আমার প্রথম পোস্টার রঙ দিয়ে সূর্যাস্তের দৃশ্য অংকন (১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সেইসাথে আজ আমি আপনাদের সাথে আমার নতুন এক পথচলা শেয়ার করব। এ যাবত পর্যন্ত আমি ভিবিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনার সাথে হাজির হয়েছি।তার মধ্য ছিল আর্ট, জেনারেল রাইটিং, মুভি রিভিউ, উপন্যাস রিভিউ, রেসিপি, ডাই । কিন্তু আমি কখনোই পোস্টার রং দিকে কোনো কিছু অর্জন করিনি। দীর্ঘ দিন পর আমার মনে হলো আপনাদের সাথে পোস্টার রং দিয়ে কিছু অঙ্কন করা উচিত। নিজের কাজ এর ভিন্নতা আনার জন্য পোস্টার রং দিয়ে অংকন করা শুরু করলাম। যেহেতু আমি প্রথম শুরু করছি তাই হয়তবা আপনাদের কাছে তেমন ভালো নাও লাগতে পারে তবে যেহেতু আমি শুরু করলাম এবং শিখছি আশা করি অল্প কিছুদিনের মধ্যেই আমি ভালো কিছু দিতে পারব এবং মোটামুটি শিখে নিতে পারব। যেহেতু শেখার কোন বয়স নেই এবং কেউ যদি কোন কিছু শিখতে চাই তার পিছনে লেগে থাকে, পরিশ্রম করে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আমিও বিশ্বাস করি আমি পরিশ্রম করব এবং পোস্টার রং দিয়ে ভালো ভালো অংকন করে আপনাদের সাথে শেয়ার করতে পারব । আপনারা দোয়া করবেন যাতে আমি ভালো করে আপনাদের সামনে দারুন দারুন অংক নিয়ে আসতে পারি। তবে চলুন দেখা যাক আমার প্রথম পোষ্ট দিয়ে অঙ্কন।
IMG-20220315-WA0009.jpg

siam,.png

উপকরণ

  • আর্ট পেপার
  • লাল রং
  • সিঁদুর রং
  • কালো রং
  • কমলা রং
  • হলুদ রং
  • বাদামী রং।
  • ব্রাশ
  • কসটেপ
ধাপ -১
IMG-20220315-WA0000.jpg

siam,.png

IMG-20220315-WA0001.jpg

siam,.png

প্রথমে আর্ট পেপারটি কসটেপ দিয়ে চারপাশে লাগিয়ে নিয়েছি যাতে রং গুলো বাইরে ছড়িয়ে না যায়। এরপর লাল রং দিয়ে কিছু দূর অঙ্কন করে নিয়েছি।

ধাপ -২
IMG-20220315-WA0002.jpg

siam,.png

লাল রং দিয়ে প্রায় মধ্য পর্যন্ত অংকন করেছি।

ধাপ -৩
IMG-20220315-WA0004.jpg

siam,.png

এই পর্যায়ে লাল দিয়ে করার পরের অংশটুকু সিঁদুর রং দিয়ে অঙ্কন করে নিয়েছি।

ধাপ -৪
IMG-20220315-WA0005.jpg

siam,.png

এ পর্যায়ে লাল, সিঁদুর ও হলুদ রং মিক্সড করে ফিনিশিং দিয়েছি যাতে আলাদা কোনো রং বোঝা না যায়।

ধাপ -৫
IMG-20220315-WA0006.jpg

siam,.png

এই পর্যায়ে কালো রং দিয়ে পাহাড় অংকন করেছিল।

ধাপ -৬
IMG-20220315-WA0007.jpg

siam,.png

পাহাড় অংকন করার পরে কমলা, হলুদ ও বাদামী রঙ একসাথে মিশিয়ে নিয়ে সূর্য অংকন করেছে। অর্থাৎ সূর্য অস্তের দৃশ্যটি পুরো অংকন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

ফাইনাল ধাপ
IMG-20220315-WA0009.jpg

siam,.png

IMG-20220315-WA0011.jpg

siam,.png

এই পর্যায়ে অংকনটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কসটেপ তুলেছি। কসটেপ তোলার পর এখন আমাদের সূর্যাস্তের দৃশ্যটি সুন্দর লাগছে। এই ভাবেই আমার প্রথম পোস্টার রং দিয়ে একটি দৃশ্য অংকন সম্পূর্ণ হলো।

