You are viewing a single comment's thread from:

RE: মহান বিজয় দিবস নিয়ে আমার কিছু আলোচনা।

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমে আপনাকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। লক্ষ প্রাণের বিনিময়ে, লক্ষ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে, হাজারো বাবার সন্তানের প্রতীক্ষায় দিন কাটানো, হাজারো বোনের ভাইয়ের অপেক্ষায় দিন কাটানো ,হাজারো মায়ের কোল খালি করার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আমরা পেয়েছি বিজয় । তবুও দিন শেষে এই বিজয় আমাদের আনন্দের আমাদের উচ্ছ্বাসের এই বিজয়। ছোটবেলায় যখন বিজয় উৎসব হয়তো! বিজয় মেলা হতো তখন আমরা খুব আনন্দ করতাম বিশেষ করে আমি। মনে আছে ছোটবেলায় একবার ব্যাঙ দৌড়ে প্রথম হয়েছিলাম😌। তবে আমরা বিজয় অর্জন করেছি সত্যি কিন্তু বিজয়ের স্বাদ আমরা কখনোই উপভোগ করতে পারিনি শুধু আমাদের কারণে। আমি আমাদের কারণের জন্যই বলছি আমরা সব সময় আমাদের অধিকার নিয়ে সোচ্চার অধিকার পাওয়া নিয়ে আন্দোলনে লিপ্ত হই কিন্তু দেশের প্রতি ,দেশের মানুষের প্রতি, আমাদের কর্তব্য আমাদের যে দায়িত্ব তা কখনোই পালন করি না। আমরা যখন আমাদের দায়িত্ব এবং কর্তব্যের জন্য আন্দোলন করবো সোচ্চার হব এবং দেশের প্রতিটি নাগরিক তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে তখনই একটা দেশ একটা জাতি হিসেবে আমরা বিশ্বের বুকে গল্প করতে পারবো মাথা তুলে বলতে পারব আমরা বাঙালি সত্যিকারের দেশ প্রেমিক। আজ আমরা দেশে দুর্নীতির কথা বলছি হত্যার কথা বলছি বিচারবহির্ভূত বিভিন্ন ধরনের মানুষের কথা বলছে কিন্তু দিনশেষে সবকিছু আমাদের উপরই বর্তাবে। কেননা আজ আমরা মুক্ত আকাশে বাতাসে নিতে পারছি কিন্তু সেই বাতাসে বিষ মিশানো কারণ আমরা। দেশটা আজ দালালে ভরে গেছে দেশটা আজ অপশক্তি তে ভরে গেছে। যাদের মনে দেশের প্রতি কোন মায়া নেই ভালোবাসা নেই দেশের প্রতি কোনো কর্তব্য নেই। আছে শুধু নিজের আখের গোছানোর পালা। স্বাধীনতার 50 বছরে আমরা শুধু 50 বছর উদযাপন করতে পারছি কিন্তু এই উদযাপনের বিপরীত আমাদের শুধু আছে হতাশা, আছে শুধু আকাঙ্ক্ষা।তবুও দিনশেষে বলবো আমি বাঙালি আমি বাংলাদেশকে ভালোবাসি ,বাংলাদেশের প্রতিটি অর্জনে সাক্ষী হতে চাই ।অবদান রাখতে চাই, দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সাথে তাদের সাক্ষী হতে চাই ।তাদের পাশে থাকতে চাই। পরিশেষে একটা কথাই বলবো এই বিজয় দিবসের অঙ্গীকার আমরা হব বাংলার নিবেদিতপ্রাণ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58139.39
ETH 2454.15
USDT 1.00
SBD 2.36