আমার মনুষ্য ভাবনা-১ (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। তবে চলুন আজ আমি আমার মনের অজানা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো কথা গুলো অবশ্যই আমাদের সমাজ ও মানুষ নিয়ে। আমি যখন কোন কিছু লিখতে বসি তখন আমি কোথায় থেকে শুরু করি আর কোথায় শেষ করি তা আমি নিজেও জানিনা। আমার মাঝে তৎক্ষণাৎ যা আসে আমি তাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। যার কারণে আগেই বলে নিচ্ছি।

detective-ga212385b8_1280.png

Image source

মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব বলে আমরা সব সময় নিজেকে গর্ব করি। আর গর্ব করাটাই স্বাভাবিক। সৃষ্টিকর্তা আমাদের এমন কিছু জিনিস দিয়েছে যা পৃথিবীর অন্য সকল সৃষ্টির থেকে আমাদের আলাদা করেছে। সৃষ্টিকর্তা আমাদের অনেক গুণ দিয়েছে যার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে একজন মানুষ অন্য মানুষকে সম্মান করবে শ্রদ্ধা করবে। কিন্তু আমরা কি দেখি যে বড়লোক সে গরীব, অসহায় এবং বয়সে বড় তাদের সম্মান করতে কুন্ঠিত বোধ করে। তাদেরকে অবজ্ঞা করে যা মোটেও একজন মানুষের গুণাবলী মধ্যে পড়ে না। সেই লোকদের আবার আমরা দেখি খুব সহজেই পাপীদের সম্মান করে। কিন্তু আপনি দেখবেন যে মানুষ পাপী, দুর্বৃত্ত, মূর্খ কে সম্মান করে তখন সে নিজেকে বড় মনে করবে তার ভিতরে অহমিকা জাগবে।কিন্তু যাদের হৃদয় মহৎ তাদেরকে অনেকেই শ্রদ্ধা করতে লজ্জাবোধ করে যা সত্যি মনুষ্য জাতির জন্য অপমানজনক।

কিন্তু আমরা কখনই জীবন আদর্শে বিশ্বাসী নই আমাদের জীবন কিভাবে চালাতে হবে? মানুষের সাথে আমাদের কি ধরনের ব্যবহার করতে হবে? আমাদের জীবনের প্রতি পদে পদে কত ধরনের রহস্য আছে সে রহস্য কে আমরা কিভাবে বের করবো? জীবনের স্বপ্ন গুলোকে কিভাবে অর্জন করব? সেসব নিয়ে আমাদের ভাবার সময় নেই এটাই বাস্তবতা। কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা হাজার ঘন্টা সময় অপচয় করছেন অন্যের পিছনে ব্যয় করে, অন্যের অকল্যাণে ব্যয় করছেন। যা শুধু আপনার ক্ষতি নয় আপনার জন্য, আপনার ভবিষ্যত প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। কেননা আপনি যদি সুন্দর একটি ভবিষ্যতে না পৌঁছালে আপনার পরবর্তী প্রজন্মকেও অপেক্ষা করতে হবে সুন্দর একটি ভবিষ্যতের জন্য এবং তারা সারাজীবন আপনাকেই দোষারোপ করে যাবে যে আপনি তাদের জন্য সুন্দর একটি পৃথিবী রেখে যেতে পারেননি এটাই আপনার ব্যর্থতা।

man-g6fc878033_1920.jpg

Image Source

আমাদের প্রত্যেকের ভেতরে একটি সুন্দর অন্তর আছে কিন্তু আমরা খুব সহজেই এই অন্তরকে অপমান করি কিন্তু আমি বলব আপনার এই পবিত্র অন্তরকে কখনোই অন্ধকারের ঢেকে ফেলেন না, তাকে কখনো অপমান করেন না। হৃদয় যখন অপমানিত হয় তখন হৃদয় এর মৃত্যু হয়, তাকে নতুন করে জন্ম নিতে অনেক সাধনা করতে হয় ।কেননা তার হৃদয় আঘাতে, অপমানে, অবহেলায় জর্জরিত। আপনি যদি ছোটবেলা থেকে সুন্দর একটি হৃদয় গড়ে তুলতে পারেন তাহলে সেই হৃদয় আপনাকে পথ দেখাবে, আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়, অবস্থান, আলো এবং অন্ধকারে পার্থক্য, পাহাড়-পর্বত সবকিছু অতিক্রম করে আপনাকে আপনার জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দেবে। আরেকটি কথা বলতে হয় আমাদের উচিত নয় কখনোই মানুষকে ঘৃণা করা বা অবজ্ঞা চোখে দেখা। আমাদের উচিত তাদেরকে যতটা সম্ভব শ্রদ্ধা করা, আদর করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেকে সবথেকে বেশি ভদ্র মনে করেন। যে তাদের থেকে ভদ্র আর কেউ নেই কিন্তু যারা সত্যিকারের ভদ্র তারা এ কথা কখনো বলবে না। যারা প্রকৃত ভদ্র তারা নিজেকে ছোট রাখতে কখনো লজ্জাবোধ করে না।

