You are viewing a single comment's thread from:

RE: বাংলা মুভি রিভিউ: "মাটির মানুষ"

in আমার বাংলা ব্লগ3 years ago

এই ধরনের মুভি আমি একটা সময় খুব দেখতাম এবং আগে যখন গ্রামে সিডি চলত তখন এই প্রসেনজিৎ রঞ্জিত মল্লিজক তাপস পালদের মুভিগুলো ব্যাপক চলত এখনো চলে। পারিবারিক জীবন নিয়ে সংসার নিয়ে তাদের মুভি গুলো আজীবন চলতে থাকবে। এই ছবি রিভিউ পড়ে আমি জানলাম তাতে আসলে আমাদের সমাজে এই রকম চিত্র বহুকাল ধরেই চলে আসতেছে দেখা যায় বড় ভাই কত কষ্ট করে ছোট ভাইকে পড়াশোনা করাই কিন্তু একটা সময় ছোট ভাই তার উচ্চশিক্ষার কারণে মান সম্মান রক্ষার কারণে পরিবার সম্পর্কে অনেক তথ্য গোপন রাখে ।যার ফলে একটা সময় আসে যখন প্রকাশ পায় পরিবার লোকজন খুব কষ্ট পায়। তাছাড়া গ্রামের মহজন বিষয়টা হচ্ছে কি একটা সময় গ্রাম অঞ্চলের মহাজনীব্যবসা চলত তারা বিভিন্ন জিনিস বন্ধ রেখে টাকা ধার দিত এবং সেই তাদের বাড়িঘর জমিজমা লিখে নেওয়ার আর একটা সুযোগ খুঁজত। আরো কিছু বিষয় লক্ষ্য করা যেত যদি কোন উচ্চশিক্ষিত ছেলেপেলে থাকে তাদের সাথে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে এবং বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করত।তবে এই মুভিতে বড়লোকের মেয়ে হলেও সে অত্যন্ত ভালো বলেই সব কিছুকে মেনে নিতে পারছে কিন্তু তার বাবা অভিষেককে বিভিন্ন শর্ত দিয়ে নিজের বাড়িতে থাকতে চেয়েছিল কেননা তিনি বড়লোক তার মেয়ে একটা গরীব ফ্যামিলিতে যাবে সেটা হয়তো তুমি মানতে পারছিলেন না। এই সবই ছিল আমাদের তৎকালীন মুভি প্রধান কাহিনী । পড়ে আমি অনেক কিছু জানতে পারলাম এই ধরনের মুভি আমার অনেক ভালো লাগে ।আপনাকে ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

এই বিষয়গুলো আজকাল বর্তমানেও অনেক জায়গায় হয়। বাইরে গিয়ে পড়াশুনো করে নিজের পছন্দমত একটা মেয়েকে বিয়ে করে সেটেল হয়ে যায়। কিন্তু বাড়ির কথা তার আর মনেই থাকে না, অবহেলার চোখে দেখে। এইসব মুভির কাহিনি অনেক চমৎকার। ধন্যবাদ মুভির রিভিউ পড়ে বিস্তারিত মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57241.75
ETH 2428.35
USDT 1.00
SBD 2.40