টমেটো পুঁটিমাছ দিয়ে স্পেশাল পিয়াজ ভুনা রেসিপি (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। করোনা মহামারী আবারও আমাদের আঘাত হেনেছে। আমি সবাইকে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ করছি যাতে আমাদের পরিবার ভালো থাকে। আমাদের বাংলা ব্লগ পরিবারের একজন সদস্য ভাল না থাকলে আমরা কেউই ভালো থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। যাই হোক আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় একটি রেসিপি শেয়ার করব।

20220111_223233.jpg

উপকরণ

রেসিপিস্পেশাল পুটি মাছের রেসিপি
পুটি মাছ২৫০ গ্রাম
টমেটো১টি
পেঁয়াজএক কাপ
মরিচের গুড়া২ চামুচ
তেলআধা কাপ
লবণস্বাদ মতো
হলুদ১ চামুচ
আদা বাটা১ চামুচ
রসুন বাটা১ চামুচ
সাদা এলাচ২ টি
তেজপাতা১ টি
দারুচিনি১ টি
মসলা গুঁড়া১ চামুচ

ধাপ-১

20220111_201552.jpg
প্রথমে একটি পাত্রে পুঁটিমাছ নিয়েছি ।

ধাপ-২

20220111_201700.jpg

এই পর্যায়ে পুটি মাছের সাথে লবণ এবং হলুদ মিশিয়ে নিয়েছি।

ধাপ-৩

20220111_201850.jpg
মাখিয়ে নেওয়া মাছগুলি কড়াই এর উপর ভেজে নেওয়ার জন্য নিয়েছি ।

ধাপ-৪

20220111_202628.jpg
এ পর্যায়ে মাছগুলো একটু ভেজে নিয়েছি।

ধাপ-৫

20220111_203050.jpg

20220111_210543.jpg

এই পর্যায়ে রেসিপিটি সম্পন্ন করার জন্য কড়াই থেকে ভাজা মাছ ফ্রাই প্যান এ নিয়েছি । মাছ ভাজা শেষ হওয়ার পরে আমি একটি পাত্রে মাছ গুলো রেখে দিয়েছি।

ধাপ-৬

20220111_204947.jpg
পর্যায়ে একটি পাত্রে আদা, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সাদা এলাচ, তেজপাতা,দারুচিনি, লবণ নিয়েছি ।

ধাপ-৭

20220111_204735.jpg

20220111_205103.jpg

এই পর্যায়ে ১ কাপ পেঁয়াজ বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি ।

ধাপ-৮

20220111_205125.jpg
ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে কুচি করে কেটে নেওয়া একটি টমেটো দিয়েছি ।

ধাপ-৯

20220111_210138.jpg

এ পর্যায়ে পেঁয়াজ ও টমেটো সাথে লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা রসুন বাটা তেজপাতা ও দারুচিনি দিয়েছি ।

ধাপ-১০

20220111_210240.jpg

20220111_210358.jpg

20220111_210645.jpg
এই পর্যায়ে হালকা পানি দিয়ে আচ দিয়ে সবকিছু কষিয়ে নিয়েছি লাল লাল না হওয়া পর্যন্ত ।তারপর আর একটি পানি দিয়েছি ।

ধাপ-১১

20220111_211549.jpg

20220111_211709.jpg

এই পর্যায়ে আর একটু কষিয়ে নিয়েছি তারপর আবার রেসিপির ঝোল করার জন্য পানি দিয়েছি।

ধাপ-১২

20220111_211938.jpg

20220111_211943.jpg

20220111_212013.jpg

20220111_212434.jpg

20220111_212616.jpg

এই পর্যায়ে ভেজে নেওয়া মাছ গুলো ঢেলে দিয়েছি এবং রেসিপি সম্পন্ন না হওয়া পর্যন্ত চুলায় হালকা আচ দিয়ে রেখেছি এবং সবশেষে আমাদের রেসিপিটি শেষ হয়েছে।

ফাইনাল ধাপ

20220111_212813.jpg

20220111_212705.jpg

রেসিপি শেষ হওয়ার পর খাওয়ার জন্য উপস্থাপন করেছি।

siam,.png

Sort:  
 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

টমেটো পুটি মাছ দিয়া স্পেশাল পিয়াজু রেসিপি আপনি দারুন ভাবে রান্না করেছেন আপু। অনেক ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দারুণ ভাবে উপস্থাপনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন এবং প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় ছিল। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বেশি করে পেঁয়াজ টমেটো দিয়ে পুঁটি মাছ ভুনা করলে আসলেই খুবই মজা লাগে খেতে ।আপনি খুব সুন্দর ভাবে পুঁটি মাছ রান্না করেছেন দেখে অনেক ভালো লাগছে মনে হচ্ছে খাবারটি অনেক মজা হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

টমেটো ও পুটি মাছ দিয়ে অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন আপু। দেখে খেতে ইচ্ছে করছে। আপনি অনেক সুন্দর করে আপনার রান্নার প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু আপনাকে।

পুটি মাছ বহুদিন পর দেখলাম। টমেটো পুটি মাছের এই রেসিপি আমার মনে হয় অপছন্দ করেন এমন কাউকে খুজে পাওয়া খুবই দুষ্কর। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগছে। শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পুঁটি মাছ তেমন একটা খাই না। তবে আপনার টমেটো পুঁটিমাছ দিয়ে স্পেশাল পিয়াজু রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হইছে। অবশ্য এই রকম ভাবে কখনো রেসিপি তৈরি করা হয় নাই। আপনার ধাপগুলো ফলো করে রেসিপিটি ট্রাই করবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে এই সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️❤️

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা রইল।

 3 years ago 

পুটি মাছ আমার ভালো লাগে,যদিও অনেক কাটা থাকে।তাছাড়া পুটি মাছকে ভালো করে ভেজে খেতে ভালো লাগে।আপনার পুটি মাছ ভূনাটা অনেক ভালো হয়েছে।রেসিপির কালার দেখে মনে হচ্ছে, অনেক টেস্টি হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সাধারণে অসাধারণ করে আমাদের মাঝে তুলে আনলেন লোভনীয় রেসিপি। দুটো আইটেমই আমার কাছে খুবই লোভনীয়। সুন্দর ছিল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল।

আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা

 3 years ago 

টমেটো আর পুঁটি মাছ দিয়ে চমৎকার রান্না করেছেন 😋
এই তরকারি দিয়ে অনায়াসে দুপ্লেট ভাত খাওয়া যাবে।
নিশ্চয়ই একটু ঝাল ঝাল করে রান্না করেছেন 😋
তাহলেই বেশি স্বাদের হয়েছে নিশ্চয়ই ☺️
অনেক অনেক দোয়া এবং শুভ কামনা রইল ♥️
এগিয়ে যান ✨

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া । ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আহ আপু দিলেন তো লোভ লাগিয়ে। পেয়াজ ভুনা টমেটো সত্যি খেতে অসাধারণ। আর সাথে পুঁটিমাছ খুবই মজাদার গরম ভাতের সাথে খেতে। মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

রেসিপিটি খুব ভালো লেগেছে আমার কাছে।
তবে আপু পিয়াজু রেসিপি মানে বুঝলাম না।মানে যেটা আপনি টাইটেলে লিখলেন।

 3 years ago 

আমাদের এই দিকে পেঁয়াজ দিয়ে এমন ভাবে রেসিপি করলে পিয়াঁজু বলে আপু। মানে পিয়াঁজ ভূনা টাইপের আর কি ।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 56556.00
ETH 2492.21
USDT 1.00
SBD 2.22