DIY-অসাধারণ একটি মেহেদী ডিজাইন আর্ট ( ১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ মেহেদী ডিজাইন করব। যতই দিন যাচ্ছে ততই আমার ব্যস্ততা যেন বেড়ে যাচ্ছে। তাই হয়তো আগের মত আপনাদের সাথে কথা বলা হয় না। তবে যখনই সুযোগ পাই আপনাদের সাথে থাকার চেষ্টা করি। বসন্ত ঋতু শুরু হয়েছে বসন্ত আসলে আমাদের সবার মনে এক ধরনের ভালোবাসা কাজ করে। নিজেকে রাঙাতে ইচ্ছা করে । গাছে গাছে নতুন পাতা গজানো শুরু হয়েছে বসন্তের আসল রূপ ধীরে ধীরে ফিরে আসতেছে। গাছে গাছে কোকিল তার মধুর কন্ঠে গান গেয়ে যাচ্ছে।আর বসন্ত আসলেই আমাদের হাতে শোভা পায় মেহেদির রং। এছাড়াও বাংলাদেশের সংস্কৃতির সাথে মেহেদী ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে কোন অনুষ্ঠানে সাধারণত মেহেদি পড়তে ভালোবাসি। ঈদ-পূজা বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে তো কনের হাতে এবং বরের হাতে মেহেদি শোভা পায়। তারই পরিপ্রেক্ষিতে আপনাদের সাথে একটি মেহেদি ডিজাইন শেয়ার করব। ইদানিং আমার মেহেদি ডিজাইন করতে খুব ভাল লাগে। আপনার হয়তো দেখেছেন আগে আমি স্কেচ করতাম কিন্তু ব্যক্তিগত কিছু কারণে বা ধর্মীয় কিছু কারণে আমি স্কেচ অঙ্কন করা থেকে দুরে এসেছি। এখন হয়তো আপনারা আমার বিভিন্ন ধরনের ডিজাইন, প্রকৃতির দৃশ্য দেখতে পাবেন। যেহেতু এতদিন বাসায় ছিলাম তাই তেমন আর্ট করা হয়ে ওঠেনি। যাইহোক দেরি না করে চলুন শুরু করা যাক।

IMG-20220312-WA0014.jpg

siam,.png

উপকরণ
  • আর্ট পেপার
  • লাল সাইন পেন
ধাপ-১

IMG-20220312-WA0000.jpg

siam,.png

প্রথমে একটি লাল সাইন পেন নিয়ে আর্ট পেপারের উপর ছোট একটি ফুল আর্ট করে নিয়েছি।

ধাপ-২

IMG-20220312-WA0001.jpg

siam,.png

এর পরে মেহেদি ডিজাইন ধীরে ধীরে বড় করার জন্য ফুলের সাথে ছোট একটি কলির মতো করে অংকন করেছি।

ধাপ-৩

IMG-20220312-WA0002.jpg

siam,.png

এই পর্যায়ে ছোট ফুলকে কেন্দ্র করে আরো কয়েকটি ফুলের কলি অংকন করেছি।

ধাপ-৪

IMG-20220312-WA0003.jpg

siam,.png

এই পর্যায়ে ফুলের কলির মাঝে ছোট ছোট করে দাগ করে ডিজাইন করে নিয়েছি যাতে সুন্দর দেখায়।

ধাপ-৫

IMG-20220312-WA0004.jpg

siam,.png

সব ফুলের ডিজাইন করার পর।

ধাপ-৬

IMG-20220312-WA0005.jpg

siam,.png

এই পর্যায়ে ডিজাইনকে আরো সুন্দর ভাবে ফুটে তোলার জন্য নতুন আরো একটি কলি সহ ফুল অংকন করছি।

ধাপ-৭

IMG-20220312-WA0006.jpg

siam,.png

পূর্ববর্তী ডিজাইন এর সাথে আবার কলির মতো সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৮

IMG-20220312-WA0007.jpg

siam,.png

এই পর্যায়ে ফুলের পাশে দিয়ে হালকা দাগ টেনে নিয়ে তার উপর দিয়ে ছোট ছোট খোপের মতো অংকন করেছি।

ধাপ-৯

IMG-20220312-WA0008.jpg

siam,.png

এই পর্যায়ে পূর্বের করা ফুলটিকে আরো সুন্দর করার জন্য এর ভিতরে ঘন ছোট ছোট দাগ দিয়েছি। এখন খুব সুন্দর লাগছে ফুল।

