# আমার রং তুলিতে সমুদ্র

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আমার আঁকা ছবির গুরুত্ব আলোচনা করতে এসেছি।আসলে আমি আমার আঙ্কিত ছবির শুধু পদ্ধতি দিতে পারতাম কিন্তু আমি এই ছবি আকার পিছনের গল্পটা আপনাদের জানাবো, আমার কল্পনার কথা বলব। ছবির বিশেষত্ব হলো এটি একটি রাতে তারা ভরা আকাশের নিচে সমুদ্রের ছবি। প্রকৃতিকে রক্ষাকারী ঝাউবন ও প্রবালের গুরুত্ব সাথে সমুদ্রেকে কেন্দ্র করে আমাদের প্রত্যহ জীবন।
received_163267925824273.jpeg

সমুদ্রের গুরুত্ব

আমার আসলে সমুদ্রের গুরুত্ব নিয়ে আলোচনার কিছু নেই আমরা সবাই এই বিষয়ে মোটামুটি অবগত।প্রকৃতিতে সমুদ্রের অবদান কলমের কালিতে শেষ করা সম্ভব না। পৃথিবীর অস্তিত্ব টিকে আছে সমুদ্রকে কেন্দ্র করে। পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য রক্ষা,ব্যবসা -বাণিজ্য, প্রাকৃতিক সম্পদ আহরণ, মৎস্য সম্পদ আহরণ, জলবায়ু নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ধরনের সামরিক কার্য সম্পাদিত হয়।

ব্যবসা বাণিজ্যে

প্রাচীন কাল থেকে সমুদ্রকে কেন্দ্র করে সভ্যতা, ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে যা বর্তমারে আরো প্রসারি। পৃথিবীর প্রতিটি দেশ তার বাণিজ্য সমুদ্রকে কেন্দ্র করে সম্পূর্ণ করে থাকে। যে দেশের সমুদ্রের সক্ষমতা যত বেশি সেই দেশের অর্থনীতি তত সমৃদ্ধ। এর বড় প্রমাণ উন্নত দেশগুলোর সমুদ্র নিয়ন্ত্রণে স্নায়ু যুদ্ধ।

মৎস্য আহরণ

সমুদ্র হচ্ছে মৎস্য আহরণের প্রধান আধার। পৃথিবীর মৎস্যর চাহিদা ৮০% যোগান আসে সমুদ্রে থেকে। এছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমানে প্রাণীজ খনিজ,প্রোটিন,সহ বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের এন্টিবডি তৈরির উপাদান সামুদ্রিক মাছে প্রচুর পরিমানে পাওয়া যায়।বর্তমানে মরণব্যাধি ক্যান্সার সহ বিভিন্ন ধরনের প্রতিষেধক তৈরী হচ্ছে সামুদ্রিক মাছ থেকে। বাংলাদেশও সামুদ্রিক মাছের ভূমিকা গুরুত্বপূর্। দেশের ৬০-৭৫ শতাংশ মাছে চাহিদা পুরণ করছে এবং মৎস্য আহরণ কে কেন্দ্র করে কয়েক লক্ষ্য পরিবার তাদের জীবিকা নির্বাহ করছে।

বিনোদন কেন্দ্র হিসাবে

পৃথিবীর সব ভ্রমণপিপাসুদের কাছে সমুদ্র এক তীর্থস্থান। সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ দৃশ্য ভ্রমণপিয়াসীদের মনকে প্রশান্তির ছোয়া দিয়ে যায়। সমুদ্রের বিশাল জলরাশি, এর উত্তাল ঢেঊ, নির্মল বাতাস পর্যটকদের আকর্ষণ করে। পৃথিবীর সব দেশ এই বিনোদন কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ ও এর ব্যাতিক্রম নয়। সরকারি ও বেসরকারী ভাবে এই খাতে বিনিয়োগ মিলিয়ন মিলিয়ন ডলার। আমার অঙ্কিত চিত্রটিও এই সমুদ্রের সৌন্দর্যের একটি প্রতিরুপ।রাতের তারা ভরা আকাশ,উত্তাল ঢেউয়ের কলধ্বনি, নির্মল বাতাসের স্পর্শ , বীচে পা ভিজানোর অপরুপ ভালো লাগা থাকেই দৃশ্য কল্পনা করেছি।

