#ব্যক্তিজীবনের ছোট ছোট ভুল (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের প্রতি সম্মান ও ভালবাসা জ্ঞাপন করে আজ আমি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এ জীবন চলার পথে কিছু বিষয় আমাদের সব সময় উন্নতি আসনে নিয়ে যাই আবার ঠিক ততটাই নিচের দিকে নিয়ে যায়। এর ফল হচ্ছে জীবনে কিছু সিদ্ধান্ত, কিছু কাজ যা আমরা সঠিকভাবে করি আবার কেউ করিনা। আমাদের সবার জীবনে কিছু টার্নিং পয়েন্ট আছে এ পয়েন্ট যে লুফে নিতে পারে সেই জীবনে অনেক ভালো কিছু করে। আর যে পারেনা সে হতাশ হয়ে ঘরকুনো হয়ে থাকে। তবে সবকিছুর মূলে যে বিষয়গুলো আমাদের সবার অজান্তেই ঘটে থাকে বা যে বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না সেগুলো নিয়েই আমরা আলোচনা করব।

decision-g04a2c2e9e_1920.jpg
Image Source

আমাদের মাঝে সব সময় একটি প্রবণতা দেখা যায়। আমাদের পরিবারের যে কোনো একজন যদি আয় করে পরিবারের সবাই তারপর নির্ভরশীল হয়ে পড়ে। অথবা যে ব্যক্তি আয় করে তার উপর। ধরুন আমি একটি নির্দিষ্ট অ্যামাউন্ট আয় করতেছি। কিন্তু আমি যদি শুধুমাত্র এই নির্দিষ্ট আয়ের এর উপরই নির্ভর করে থাকি তাহলে আমার পক্ষে কিন্তু কখনোই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই সীমাবদ্ধ আয় দিয়ে না আপনি আপনার সুন্দর জীবন যাপন করতে পারবেন, না পরিবারের সন্তানদের চাহিদা মিটিয়ে একটি সুখী পরিবার হিসাবে নেতৃত্ব দিতে পারবেন? সে ক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে কখনই আয়ের মাত্র একটি উৎসের উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। জীবনে উত্থান পতন আসে যেকোনো সময় এই আয়ের উৎস বন্ধ হয়ে গেলে আমরা দিশাহারা হয়ে পড়বো। সে ক্ষেত্রে আমি বলব আমাদের সব সময় বিকল্প আয়ের উৎস থাকতে হবে। অর্থাৎ আপনি চাকরি করেন ঠিক আছে পাশাপাশি খামার করতে পারেন, অনলাইন ভিত্তিক ফ্রিল্যান্সিং করতে পারেন, বা বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের আয়ের উৎস বাড়ানোর জন্য। শুধুমাত্র একটি উৎসের উপর নির্ভরশীল হলে যেমন চাপ পড়বে তেমনই কখনো বিপর্যয় আসলে ভবিষ্যৎ বিড়ম্বনা থেকে বাঁচা যাবে না।

money-gd107a690b_1280.png
Image Source

অন্যদিকে আমাদের পরিবারের বলেন, সমাজে বলেন, যে বিষয়টি আমরা লক্ষ্য করি এবং যে কাজগুলো আমাদের সব সময় ধ্বংসের দিকে নিয়ে যায় তা হচ্ছে আপনার পরিবারে একটি জিনিসের কোনো চাহিদা নেই ধরুন আপনার একটি রঙ্গিন টিভি আছে। কিন্তু আপনার মনে হল এ রঙিন টিভি ভালো লাগছেনা আপনি বড় একটি স্মার্ট টিভি কিনবেন। যেই কথা সেই কাজ জমানো যা টাকা ছিল তা দিয়ে আপনি দামি একটি স্মার্ট টিভি কিনে নিয়ে আসলেন। এই যে অতিরিক্ত আপনার যে খরচ হলো বা যা আপনার প্রয়োজন নেই সে কাজটি করে ফেললেন যা আপনাকে একটা সময় ভোগাবে। এর ফলে কিন্তু আপনার সঞ্চয় কমে গেল। এই ভাবে যদি আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিস গুলো ক্রয় করতে থাকি একটা সময় দেখা যাবে আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে তা আপনাকে বিক্রি করতে হবে। আপনাদের একটি জলজ্যান্ত উদাহরণ আমি দিচ্ছি আমাদের সমাজে দেখবেন কিছু ব্যক্তি আছে নির্বাচন পাগল। নির্বাচন করার জন্য তারা উঠেপড়ে লাগে। অথচ তার নির্বাচন করার কোন প্রয়োজনই নাই। অতি উৎসাহী হয়ে যখন সে অপ্রয়োজনীয় একটি জিনিস করে ফেলে তখন তার যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে যেমন হতে পারে জমিজমা,গাড়ি বিক্রি করে দেয়। অর্থাৎ নির্বাচন করার জন্য তার জমি জমা বিক্রি করে দিচ্ছে। যখন সে হতে পারছে না তখন ওইযে অপ্রয়োজনীয় জিনিসের পেছনে ছুটে তার প্রয়োজনীয় জিনিস গুলো হারিয়ে ফেলল সেই জন্য দিশেহারা হয়ে পড়ে। সে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে তখন তার ভুল বুঝতে পারে আমি কি করলাম কিন্তু তখন কোন কিছুই করার থাকে না।