DIYসূর্যাস্তের দৃশ্য অংকন
আর্ট@abidatasnimora
CameraSamsung Galaxy A20

siam,.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

প্রথমবার হলেও কিন্তু মোটেও খারাপ আকেন নি আপনি। বেশ ভালই ছিল আপনার উপস্থাপনা এবং ঠিকঠাক মতোই সবকিছু সম্পন্ন করেছেন। চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ একদিন আরও ভাল কিছু উপহার দিবেন আমাদেরকে। সেই প্রত্যাশাই রইল।

 3 years ago 

জ্বী ভাইয়া দোয়া করবেন আমি যেন চালিয়ে দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে খুবই সুন্দর ভাবে সূর্যাস্তের একটি চিত্র অঙ্কন করেছেন আপু। সূর্যাস্তের চিত্র অংকন করার পদ্ধতিটি আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। চিত্রটি অঙ্কন কর যার প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটা চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার প্রথম পেইন্টিং আপনার ভাল লেগেছে শুনে ভালো লাগলো ।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পোস্টার রং দিয়ে তৈরি করা আপনার সূর্যাস্তের দৃশ্য অংকন টি দেখতে সত্যিই অনেক ভালো লাগছে। আপনার এই সুন্দর ক্রিয়েটিভিটি দেখে সত্যি আমি অনেক মুগ্ধ আপনি দারুন ভাবে পোস্টা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।আপনার পোস্টটা দেখে আমি পেইন্টিং করতে অনেক আগ্রহী হলাম । ভাবছে আমিও একবার চেষ্টা করবো ধন্যবাদ ভাই আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক অনুপ্রেরণা মূলক মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল।

 3 years ago 

পাহাড় কেন্দ্রিক সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি জলরং এর মাধ্যমে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চিত্রটি দেখতে একদম বাস্তব রূপে হয়েছে। বিশেষ করে লাল মেঘের সাথে সুর্যের দারুন মিল রয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসাধারণ আপু, পোস্টার রং ব্যবহার করে দারুন একটি সূর্যাস্তের চিত্রাংকন করেছেন আপনি। চিত্রাংকন টি সত্যি অসাধারণ হয়েছে, একদম নিখুঁত ভাবে পুরো চিত্র কোনটি আপনি সম্পন্ন করেছেন। আমার কাছে আপনার চিত্রাংকন এবং উপস্থাপনা দুইই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 3 years ago 

দিদি যে কথাটি না বললেই নয় প্রথমবারেই রং তুলি হাতে নিয়ে আপনি বাজিমাত করে দিয়েছেন। ভীষণ সুন্দর ফিনিশিং এসেছে আপনার হাতের কাজের। পাহাড় তো আমার সব সময় অনেক পছন্দের। আর সূর্যাস্তের দৃশ্য টা এত চমৎকার ফুটে উঠেছে। মনে হচ্ছে যেন পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে আমিও সূর্যাস্ত দেখছি। এভাবেই চেষ্টা চালিয়ে যান। অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

দিদি আপনার থেকে এমন অনুপ্রেরণামূলক মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে। আমি শুধু চেষ্টা করেছি । আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি

 3 years ago 

পোস্টার রং দিয়ে আপনি সূর্যাস্তের খুবই সুন্দর একটি দৃশ্য অঙ্কন করেছেন। যদিও এটা আপনার প্রথম তবুও ভালোই হয়েছে। আশা করি আরো চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর চিত্র অঙ্কন আমাদেরকে উপহার দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হা ভাইয়া এটা আমার প্রথম এবং আমি একটু চেষ্টা করেছি। আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর একটি আর্ট করেছেন আপু। আমি তো আঁকতেই পারিনা। তবে তবে কমিউনিটির ড্রইং গুলা দেখলে প্রচন্ড ভালো লাগে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার ডিজিটাল আর্ট গুলো ভালো লাগে ভাইয়া। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর করে সূর্যাস্ত যাওয়ার চিত্র অঙ্কন করেছেন। আপনার অঙ্কনের ধাপগুলো খুব সুন্দর করে ধাপে ধাপে ফুটিয়ে তুলেছেন। এই পদ্ধতিতে যে কেউ খুব সুন্দর চিত্র অংকন করতে পারবে। ধন্যবাদ শুভকামনার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন এই পদ্ধতি অনুসরণ করে যে কেউ অংকন করতে পারবে। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পোস্টার রং দিয়ে অসাধারণ একটি সূর্যাস্তের দৃশ্য অঙ্কন করেছেন আপু। যা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনার এই পোস্টটার রংয়ের কাজ গুলো অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার প্রথম পোস্টার কালার দিয়ে আঁকা দৃশ্য আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91022.78
ETH 3148.10
USDT 1.00
SBD 2.96