হিংসা-প্রতিহিংসা [10% beneficiaries for @shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রতিহিংসা । তবে চলুন কথা না বাড়িয়ে প্রতি হিংসা সম্পর্কে আমাদের বাস্তবসম্মত কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক।

smiley-g06c81d71e_1280.png

Image Source

আমাদের সমাজে বা এমনকি পরিবারের একে অপরের প্রতি হিংসা করতে দেখা যায় । আমাদের আশেপাশে এমন কেউ নাই যে আপনাকে দেখে আমাকে দেখে হিংসা করে না। কাউকে দেখে হিংসা করা বা প্রতি হিংসা করা যে কত বড় জঘন্য তা আমরা সবাই বুঝি। আমাদের সাথে যখন কেউ হিংসা করে তাকে আমরা কী চোখে দেখি তা হয়তো আপনিও বোঝেন আমি বুঝি। যে মানুষকে দেখে হিংসে করে তাকে সমাজের কেউ ভালো চোখে দেখতে পারেনা। আপনি যদি কারো ভালো দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যান বা তার ভালো আপনি মেনে নিতে পারছেন না । সে যাতে ভাল কিছু করতে না পারে তাকে কিভাবে আটকানো যাবে সে ব্যবস্থা করতে থাকেন তাহলে বুঝবেন আপনি প্রতিহিংসায় জ্বলছেন। প্রতিহিংসায় মস্তিষ্ককে ধ্বংস করে ফেলে মস্তিষ্কের কর্মকে একেবারে লোপ করে দেয়। তখন আপনি যতই ভালো চিন্তা বা ইতিবাচক চিন্তা করতে চান না কেন কখনই আপনার মাথা থেকে আসবে হবে না। অন্যের ক্ষতি করতে আপনি সব সময় নিজেকে ব্যস্ত রাখবেন যে আপনাকে আপনার কল্পনার থেকেও নিচের দিকে ধাবিত করবে। আপনি এমন এক গর্তের মধ্যে পড়ে যাবেন যা থেকে উঠার মত শক্তি আপনার থাকবে না। আপনি পরিবারের কাছে সমাজের কাছে এক দাগি অপরাধী হিসেবে নিজেকে চিহ্নিত করবেন। আমরা কিছু বাস্তব উদাহরণ এর মাধ্যমে বিষয় গুলোর সাথে আরো বেশি পরিচিত হই।

gangster-gc0bbf77d6_1280.png

Image Source

ধরুন আপনার দুইবন্ধু একসাথে চলাফেরা করছেন পড়াশোনা করছেন কিন্তু আপনি দেখলেন আপনার খুব কাছের একজন বন্ধু ভালো কিছু করছে কিন্তু আপনিও শত চেষ্টা করে তার মতো হতে পারছেন না তখন তার অজান্তে আপনার মনে এক ধরনের হিংসা তৈরি হয়। আপনি না চাইলেও ভাবতে থাকেন সে কেন আমার থেকে এত বেশি পাবে । আর এর ফলেই আপনার মাথায় অনিষ্ট চিন্তা ভাবনা আসে যাতে আপনার বন্ধু আপনার থেকে ভালো কিছু করতে না পারে তখন আপনি তার পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেন। এইতো শুরু হল আপনার পথচলা এক অন্ধকার পথে। আপনি আপনার বন্ধুকে হিংসা করলেন। তার ভালো আপনার সহ্য হলো না এটা বন্ধুর প্রতি এক চরম অকৃতজ্ঞতা।আবার দেখবেন আমাদের সমাজে কিছু গরীব বা মধ্যবিত্ত পরিবার তাদের পরিশ্রমের মাধ্যমে তার মধ্য দিয়ে ভাগ্যের পরিবর্তন করে। কিন্তু সমাজে কিছু প্রতিষ্ঠিত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত থাকে যারা সমাজের নেতৃত্বে আসনে বসে। এই লোকগুলোর ভাবে তাদের এই নেতৃত্বে আসন সর্বদায় তাদের অধীনে থাকবে যখন সমাজে কেউ ভালো কিছু করে নিজের যোগ্যতা দিয়ে। তখন এই লোক গুলো নিজের আসন হারানোর ভয়ে ঐ লোকগুলোর ক্ষতি করতে থাকে যেন তারা উপরে উঠতে না পারে অথচ তার মনে কিন্তু কখনোই আসন দখল করার চিন্তাভাবনা থাকে না। যারা হীন চিন্তার অধিকারী তারাই শুধু সামান্য কিছুর পিছনে ছুটে। যারা প্রকৃত মানুষ তারা কখনোই মর্যাদার পেছনে ছোটে না তাদের পেছনে মর্যাদা ছুটে চলে তাদের সংস্পর্শে পাওয়ার জন্য।প্রতি হিংসা আপনার মনকে কখনোই শান্ত করতে দেবে না আপনার চিন্তাভাবনাকে এমনভাবে বিকৃত করে দেবে যা আপনি পরবর্তীতে যখন উপলব্ধি করতে পারবেন তখন অনুশোচনাও আপনাকে দেখে ভয় পাবে। আমরা কিন্তু সবসময়ই আমাদের কাছের মানুষদের সাথে প্রতি হিংসা করি। একটা সময় যখন আপনি বারবার একজনের প্রতি হিংসা করছেন তখন সেই মানুষটিও আপনার প্রতি প্রতিহিংসা জন্মাবে এই হিংসা প্রতিহিংসা থেকে শুরু হবে চরম শত্রুতা। শত্রুতা কিন্তু এমনি এমনি জন্ম নেয় না এর বীজ বপন হয় যখন আপনারা একে অপরের প্রতি হিংসা প্রতিহিংসা পরায়ন হয়ে যান।

