You are viewing a single comment's thread from:
RE: বজ্রপাতে নষ্ট টেলিভিশন ভালো করতে গিয়ে কিছু আত্মোপলব্ধি
বজ্রপাতে টেলিভিশন নষ্ট হওয়ার ঘটনা আমাদের বাসায় ঘটিয়েছিল অনেক আগে আমি তখন বুঝতাম না বজ্রপাতের সময় টেলিভিশন ডিস লাইন লাগিয়ে রাখতাম বা বিদ্যুৎ এর লাইন লাগানোই থাকত। পরে শুনলাম যে বজ্রপাতের সময় কখনই বিদ্যুতের লাইন এবং ডিস লাইন টিভির সাথে সংযোগ রাখা উচিত নয়। আসলে এই ধরনের বিব্রতকর অবস্থা মাঝে মাঝে পড়তে হয়। তবে ভবিষ্যতে অনেক কিছু থেকে সাবধান হওয়ার জন্য হয়তো আপনার ছোট কিছুর উপর দিয়ে পার হয়ে গেছে। তবে বাসায় একটু রাগ হবে আর কি স্বাভাবিক। ১৪০০ টাকা লেগেছে মানে ভালই খরচ হয়েছে। আসলে যারা যে কাজ বছরের পর বছর ধরে করে সেখানে তারা এমন স্পেশালিস্ট হয়ে ওঠে এমন দক্ষ হতে তারা সেই কাজে হাত দিলেই বুঝতে পারে তার কোথায় কি সমস্যা হচ্ছে।
আপু ৫৫০টাকা লেগেছে মোট। আর এটা একদম ঠিক যে কাজের সাথে লেগে থাকলে দক্ষতা ঠিক চলে আসবে। অনেক ভালো থাকবেন।