষ্যতে যদি কোন ব্যাবসা বা অন্যকিছুর সুযোগ আসে তাহলে নামের প্রথম অংশটা স্টীম দিয়েই শুরু করবো।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার জোড়া নৌকা গুলো।এমন নৌকা এর আগে আমি কখনো দেখিনি।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু...এবার তাহলে দ্রুত তৈরি করে নেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57408.28
ETH 3079.77
USDT 1.00
SBD 2.31