বহুদিন আগে আমি একটি টিয়া পুষেছিলাম,
আমার পাঁজরের অদৃশ্য খাঁচায় তাকে
বন্দী করেছিলাম ।
আহা দাদা ব্যর্থ-প্রেমের-গল্প আপনার কবিতায় ফুটে উঠেছে। আমাদের সবার জীবনে প্রেম আসে ভালবাসা আসে আবার কখন যে সে চলে যায় আমাদের ছেড়ে তা বুঝতে পারিনা। প্রথম প্রেম বা ভালবাসাকে আমরা এত যত্নে আগলে রাখি তাকে কখনো হাতছাড়া করতে চাইনা। আমাদের অনেকেই অনেক সেক্রিফাইস করে কিন্তু তারপরও যখন সেই পাখিটি উড়ে চলে যায় তখন অনেকেই দুমড়ে-মুচড়ে নিজেকে শেষ করে দিতে চাই।
বুকের বাঁ পাঁজরের আঁকা সপ্নগুলো নিমিষেই যেন নিরাশ হয়ে যায়। আপনার কবিতাগুলো বরাবর আমাকে মুগ্ধ করে আমি অনেক মনোযোগ সহকারে আপনার কবিতাগুলো পড়ি আপনার মনের অনুভূতি গুলো অসাধারণ দাদা কবিতা লিখতে হলে মনে অনুভূতি ও চিন্তাশক্তিকে এক করতে হয়। আপনি খুব ভালভাবেই করে দেখান। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Thank You for sharing...