এজন্য আমাদের সব সময় মনে রাখা উচিত আবারও বলছি আমাদের যে জিনিস এর প্রয়োজন নেই সে জিনিসের পেছনে ছুটলে আপনি একান্ত প্রয়োজনীয় জিনিস গুলো হারিয়ে ফেলবেন।সেটা যে ক্ষেত্রেই হোক।

save-up-gfe183c593_1920.jpg
Image Source

পরিবারের কথায় যেহেতু আমি বলছি সে ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে যা হচ্ছে সঞ্চয়। যে ব্যক্তি সঞ্চয় করতে জানেনা সে কখনো উন্নতির দিকে ধাবিত হতে পারে না। অর্থাৎ আপনি প্রতি মাসে যে নিদিষ্ট পরিমান আয় করেন তা থেকে পরিবারের সমস্ত চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত যে টাকা থাকবে তা বিলাসিতা ব্যয় না করে অল্প হলেও সঞ্চয় করুন। সঞ্চয় কে বলা হয় ভবিষ্যতের কর্ণধার। ভবিষ্যতে যখন আপনি কোন বিপদে পড়বেন তখন সহজেই আপনি সঞ্চয় টাকা ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। আপনি হয়তো দেখবেন আপনার পরিবারের যারা টাকা সঞ্চয় করে রাখে না সামান্য বিপদে এসে তারা কেমন তাল মাতাল হয়ে যায়। আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে টাকা ধার নেয় বা শেষ পর্যন্ত কারো কাছে না পেলে ব্যাংক লোন নিতে ব্যস্ত হয়। ঋণ এমন একটি জিনিস যা আপনাকে কখনো সামনে এগোতে দেবে না ।আপনি যতই সামনে এগোতে যাবেন ঋণ আপনাকে ততটাই পেছন থেকে টেনে ধরবে। তাই আমি বলবো সঞ্চয় করুন ভবিষ্যতকে শক্তিশালী করুন ।ঋণের হাত থেকে বাঁচুন।

risk-gfb9dc79aa_1280.png

Image Source

আমাদের বিজনেসের ভাষা একটি কথা আছে নো রিক্স নো গেইন । অর্থাৎ আপনি যদি ঝুঁকি না নেন তাহলে আপনার লাভ করার সম্ভাবনা কম। আপনি যখন ঝুঁকি নেবেন তখন কিছুটা আশা থাকবে আপনার লাভ করার কিন্তু যখন ঝুঁকি নিবেন না তখন কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না। তবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এমনভাবেই ঝুঁকি নিতে যাবেন না যেন সর্বস্ব শেষ হয়ে যায়, আপনি পথে বসেন । তাহলে বলবেন আমাদের কি করতে হবে সে ক্ষেত্রে আমাদের দেখতে হবে চার ভাগের দুই ভাগ আমার ঝুঁকি নেই আর বাকি যে দুই ভাগ থাকতেছে সেটা ব্যাক আপ হিসেবে রাখতে হবে আমাদের। যাতে সমস্যা হলে আমরা কাটিয়ে উঠতে পারি।

