মার্টিন লুথার কিং স্কেচ আর্ট (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20211023-WA0066.jpg

আজ আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির চিত্র অঙ্কন করব যিনি ছিলেন বিশ্বের বর্ণবাদ বৈষম্য আন্দোলনের অন্যতম নেতা। বর্ণবাদ অবসানের লক্ষে যিনি বারবার জেল খেটেছেন। চলুন মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে বর্ণবাদ বৈষম্য আন্দোলন শুরু হয় সেটা আগে জেনে নেই। রোজা পার্কস নামে এক মহিলাকে নিয়ে আন্দোলনের সূত্রপাত। ঐ সময়ে আমেরিকায় বর্ণবৈষম্য এতো জঘন্য পর্যায়ে ছিল যেখানে কৃষ্ণাঙ্গদের থেকে কুকুরদের ও বেশি মর্যাদা দিত শেতাঙ্গরা। তখন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের কোন ভোটাধিকার ছিল না,ছিলনা কোনো মৌলিক অধিকার। এমনকি কৃষ্ণাঙ্গদের জন্য বাসের পিছনের সীট বরাদ্দ থাকত অর্থাৎ তারা কখনো বাসের সামনের দিকে বসতে পারত না। একদিন রোজা পার্কস নামে এক কৃষ্ণাঙ্গ মহিলা বাসের ড্রাইবারের নির্দেশ অমান্য করে বাসের পিছনের সীটে বসতে অস্বীকৃতি জানালে পুলিশ রোজা পার্কস কে গ্রেফতার করে নিয়ে যায়। তার প্রতিবাদেই শুরু হয়ে যায় নাগরিক অধিকার আন্দোলন। যার অন্যতম নেতা ছিলেন মার্টিন লুথার কিং।পরবর্তীতে তার নেতৃত্বে কৃষ্ণাঙ্গরা তাদের সব অধিকার ফিরে পায় এবং ঐ সময় আমেরিকার প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন সব ধরনের বৈষম্য নিষিদ্ধ করে দেন। মার্টিন লুথার কিং এর সব থেকে আলোচিত সেই বক্তব্য "আই হ্যাভ আ ড্রিম " এখনো কোটি মানুষের মনে জায়গা নিয়ে আছে। ১৯৬৮ সালে আততায়ীর গুলিতে এই মহান নেতার মৃত্যু হয়। আমি কিভাবে মার্টিন লুথার কিং এর চিত্র অঙ্কন করেছি তা ধাপে ধাপে দেখাব

উপকরণ

  • কাগজ
  • পেন্সিল
  • রাবার

ধাপ-১

IMG-20211023-WA0057.jpg

ধাপ-২

IMG-20211023-WA0063.jpg

ধাপ-৩

IMG-20211023-WA0064.jpg

ধাপ-৪

IMG-20211023-WA0065.jpg

ধাপ-৫

IMG-20211023-WA0061.jpg

ধাপ-৬

IMG-20211023-WA0058.jpg

ধাপ-৭

IMG-20211023-WA0059.jpg

ধাপ-৮

IMG-20211023-WA0062.jpg

ফাইনাল চিত্র

IMG-20211023-WA0066.jpg

প্রেজেক্টমার্কিন লুথার কিং
আর্ট@abidatasnimora

received_1699772656872624.jpeg

আমি @abidatasnimora একজন শিক্ষার্থী। স্বাধীনচেতা,মুক্তচিন্তা, বাকস্বাধীনতায় বিশ্বাসী। বই পড়া, ব্লগিং করা ও ভ্রমণ করতে ভালবাসি। নিজের উপর বিশ্বাস রেখে অগ্রসর হই। @amarbanglablog কমিউনিটি আমার পরিবার এটি সম্পূর্ণভাবে মনে ধারণ করি।

Sort:  
 3 years ago 

আপনি একে একে সবাইকে আর্ট করে ফেলছেন আপু আজকেও মার্টিন লুথার কিং স্কেচ আর্ট অনেক সুন্দর হয়েছে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

মার্টিন লুথার কিং স্কেচ সত্যিই খুব অসাধারণ সুন্দর হয়েছে। আপু আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। আমিও আর্ট করতে পছন্দ করি। আমিও এরকম আর্ট করার চেষ্টা করি। তবে আপনার আর্টি টি খুব সুন্দর হয়েছে।

 3 years ago 

মার্টিন লুথার কিং স্কেচ এর চিত্র অংকনটি খুবি সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে আপনি খুবই দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন যা খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 

মার্টিন লুথার কিং স্কেচ আর্ট টি অনেক সুন্দর হয়েছে আপু মনি। কীকরে যে এত সুন্দর ছবি আঁকতে পারেন। আমিও যদি পারতাম খুব ভালো লাগত। সত্যিই মাঝে মাঝে কেমন যেন লাগে। খুব ইচ্ছে করে ছবি আঁকতে কিন্তু পারিনা♥♥

 3 years ago 

চেষ্টা করুন আপু পারবেন।

 3 years ago 

আপু আপনি একজন মেধাবী এবং গুণবতী। কারণ আপনার মেধা তো আমরা জানি কতটা ভালো এবং আপনার আর্টের গুণটাও অনেক বেশি ভালো। আপনি এত সুন্দর আর্ট করতে পারেন যা দেখলে সত্যিই হিংসে হয়। এত সুন্দর ভাবে এঁকেছেন যেন মনে হচ্ছে বাস্তব মানুষ। আপনার হাতের কাজ গুলো দেখে দেখে আমি অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ আপু আমাদের এত কিছু শিখিয়ে দেওয়ার এবং শিখার সুযোগ করে দেওয়ার জন্য।

 3 years ago 

এতো সুন্দর করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

মার্টিন লুথার কিং স্কেচ জাস্ট অসাধারন।

তখন আমেরিকায় কৃষ্ণাঙ্গদের কোন ভোটাধিকার ছিল না,ছিলনা কোনো মৌলিক অধিকার।

এই বিষয় গুলা জানা ছিল না ধন্যবাদ আপু ইনফরমেশন গুলা দেয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

জাজাকাল্লাহ বোন আমার।

 3 years ago 

মার্কিন লুথার কিং স্কেচ আর্টি আপনি খুব সুন্দর করে এঁকেছেন। আপনার প্রত্যেকটি আর্টি খুব সুন্দর হয় আপু। বোঝা যাচ্ছে যে আপনি আর্টি খুব পারদর্শী তাই এত সুন্দর করে আর্ট করতে পারেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনিও কিন্তু অসাধারণ আর্ট করেন। মান্ডালা আর্ট গুলো অসাধারণ লাগে।

 3 years ago 

মার্টিন লুথার কিং স্কেচ আর্টটি অসাধারণ হয়েছে আপনার দক্ষতার সাথে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

বাহ আপু অনেক সুন্দর স্কেচ বানিয়েছেন। আপনার স্কেচ বানানোর দক্ষতা দেখে আপনার কাছ থেকে আমার নিজেরই একটা স্কেচ বানানোর আকাঙ্ক্ষা জাগছে।
যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি স্কেচ আমাদের মাঝে তুলে ধরার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু ভবিষ্যতে আপনার কাছে এমন আরও সুন্দর সুন্দর স্কেচ দেখতে চাই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং সেক্চ এর চিত্র অংকন অসম্ভব সুন্দর ছিল। তার ছবি অংকনের মাধ্যমে তার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দিলেন। আপনার অংকন অসম্ভব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যর জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66646.40
ETH 3314.59
USDT 1.00
SBD 2.69