You are viewing a single comment's thread from:

RE: ছোটবেলায় রমজান মাসের একটি মজার ঘটনা [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ4 years ago

আপনার কাহিনী শুনে খুব মজা পেলাম আসলেই ছোটবেলায় আমাদের এরকম হতো আমি যখন রোজা ছিলাম ।আমার এতই পানি পিপাসা লেগেছিল আব্বু বলতো ঘরের মধ্যে দরজা বন্ধ করে পানি খেলে কেউ দেখবে না। গোসল করার সময় পানি খেয়ে ফেলতাম যাতে কেউ বুঝতে পারে না। ছোটবেলায় রোজার মাসে অনেক ঘটনায় মনে পড়ে আর হাসিও পায় এখন। একদিন সেহরি বেলায় আমাকে ডাক দেয় নাই আমি ছোট ছিলাম পরের দিন আমি সেই রাগ হয়েছি সবার উপর। আগে আব্বু বলতো দিনে দুই-তিন টা করে রোজা করা যায়। আমি করতাম একদম ছোট বেলায়। আপনার গল্পগুলো পড়ে আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল আপনাকে ধন্যবাদ অতীত স্মৃতি মনে করে দেওয়ার জন্য।

Sort:  
 4 years ago 

আগে আব্বু বলতো দিনে দুই-তিন টা করে রোজা করা যায়।

এই কথাটা আমার দাদী বলতো, কিন্তু তিনি এখন আর আমাদের মাঝে নেই, দাদীর কথা মনে পরে গেল।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.032
BTC 107621.13
ETH 3924.14
USDT 1.00
SBD 0.59