scrooge-gb7bd33d62_1280.png

Image Source

তারা তাদের বংশগৌরব নিয়ে অহংকার করে না, তারা সব সময় নিজেদেরকে অন্যের কল্যাণে বিনিয়োগ করে। তারা তাদের থেকে যারা ছোট অবস্থান রয়েছে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে কখনোই তাদের অবজ্ঞা করে না, অবহেলা করে না কখনোই তাদের ছোট করে দেখেনা। একটা কথা মনে রাখবেন আপনি হয়তো আপনার পূর্বপুরুষের কিছু সম্পত্তি পেয়ে নিজেকে অনেক বড়লোক অনেক সম্পত্তির মালিক হিসেবে বিবেচনা করছেন কিন্তু আপনি যদি সুন্দর সন্তান অথবা সুন্দর একটি প্রজন্ম রেখে যেতে না পারেন মনে রাখবেন আপনার সবকিছু অর্জন বৃথা যাবে। আপনি যাদের অবজ্ঞা করছেন, অবমান করছেন তারা একদিন আপনার থেকে অনেক অনেক সম্মান অর্জন করবে। যারাপরিশ্রম করতে জানে, আর যাদের জ্ঞান আছে, শিক্ষা আছে তারা কখনোই ছোট হয়ে থাকে না। তাদের কেউ কখনই দমিয়ে রাখতে পারে না। আমাদের উচিত সবসময় আত্মার উন্নতি করা আত্মার উন্নতি ছাড়া কখনই মানবকল্যাণ সম্ভব নয়।

ধন্যবাদ
@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আসলে সৎ মানুষ জীবনে পদে পদে ধাক্কা খায় এবং কষ্ট পেতে থাকে। কিন্তু তাদের পাশে উপর ওয়ালা সবসময়ই আছে। তারা এগিয়ে যান একমাত্র সৃষ্টি কর্তার বরকতে। আর সমাজের কিছু অমানুষ পদে পদে বিপদে ফেলতে চায় কিন্তু সৃষ্টিকর্তা তার খেয়ালেই তাদের রক্ষা করেন। খুব ভালো পোস্ট ছিলো ভীষণ বোঝার বিষয় রয়েছে।
শুভ কামনা এবং দোয়া সবসময়ই রয়েছে 🥀

 3 years ago 

আপনি অনেক অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া । ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 3 years ago 

হৃদয় যখন অপমানিত হয় তখন হৃদয় এর মৃত্যু হয়, তাকে নতুন করে জন্ম নিতে অনেক সাধনা করতে হয়

একদম ঠিক বলেছেন আপু।একবার অন্তর আত্মার মৃত্যু ঘটলে তা ফিরে পাওয়া বা ফিরে আসা খুবই দুষ্কর।এইজন্য আমাদের ভাবনা ও শুদ্ধ আত্মা থাকতে হবে।আর ভালো চিন্তা মানুষকে শুভ বুদ্ধির উদয় ঘটাতে সাহায্য করে।ধন্যবাদ আপু😊

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ । অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

 3 years ago 

আপু মানুষ হিসেবে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় এগুলো আমরা ভালই জানি কিন্তু সমস্যা হচ্ছে আমরা কখনোই তা মানি না। আপনার সঙ্গে আমি একটি বিষয়ে একমত আর তা হচ্ছে আত্মার মৃত্যু হলে সেটার পুনর্জাগরণ সম্ভব নয়। প্রসঙ্গত একটা ঘটনা উল্লেখ করি কিছুদিন আগে আমাদের মসজিদ কমিটির সভাপতি নির্বাচিত হয়। পূর্বের সৎ আর ধর্মভীরু সভাপতি লোকটিকে সরিয়ে ঘুষখোর আর বেনামাজি একজনকে বানানো হয় সভাপতি। আর এভাবেই মানুষের মনুষত্ব নষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন । শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58440.50
ETH 2618.70
USDT 1.00
SBD 2.39