এসো নিজে করি -রঙিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। এখন এমন এক পর্যায়ে চলে এসেছে আমাদের মাঝে ভালো থাকাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। দিন দিন করোনার সেই ভয়াল থাবা আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে অতি দ্রুত। আজ দুপুরে হঠাৎ দেখলাম বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ দিয়েছে আগামী দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সেই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা আরো এক ধাক্কা খেয়ে বসল। কেবলমাত্র শিক্ষার্থীদের জীবন ছন্দে ফেরা শুরু করেছিল আবার সেই পিছিয়ে পড়া, হতাশা গ্রস্থ হতে হবে হয়তো। আমি মন প্রাণ থেকে কামনা করছি শিক্ষার্থীদের মন যেন আর না ভাঙ্গে তারা যেন নিজেকে সামলে নিয়ে ধৈর্যসহকারে নিজের যত্ন নেয় সেই সাথে পরিবারের। আসলে সরকারের বা কিছু করার আছে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখান সামনে খুব কঠিন পথ। জ্যামিতিক হারে বাড়ছে ওমিক্রন । গতকাল আক্রান্ত হয়েছে প্রায় ১২ হাজারের মতো । অনেক স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিক্ষকরা সবাই আক্রান্ত। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নিজেরা সুস্থ থা, নিরাপদ দূরত্ব বজায় রাখি, নিজে ভাল থাকি পরিবারকে ভালো রাখি। তবে সবার জন্য দোয়া করছি কেউ যেন হতাশার সাগরে হাবুডুবু না খাই। আমাদের সব থেকে ভালো একটি বিষয় হচ্ছে আমাদের এমন একটি পরিবার আছে যেখানে আমাদের কাউকে কখনো হতাশ হয়ে পড়তে হবে না যদি পরিবারের সাথে থাকি। এজন্য @amarbanglablog পরিবারের প্রতি কৃতজ্ঞতা।
তবে চলুন আজ আমি আপনাদের সাথে একটি রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছি সাথে শেয়ার করব।

উপকরণ

রঙিন কাগজ
শক্ত বোর্ড পেপার
পেন্সিল
ব্লু গান আটা
পুঁথি
কাঁচি

IMG-20220114-WA0015.jpg

ধাপ-১
IMG-20220114-WA0013.jpg

প্রথমে একটি হার্ড কাগজ নিয়ে একটি গাছের ঢাল পালা অঙ্কন করে নিয়েছি।

ধাপ-২
IMG-20220114-WA0004.jpg

এই পর্যায়ে কাঁচি দিয়ে সুন্দর করে দাগ উপর দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৩
IMG-20220114-WA0005.jpg

এই পর্যায়ে কালো কাগজ দিয়ে গাছের ডাল গুলোকে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে অরিজিনাল ডালপালার মতো লাগে।

ধাপ-৪
IMG-20220114-WA0014.jpg

এই পর্যায়ে রঙিন কাগজ কেটে নিয়েছি ফুল ও লাভ আকৃতির কাগজ বানানোর জন্য।

ধাপ-৫
IMG-20220114-WA0006.jpg

রঙিন কাগজ দিয়ে ফুল বানানোর পর সুন্দর পুঁথি ব্লু গানের আটা দিয়ে লাগিয়ে দিয়েছি

ধাপ-৬
IMG-20220114-WA0007.jpg

এই পর্যায়ে কালো ও লাল কালারের কাগজের কম্বিনেশন লাভ বানাইছি।

ধাপ-৭
IMG-20220114-WA0008.jpg

এই পর্যায়ে কাগজ দিয়ে পাখি বানিয়েছি। পাখি বানানোর জন্য আমি একই রঙের কাগজ সাথে চোখের জন্য সাদা কাগজ ব্যবহার করেছি।

ধাপ-৮
IMG-20220114-WA0009.jpg

এই পর্যায়ে গাছের ডালের সাথে লাভ গুলো আটা দিয়ে লাগিয়ে দিয়েছি সৌন্দর্য বারানোর জন্য।

ধাপ-৯
IMG-20220114-WA0010.jpg

গাছের ডালের সাথে লাভ লাগানোর পর পাখি দুইটি লাগিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে পাখি দুইটি ডালের উপর বসে থেকে গান গাচ্ছে।

