You are viewing a single comment's thread from:

RE: ★জীবনের তিক্ত কিছু সত্য কথাঃ ৭ ★ [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ4 years ago

আপু আপনার পোষ্টটি পড়ে আমার আসলে নিজেকে উপলদ্ধি করার সময় এসেছে বলে মনে করলাম। নিজের আত্ম বিসর্জন দিয়ে কখনই সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটি সম্পর্কে যদি পারস্পরিক সম্মান বোধ না থাকে একে অপরের প্রতি ছাড় দেওয়ার মন মানসিকতা না থাকে তাহলে সে সম্পর্কে কখনোই বেশিদূর আগানো সম্ভব নয়। সে সম্পর্ক যে ধরনের সম্পর্কেই হোক না কেন তা কখনোই সুন্দর সময়ের মুখ দেখবে না। একপক্ষ শুধু সেক্রিফাইস করে যাবে অন্যপক্ষ সেটা নিয়ে তামাশা করবে তাতে কোন সম্পর্কে বন্ধন হতে পারে না। একটি সম্পর্ক যদি সম্মান না থাকে সে সম্পর্কে যদি সম্মান নিয়ে বেঁচে না থাকে সে সম্মানে কোন স্থায়িত্ব নেই। আমরা অনেক সময় দেখি কোন একটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য একজন সেক্রিফাইস করা যাচ্ছে তার সম্মান বিসর্জন দিচ্ছে অন্যজন তার প্রতি করুণা করছে দোয়া করছে। করুনার সম্পর্ক বা দয়ার বেশিদিন টেকে না। তাই বলব সম্মান থাকতে সেই সম্পর্ক থেকে ফিরে আসা উচিত। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মনি এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.33
JST 0.032
BTC 114296.66
ETH 4127.13
USDT 1.00
SBD 0.78