কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি @abidatasnimora @amarbanglablog এর একজন শুভাকাঙ্ক্ষী। আজ আপনাদের মাঝে আমি এসো নিজে করি ইভেন্টের জন্য বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বানাইছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
চলুন শুরু করি-

উপকরণ-
- সবুজ,সাদা ও হলুদ কাগজ
- আটা
- কাঁচি
- স্টাপলার
- পেন্সিল
ধাপ-১

প্রথমে একটি সবুজ কাগজ কেটে নিয়েছি সাইজ মতো করে
ধাপ-২
এই পর্যায়ে কাগজটি ভাজ করে কেটে নিয়েছি শাপলা ফুলের পাতা বানানোর জন্য।
ধাপ-৩
এই পর্যায়ে কাগজটি ছোট ছোট করে ভাজ করে নিয়েছি। তারপর মাঝখানে ভাজ করে নিয়ে পিন মেরে আটকিয়েছি।
ধাপ-৪
এই পর্যায়ে আমি ভাজ করা কাগজটি গোল করে ভাজ করেছি। তারপর এটি শাপলা ফুলের পাতার আকার ধারণ করেছে।
ধাপ-৫
এই পর্যায়ে আমি একটি হলুদ কাগজ চিকন করে কেটে নিয়েছি।কাগজটির এক পাশ কুচি কুচি করে কেটে নিয়েছি।
ধাপ-৬
এই পর্যায়ে কুচি করে কেটে নেওয়া কাগজটি গোল করে ভাজ করেছি। এবং যাতে ঢিলেঢালা না হয় সে জন্য আটা দিয়ে এটে দিয়েছি।
ধাপ-৭
এখন শাপলা ফুলের পাপরি বানানোর জন্য কয়েকটি সাদা কাগজ ভাজ করে নিয়েছি।
ধাপ-৮
কাগজ গুলো ত্রিভুজাকৃতির করে কেটে নিয়ে পেন্সিল দিয়ে একে নিয়েছি।এখন অঙ্কন করা জায়গাটুকু কেটে নিবো।
ধাপ-৯
কাগজ কেটে নেওয়ার পর আমাদের ফুলের পাপরী রেডি।কাগজের মাঝে ছোট করে ছিদ্র করে নিয়েছি।
ধাপ-১০
এই পর্যায়ে পাপড়ীর ছিদ্র পথে কুচি করে কাটা কাগজটির দন্ডটিতে পাপড়ি গুলো গেঁথে নিবো।
ধাপ-১১
আমার কাজ একেবারে শেষ পর্যায়ে । এখন পাতার উপর আটা দিয়ে ফুলটি লাগিয়ে দিবো।

তৈরি হয়ে গেলো আমাদের জাতীয় ফুল শাপলা
ফুল | জাতীয় ফুল শাপলা |
ক্যামেরা | Samsung galaxy S6 |
Photo by | আবিদা তাসনিম অরা |
আমি
@abidatasnimora একজন বাঙ্গালী ব্লগার।
@amarbanglablog এর সাথে জড়িয়ে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ করে দেওয়া জন্য
@rme ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি বই পড়তে, ভ্রমণ করতে ও সামাজিক সচেতনতামূলক কাজ করতে ভালবাসি। আশা করি আমার আজকের এসো নিজে করি কাজটি আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ।
আপনার হাতের কাজটি খুব সুন্দর হয়েছে আপু।ধাপে ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।কাগজের তৈরি শাপলা দেখতে প্রায় বাস্তবের মতোই লাগছে।অনেক ধন্যবাদ আপনার দক্ষতা শেয়ার করার জন্য শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া। আপনাদের মাধ্যমে অনুপ্রেরণা পেয়েছি।
আপনার ফুলের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনি আগামীতে আরো সুন্দর কিছু নিয়ে আমাদের মাঝে উপস্থিত হবেন ধন্যবাদ আপু আপনাকে।
চেষ্টা করছি আগের থেকে ভালো করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক সুন্দর শাপলা ফুল এঁকেছেন। আমি আপনার প্রতিটি ধাপ দেখেছি, অসাধারণ লেগেছে আমার। সত্যিই বলতে, শাপলাটা আমাকে গিফট করে দেন আপু। আমার ভালো লাগবে আরো;
ধন্যবাদ ভাইয়া। দিলাম নিয়েন নেন
দারুন হয়েছে আপনার জাতীয় ফুল শাপলা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা
আপনাকেউ ধন্যবাদ ভাইয়া
শাপলা টা ভালো তৈরি করেছেন আপু। কিন্তু আমার কাছে শাপলার থেকে শাপলার পাতাটা বেশি সুন্দর লাগছে। কি সুন্দর ছড়িয়ে রয়েছে।
ধন্যবাদ আপনার সুন্দর মন্ত্যবর জন্য
আপনার বানানো ফুলটি অনেক সুন্দর হয়েছে আপু। ফুলের পাপড়িগুলো লাল কালার হইলে আরো ভালো লাগতো। শুভকামনা অবিরাম
ভাইয়া জাতীয় ফুল বানাইছি।এর কালার সাদায় হয়। ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য
অনেক সুন্দরভাবে শাপলা ফুল বানিয়েছেন। ধাপগুলি খুব সুন্দরভাবে বিবরণ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ
খুব সুন্দর একটি ফুল বানিয়েছেন আপনি। আপনার হাতের কাজ টি সত্যিই অনেক অসাধারণ হয়েছে। খুব সুন্দর ভাবে পুরো ফুল বানানো টি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপমাকেও ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে দেখার জন্য
আপমাকেও ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে দেখার জন্য
খুব সুন্দর হয়েছে আপু শাপলা ফুলটি।ধন্যবাদ আপনাকে।
আপনাকেও ধন্যবাদ আপু
খুব সুন্দর ছিলো জাতীয় ফুল শাপলা। আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো
ধন্যবাদ আপনাকে