কিন্তু অনেককে দেখা যায় সর্বস্ব দিয়ে ঝুঁকি নেয় যা অনেক টায় নদীতে দুই পা দিয়ে গভীরতা মাপার মত। অর্থাৎ আপনি যদি নদীতে দুই পা দিয়েই গভীরতা মাপতে যান তাহলে কিন্তু ডুবে যাবেন। ঝুঁকি নিতে হবে তবে সতর্ক থাকতে হবে আমাদের যাতে সেই ঝুঁকি কবলে পড়ে সর্বস্বান্ত না হই।

money-gb6204fd1e_1920.jpg

Image Source

এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বিনিয়োগ। বিনিয়োগ কথাটির সাথে আমরা সর্বদাই অতি পরিচিত। বিনিয়োগ সব সময় আপনাকে ভবিষ্যতে সম্ভাবনা দেখায় তবে এখানেও অনেক ঝুঁকি রয়েছে। আপনি যদি সঠিক সময়ে সঠিক জায়গায় বিনিয়োগ করতে না পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে বুঝব কখন বিনিয়োগ করবো বা কোথায় বিনিয়োগ করব বা যখন বিনিয়োগ করছি তখন যদি সেই জায়গা ও সময় দুটোই আমার অনুকূলে থাকে তাহলে কি করব? সে ক্ষেত্রে আমাদের উচিত নির্দিষ্ট কোন এক জায়গায় বিনিয়োগ না রাখা। আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চান তা আপনি দুই তিনটি জায়গায় করে রাখুন যাতে একটি ক্ষতির সম্মুখীন হলে অন্য গুলো দিয়ে পুষিয়ে নিতে পারেন। যারা তাদের সমস্ত সঞ্চয় নির্দিষ্ট এক জায়গাতেই বিনিয়োগ করে তারা অনেক টায় সমস্ত ডিম এক খাঁচায় রাখার মত। অর্থাৎ আপনি যদি একটি খাচায় সমস্ত ডিম রাখেন খাঁচাটি যদি কখনো ভেঙ্গে পড়ে যায় আপনার সমস্ত ডিম কিন্তু ভেঙ্গে যাবে। আশা করি বুঝতে পারছেন।

আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা আমাদের ব্যক্তি জীবনে সত্যি খুব অর্থবহ করে যা আপনি প্রতিদিন করে যাচ্ছেন কিন্তু কখনোই এভাবে চিন্তা করছেন না।একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে যতটাই উন্নত জীবন দিতে সহায়তা করবে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে ততটাই অসহায়ত্ব করে ফেলবে। সেই ক্ষেত্রে আমাদের সবার উচিত এই বিষয়গুলো মাথায় রাখা। আশা করছি আমি আপনাদের প্রত্যাশা অনুযায়ী আলোচনা করতে পারিনি তবে চেষ্টা করেছি ।

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন আপনার পোস্টে। আপনি যেমন বলেছেন তেমনি আমারও একজন নিকট আত্মীয় আছে। যিনি নির্বাচন পাগল। বেশ কয়েকবার চেয়ারম্যান ইলেকশন করে প্রায় ফতুর হবার দশা। যদিও পরিবারের কেউই তার নির্বাচন করাকে সমর্থন করে না। এরকম ভুল সিদ্ধান্ত আর ভুল জিনিসের মোহ আমাদেরকে সব সময় বিপদে ফেলে। সঞ্চয়, বিনিয়োগ সহ এ সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে একটু লক্ষ রেখে চলতে পারলেই আমার মনে হয় কাউকেই অনাকাঙ্ক্ষিত বিপদে পড়তে হবে না। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 
  • আপনি সবসময়ই বাস্তবসম্মত বিষয়ে লিখে থাকেন। বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলেন যেকোনো বিষয়কে। ঠিকই বলেছেন আমাদের দেশের বেশিরভাগ মানুষই একটি পেশার উপর নির্ভরশীল। এবং উচ্চ লক্ষ্যমাত্রা না থাকায় আমাদের অর্থনীতি খুব একটা আগাতে পারছে না।
 2 years ago 

আপু খুবই সুন্দর একটি ব্লগ আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসের পিছনে দৌড়ে প্রয়োজনীয় জিনিসগুলো কে হারিয়ে ফেলেছি যা আমরা প্রথমে বুঝতে পারি না পরবর্তীতে যখন বিপদে পড়ি তখনই বুঝতে পারি। আপনি আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছেন যা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69067.71
ETH 3754.33
USDT 1.00
SBD 3.72