ধাপ-১০

IMG-20220312-WA0009.jpg

siam,.png

এই পর্যায়ে আবার নতুন একটি ডিজাইন পূর্ববর্তী ধাপের সাথে অংকন করেছি।

ধাপ-১১

IMG-20220312-WA0010.jpg

siam,.png

এই পর্যায়ে ডিজাইনের বাম পাশে দারুন করে আর একটি ফুল অংকন করেছি।

ধাপ-১২

IMG-20220312-WA0012.jpg

siam,.png
এই পর্যায়ে আবারো নতুন একটি ডিজাইন আর্ট করেছি। আসলে এই ডিজাইন হাত থেকে হাতের আঙুল পর্যন্ত।
আর লাল রঙ ইউজ করা হয়েছে যে দেখতেই যেন মেহেদীর দেওয়া হাতের মতো লাগে।

ফাইনাল ধাপ

IMG-20220312-WA0013.jpg

siam,.png

IMG-20220312-WA0014.jpg

siam,.png

এর মধ্যে দিয়েই আমাদের আজকের চমৎকার একটি মেহেদী ডিজাইন আপনার সাথে শেয়ার করলাম। আশা করি অনেক অংকন আপনার ভালো লাগবে।

আর্টমেহেদী ডিজাইন
art by@abidatasnimora
CameraSamsung Galaxy A20

siam,.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আপু আপনি তো খুব সুন্দর করে একটি মেহেদি ডিজাইন অঙ্কন করলেন। তার মানে আপনি খুব সুন্দর সুন্দর মেহেদী আঁকতে পারেন হাতের মধ্যে। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার মেহেদী অংকনটি। ধন্যবাদ।

 3 years ago 

বসন্ত ইদ বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেশে মেয়েদের হাতে মেহেদী দেখা যায়। অনেকক্ষেএে ছেলেরাও মেহেদী নিয়ে থাকে। আজকের ডিজাইন টাও ভালো ছিল। এতো বড় ডিজাইন হাতের তালুতে করা সম্ভব না এজন্য এটা হাতের উপরিভাগে করা লাগবে। অনেক সুন্দর ছিল মেহেদী ডিজাইন টা।

 3 years ago 

চেষ্টা করেছি ভালো করার জন্য। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই সুন্দর এবং কালারফুল একটি মেহেদি ডিজাইন আর্ট প্রস্তুত করেছেন সত্যি দেখে অনেক ভালো লাগলো সেই সাথে ধাপগুলো অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে খুব লাগল ভাইয়া।এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 
ঈদের সময় ডিজাইনগুলো অনেক কাজে আসে। এভহাড়াও বিয়ের সময় মেহেদী লাগানোর সময় ডিজাইনের দরকার পড়ে।আপনার ডিজাইন দেখে মনে হচ্ছে আপনি এই বিষয়ে অনেক আগে থেকেই অভিজ্ঞ। ভালো ছিলো অনেক।🤟💞
 3 years ago 

হা ছোট বেলা থেকেই আমি এসব ভালো পারি। আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে মেহেদী ডিজাইন আর্ট করছেন দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago (edited)

আপনার মেহেদির ডিজাইন টি জাস্ট অসাধারণ হয়েছে।
ভীষণ সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন।
মেহেদি দিয়ে হাতে অংকন করলে আরও সুন্দরভাবে ফুটে উঠবে আশা করি।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার এতো সুন্দর মন্তব্য দেখে কাজের উদ্দিপনা বেড়ে।যায়। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি মেহেদির ডিজাইন আর্ট করেছেন। আপনার আর্ট করা মেহেদির ডিজাইন টি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে আর্ট টি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগল।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই আপু মেহেদি ডিজাইন টি অসাধারন ছিল। আপনি দারুণ দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং সামনে ঈদ এবং এটি কাজে লাগবে আমাদের যত সম্ভব। খুব ভাল ছিল ডিজাইন।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার মেয়েদের আর্টটি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে কালারের কারণে আর্টটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। আপনার মেহেদি আর্ট দেখে মনে হচ্ছে যে এই ডিজাইনে এখনই হাতে মেহেদি লাগাই। খুব চমৎকারভাবে মেহেদির আর্ট এর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

লাল কালার করেছি এইজন্য যে মেহেদী হাতে দেওয়ার পর এমন লাল লাগে। আপনার সুন্দর মন্তব্যর জন্য আপনাকে অসংখ্য আপু।

 3 years ago 

খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন করেছেন। আপনার এই মেহেদি ডিজাইন টি আমার কাছে খুবই ভালো লেগেছে। আরো অনেক ইউনিক লাগছে। আপনি যেহেতু এটা একটি কালার দিয়ে করেছেন তাই দেখতে আরো বেশি সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আর আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

আমি চেষ্টা করেছি ভালো করার জন্য। আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন।এতসুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62555.95
ETH 2435.55
USDT 1.00
SBD 2.64