DIY-পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন🦊🦊১০%
আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছেন আপনারা? আমি প্রায়ই দেড় সপ্তাহ জুড়ে আপনাদের মাঝে ছিলাম না আমার সেমিস্টার পরীক্ষার কারণে। এই সময়টা জুড়ে আমি আপনাদের ভীষণ মিস করেছি। পড়াশোনা করতে করতে ও বারবার আমার প্রিয় পরিবারের কথা মনে পড়ছিল তাই মাঝে মাঝে উকি দিয়েছিলাম। অপেক্ষার প্রহর শেষ করে আমি আজ থেকে আপনাদের মাঝে নিয়মিত হওয়ার চেষ্টা করব। যদিও আমার পরীক্ষা এখনো বাকি দুইটা। পরীক্ষাগুলো তুলনামূলক সহজতর হওয়ার কারণে আমার ধৈর্য আর সইছিল না। তাই আজ থেকেই আপনাদের মাঝে পোস্ট করা শুরু করবো নতুন উদ্যমে। আশা করছি আপনাদের সাথে আবারো সুন্দর সময় কাটাবো। আমি আজ আপনাদের সাথে একটি ফুলের ছবি অঙ্কন শেয়ার করব।
![]() |
---|
উপকরণ |
---|
ধাপ ১ |
---|
- প্রথমে একটি ফুলদানি অংকন করার জন্য এই মুখ আর্টের জন্য দাগ করে নিয়েছি ।
ধাপ ২ |
---|
- এই পর্যায়ে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে একটি কলসির মত ফুলদানি অংকন করেছি।
ধাপ ৩ |
---|
- ফুলদানিতে আকর্ষণীয় করার জন্য এর গায়ে সুন্দর ছোট ফুল অংকন করে নিয়েছি।
ধাপ ৪ |
---|
- এই পর্যায়ে ফুলের ডগাটি আরেকটু লম্বা করে ফুলদানির মধ্য বরাবর আর্ট করে নিয়েছি যাতে আরো সুন্দর দেখায়।
ধাপ ৫ |
---|
- এই পর্যায়ে ফুলদানির ওপর ফুল পেন্সিল দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
ধাপ ৬ |
---|
- প্রথম ফুলের মতো আরো দুইটি ফুল পাশাপাশি আর্ট করে নিয়েছি।
ধাপ ৭ |
---|
- এই পর্যায়ে ফুলের পাতা আর্ট করে নিয়েছি।
ধাপ ৮ |
---|
- এখন পেষ্টাল কালার দিয়ে ফুলের গাছের পাতায় সবুজ রং করে নিয়েছি এবং হালকা হলুদ করেছে এই জন্য যে পাতাগুলো শুকিয়ে যাওয়ার মত দেখায়।
ধাপ ৯ |
---|
- এই পর্যায়ে ফুলের মাঝে লাল রং করে নিয়েছে।
ধাপ ১০ |
---|
- এই পর্যায়ে সবগুলো ফুল প্রথমে সবুজ রং করে নিয়েছি এবং ফুলদানিতে হলুদ ও মেরুন এবং লাল কালার দিয়ে সুন্দর করে রং করেছি। এরপর ফুলদানির গায়ে থাকা ফুলটি রং করেছি।
ফাইনাল ধাপ |
---|
- সর্বশেষ ধাপে এসে প্রথমে ফুলদানিতে নিচে হলুদ রং করেছি তাতে বোঝা যায় এটি কোন কিছুর ওপর আছে ।তারপর ফুলগুলো সবুজের উপর হলুদ রং করেছি যাতে সুন্দর ফুটে ওঠে। সেই সাথে এর চারপাশে বর্ডার অংকন করেছি যাতে ওয়ালমেট এর মত লাগে।
ধন্যবাদ

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে ফুলটি অনেক সুন্দর লাগছে। আপনার হাতের কাজের প্রশংসা করতে হয়। উপাস্থপনা ও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অঙ্কন অসাধারণ হয়েছে আপু। আপনি অনেক সুন্দর করে এই ফুলদানি অঙ্কন করেছেন এবং ফুলদানিতে কিছু ফুল অঙ্কন করেছেন। আপনি আপনার অঙ্কনের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু এবং শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু দেখছি অনেকদিন পর আমাদের মাঝে এসেছেন। এসেই খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আমাদের সাথে। দেখতে তো একদম ওয়ালমেট এর মতই লাগছে। মনে হচ্ছে এটি দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আপনি ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। এবং আশা করবো এখন থেকে আমাদের সাথে আবার নিয়মিত হবেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জাস্ট অসাধারণ হয়েছে আপু । পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুলদানির ফুল এর চিত্র অঙ্কন করেছেন। ফুলদানির কালার কম্বিনেশন এর কারণে দেখতে আরো সুন্দর লাগছে। ফুলদানির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।
চেষ্টা করেছি আপু ভালো করার ধন্যবাদ আপনাকে।
খুবই সুন্দর হয়েছে আপনার ডাই পোস্টি, আপনি অনেক ভালো করে তৈরী করে আমাদের মাঝে তুলে ধরছেন। ধাপ গুলো খুবই সুন্দর করে প্রেজেন্ট করছেন জার মধ্য খুবিই স্পষ্টতা ছিল।ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব সুন্দর ভাবে আপনার চিত্রাংকন ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো আপু ধন্যবাদ।
পোস্টার রং দিয়ে করা চিত্রাংকন গুলো আসলেই অনেক সুন্দর দেখা যায়। আপনি অনেক সুন্দর ভাবে পোস্টার রং দিয়ে ফুলসহ ফুলদানি চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যার জন্য আপনার পোস্টটি দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব চমৎকার হয়েছে ফুল সহ ফুলদানি টি।ফুলদানির মাঝে যেন ফুলগুলো গেঁথে আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একেছেন। আপনি খুব ধৈর্য্য নিয়ে ফুল সহ ফুলদানি টি পেইন্ট করেছেন। খুব চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপু আপনি আজকে চমৎকার ভাবে পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আপনি মুগ্ধ হয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া শুভকামনা আপনার জন্য।
যাক আপু আপনাকে পুনরায় আবার আমার বাংলা ব্লগ পরিবারে স্বাগতম জানাচ্ছি। আপনি আমাদের মাঝে ফিরে এসেছেন আপনার মাধ্যমে আমরা অনেক নতুন নতুন বিষয় জানতে পারব যদিও আপনি জেনারেল রাইটিং গুলো খুবই ভালো লিখেন। আপনার আজকের পেইন্টিংটি এককথায় অসাধারণ ছিল আপু আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্য দেখতে পাবেন সমস্যা নাই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।