skull-g6d1dcf5ab_1920.jpg
Image Source

আমি আমাদের এলাকায় একটি পরিবারকে দেখতাম তারা সব সময় তাদের প্রতিবেশী একটি পরিবারের সাথে লেগে থাকত অর্থাৎ প্রতিবেশী পরিবার যায় করতো তাতে তারা বাধা সৃষ্টি করত। যদি ভালো কাজ করতো তাহলে তার পেছনে এমন ভাবে লেগে থাকত ভালো কাজকে মন্দ করে তুলতো। সামান্য ভুল পেলে তো কোন কথাই নেই বাতাসের বেগে তা মানুষের মাঝে ছড়িয়ে দিত। সবসময় চেষ্টায় থাকতো কিভাবে তাদের সর্বনাশ করা যায়। পরিবারের একটি মানুষ যখন ভালো কোথাও অবস্থান করলে,ভালো কোথাও পড়ে তখন তার সম্পর্কে এমন কিছু কুৎসা রটনা করে যা আপনি কখনো ভাবেন নি। এগুলো কিন্তু প্রতিহিংসার ফলেই হয়। এই যে বিষয়গুলো আপনি আমি একজন আরেকজনের প্রতি লেগে থাকি তাতে আপনার আর আমার কি লাভ হচ্ছে। বরং আপনি আমি অশান্তিতে থাকছি। এই প্রতিহিংসা করে যদি মানুষের মঙ্গল করা যেত মানুষকে ভালো রাখা যেত তাহলে তা অবশ্যই সম্মানের। আমি বলব আপনি প্রতিহিংসা করবেন কিন্তু তা যেন হয় মঙ্গলের পথে ভালোর পথে। যেমন একজন ছাত্র ক্লাসে প্রথম হচ্ছে আপনি প্রথম হয়ে দেখান। সে সমাজের জন্য ভালো করছে আপনি তার থেকে ভাল করে দেখেন। দশ জন মানুষের উপকার করে বেড়াচ্ছে আপনি ২০ জন মানুষের উপকার করেন। সে গরীব অসহায়দের সাথে বন্ধুর মতো মিশে আপনিও মেশেন। প্রতিহিংসার যেন এইরকম মধুর হয় তাহলে সবার কাছে সমাদৃত হবেন।প্রতিহিংসা তা যেন কখনোই আপনাকে ধ্বংস না করে আপনাকে অশান্তিতে না রাখে।

ধব্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  

আমাদের সমাজে হিংসা এর প্রভাব দিন দিন বেড়েই চলেছে। কেউ কাউকে ভালো নজরে দেখেনা। একজনের সাফল্য হলে সেই সাফল্যকে নিচে নামাতে তার পিছনে আঠার মতো লেগে থাকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে । শুভকামনা রইল।

 2 years ago 
আপু আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে বিস্তারিত লিখেছেন আজকের পোস্টে। হিংসা বা অহংকার পতনের মূল এটা আমরা সবাই জানি। এটা কখনোই আমাদের কি ভালো কিছু বয়ে এনে দেয় না বরং একটা মানুষকে উঁচু থেকে নিচের নামাতেই ভূমিকা পালন করে থাকে। তাই আমাদের সকলেরই এ ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
 2 years ago 

মনোযোগ দিয়ে পোস্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

 2 years ago 

খুব চমৎকার একটি পোষ্ট উপস্থাপন করেছেন ৷ সত্যি দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের পরিবার থেকে শুরু সমাজ এবং কি দেশ পযন্ত হিংসায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে ৷ আজকে একজন ভালো কাজ করছে ৷তার পিছনে মানুষ খারাপ করছে ৷কেন এমনটা
সবাই ভুলে যাচ্ছে আমরা মানুষ ৷আমাদের উচিত সৎ ভাবে বাচা এবং অন্যকে সাহায্য করা ৷
আপনি খুব গুরুত্বপূর্ণ পোষ্ট করেছেন ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ ।

 2 years ago 

মানুষ হিসেবে আমরা কেউই হিংসার ঊর্ধ্বে নয়। মানুষের রীপু গুলোর মধ্যে জন্মগত ভাবেই হিংসা একটি। তবে যারা এটিকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই সফল মানুষ। আপনার শেষ কথাটি আমার খুবই ভালো লাগলো। প্রতিহিংসা হবে মধুর। এটা যেন সত্যিই কাউকে ধ্বংস না করে ফেলে। আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি বিষয় সবার সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে । শুভ কামনা রইল

 2 years ago 

আপু আপনার আজকের ব্লকটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আসলে হিংসা মানুষকে ধ্বংস করে দেয় কিন্তু আমরা জানা সত্ত্বেও মনের অজান্তে করতে থাকি। বড় কথা হচ্ছে মানুষ তো তার মনকে বুঝাতে পারেনা তাই এরকম ক্ষতিকর জিনিস গুলোতে জড়িয়ে পড়ে। খুবই ভালো লাগলো আপনার আজকের পোস্টটি পড়ে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু 💌
দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন ♥️
সত্যিই হিংসা সবকিছু শেষ করে দিচ্ছে।
আসলে প্রধানতম সমস্যা হচ্ছে মানুষ তার নিজেকে নিয়ে সন্তুষ্ট নয়, যার ফলশ্রুতিতে হিংসা বেড়ে চলেছে। তাই শুধু মাত্র একটি কথাই বলবো নিজেকে ভালোবাসুন সবাই দেখবেন পৃথিবী অনেক সুন্দর হয়ে উঠবে ❣️

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।আমাদের অবশ্যই নিজেদের ভালবাসা উচত।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58659.71
ETH 3164.52
USDT 1.00
SBD 2.43