ধাপ-১০
IMG-20220114-WA0011.jpg

এই পর্যায়ে পূর্বের বানানোর পুঁথিসহ ফুল গুলোর ডাল পালার সাথে সুন্দর করে আটা দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে আরো বেশি সুন্দর লাগছে। আর এই ভাবেই আমাদের সুন্দর একটু দেখালে লাগানোর ওয়ালমেট তৈরী হয়ে গেলো।

ফাইনাল ধাপ
IMG-20220114-WA0015.jpg

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ওয়ালমেট তৈরি করেছেন। গাছের ডালের ওয়ালমেট টা দেখতে আসলেই অনেক সুন্দর হয়েছে। উপরের গাছের ডালে বসে থাকা পাখি দুটোকে দেখতেও ভীষণ ভালো দেখাচ্ছে। আপনার তৈরি ওয়ালমেট আসলেই অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 3 years ago 

আপনার মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

সত্যি বলতে আপু আবারো ধাক্কা খেলাম । সত্যি কেবল আমরা স্বচ্ছন্দে নিজের রুপে ফিরেছি আর এখনই আমাদের আবারো সামনে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ হয়ে গেল। জানিনা কবে সুস্থ হবে আমাদের এই পৃথিবী। সত্যিই আপনি এই ফাঁকে দারুন একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন আমার কাছে অনেক ভাল লেগেছে।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপু আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কি বলবো আপু এত সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন দেখেই অনেক মুগ্ধ হয়ে গেলাম। একচুয়ালি এ কাজগুলো করতে অনেক ধৈর্য্য ও সময়ের প্রয়োজন। আপনি এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে তার একটা প্রমাণ দিলেন যে আপনি অনেক ধৈর্যশীল। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন বর্তমানে ভাইরাসের উর্দ্ধগতির কারণে শিক্ষার্থীরা আরো বেশি চিন্তায় পরেছে। কারণ শিক্ষার্থীরা তাদের সেই পুরনো চিরচেনা শিক্ষাপ্রাঙ্গনে ফিরতে শুরু করেছিলো এবং তাদের পড়াশোনার গতি আগের পথে ফিরে যেতে শুরু করেছিল। এরই মাঝে আবারো থমকে গেল তাদের শিক্ষা জীবন। জানিনা এর অবসান কোথায়। তবুও চাই সকলে সুস্থ থাকুক এবং ভালো থাকুক। তবে যাইহোক আপু রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার তৈরি ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করছি সকলের কাছেই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য। সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই কামনাই করছি।

 3 years ago 

হ্যা আপু। আবারো অনেক সমস্যা পড়ে গেলাম আপু।

 3 years ago 

আমার কাছে ভীষণ মিষ্টি লেগেছে পুরো কাজটি। সবচেয়ে ভালো লেগেছে লাল আর কালোর কম্বিনেশনটা। চমৎকার ফুটে উঠেছে। ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগবে ওয়ালমেট টি।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগল দিদি। ধন্যবাদ দিদি আপনাকে।

 3 years ago 

আপনার তৈরি করা ওয়ালমেটটি আমার কাছে খুব ভালো লেগেছে ভাই। খুবই সুন্দরভাবে আপনি এটি তৈরি করেছে এবং ধাপগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যেটি দেখে যে কেউ আপনার মতো করে তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ ভাইয়া। তবে কমেন্টে একটু ভুল হয়েছে ভাইয়া।ঠিক করে নিন। ধন্যবাদ।

 3 years ago 

➡️ রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুব অসাধারণ লেগেছে আমার কাছে আপনার তৈরি ওয়ালমেট। ওয়ালমেট এর কালার কম্বিনেশন টা ছিল অসাধারণ। কালার কম্বিনেশন তা দেখার মত ছিল। ডাবলু ডাবলু খুব অসাধারণ ভাবে আপনি বর্ণনা করেছেন। আপনার বর্ণনা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগল । ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু, আপনার পোস্টগুলো আমার অনেক ভালো লাগে। আজকে খুব সুন্দর ভাবে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ওয়ালমেট এর ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। এরকম ওয়ালমেট তৈরি করে দেওয়ালে লাগালে অনেক সুন্দর দেখায়। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন ।

 3 years ago 

আপনার করা কাজটি সাধারণ কিন্তু খুবই সুন্দর। ঘরের দেয়ালে এরকম একটি ওয়ালমেট লাগিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ। আর নিজের হাতে করা জিনিসের চাহিদাই অন্যরকম। সব মিলিয়ে সুন্দর একটি কাজ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন দেওয়ালে খুব সুন্দর মানাইছে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24