সমুদ্র রক্ষা

এতোক্ষণ আমি সমুদ্রের গুরুত্ব, ব্যবসা-বাণিজ্য, মৎস্য আহরণ, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি কিন্তু এসব সম্ভাবনা আমরা তখনি কাজে লাগাতে পারব যখনই আমরা সামুদ্রিক পরিবেশকে রক্ষা করতে পারব। সমুদ্রকে বন্ধু ভেবে এর যত্ন নিতে পারলে এর আশির্বাদ আমাদের দুহাত ভরে পাবো। কিন্তু আমরা কি সমুদ্র রক্ষার জন্য কিছু করছি? বরং সমদ্রের পরিবেশকে ধ্বংসের সকল আয়োজন আমাদের সম্পূর্ণ করা শেষ পর্যায়ে। আমরা জানি জলবায়ুকে নিয়ন্ত্রণ করে সমুদ্র। আমাদের দিনের পর দিন পরিবেশ ধ্বংসের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে, কার্বনডাই-অক্সাইড এর পরিমান বাতাসের নাইট্রোজেনের থেকে বেশি হচ্ছে,যার ফলে উত্তর ও দক্ষিণ মেরুর বরফ আশংকাজনক ভাবে গলতে শুরু করেছে যা প্রতিনিয়ত রেকর্ড হারে গলছে এবং এর ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে,অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ট্র্নেডো, ঘূর্ণিঝড়, জলচ্ছাসসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগ পরিবেশের উপত আছড়ে পড়ছে যার ফলে বিপুল প্রাণহানি ঘটছে সাথে বিশাল বসবাস যোগ্য জায়গা সমুদ্রের অতল গহবরে হারিয়ে যাচ্ছে। অন্যদিক প্লাস্টিক ব্যবহার এতোটাই বেড়েছে যে গবেষকরা ধারণা করছে অদূর ভবিষ্যতে সমুদ্রে প্রাণির থেকে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে।যার ফলে সমুদ্রের জীববৈচিত্র্যের ব্যাপক পরিবর্তন ঘটবে যা কখন আমাদের জন্য কল্যাণকর হবেনা।

ঝাউবন ও সামুদ্রিক প্রবাল

সমুদ্রের তীরবর্তী অঞ্চলে ঝাউবনের গুরুত্ব অপরশীম। এই ঝাউবন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে মানব পরিবেশকে রক্ষা করে থাকে কিন্তু বর্তমানে এসব বন উজার করার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এই অঞ্চলের মানুষ।আমাদের উচিত পরিবেশ রক্ষায় ঝাউগাছ লাগানো ও সংরক্ষণ করা উচিত অন্যদিকে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি রোধে প্রবালের ভুমিকা অতুলনীয়। সমুদ্রের পানি যথেচ্ছা প্লাস্টিকের ব্যবহারে ও মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত প্রবাল সংগ্রহের ফলে সমুদ্রের পরিবেশ নষ্ট হচ্ছে।যার বাস্তবিক উদাহরণ আমাদের প্রবালদ্বীপ সেন্টমার্টিন আজ ধ্বংসের মুখে। সরকারকে বাধ্য হয়ে এই বিনোদন কেন্দ্রেকে বন্ধ করে দিতে হয়েছিল।

received_427613485214093.jpeg

এখন আসুন আমরা নিজেরা সচেতন হই,অন্যকে সচেতন করি সমুদ্রকে বন্ধু ভেবে আপন যত্নে লালন করি।এর অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশ ও জাতিকে সমৃদ্ধ করি।

সমুদ্র বাঁচলে, বাঁঁচবে পৃথিবী এই ধারণা পোষণ করি

উপকরণ

  • আর্ট পেপার
  • পেন্সিল
  • রং তুলি
  • সাদা,নীল ও কালো রং

লেখাটি মনযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

Sort:  

আপু অসাধারণ লিখেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

সাধারণ এর মধ্যে অসাধারণ হয়েছে ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে পোস্টটি পড়ার জন্য

 3 years ago 

আপনার পোস্ট পড়ে অনেক তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনার রংতুলিতে আঁকা সমুদ্রের ছবি অনেক সুন্দর হয়েছে সেইসাথে আলোচনাটি ও অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শুভকামনা আপনার জন্য♥

 3 years ago 

পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ছবির সাথে সুন্দর আলোচনা সত্যিই নজড় কারার মতো।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য

 3 years ago 

অজানা অনেক তথ্য দিলেন বেশ ভালো লাগলো
আপনার পোষ্ট,শুভ কামনা আপনার জন্য

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.034
BTC 66095.77
ETH 3184.92
USDT 1.00
SBD 4.12