DIY-পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন🦊🦊১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার প্রিয় পরিবারের সদস্যরা কেমন আছেন আপনারা? আমি প্রায়ই দেড় সপ্তাহ জুড়ে আপনাদের মাঝে ছিলাম না আমার সেমিস্টার পরীক্ষার কারণে। এই সময়টা জুড়ে আমি আপনাদের ভীষণ মিস করেছি। পড়াশোনা করতে করতে ও বারবার আমার প্রিয় পরিবারের কথা মনে পড়ছিল তাই মাঝে মাঝে উকি দিয়েছিলাম। অপেক্ষার প্রহর শেষ করে আমি আজ থেকে আপনাদের মাঝে নিয়মিত হওয়ার চেষ্টা করব। যদিও আমার পরীক্ষা এখনো বাকি দুইটা। পরীক্ষাগুলো তুলনামূলক সহজতর হওয়ার কারণে আমার ধৈর্য আর সইছিল না। তাই আজ থেকেই আপনাদের মাঝে পোস্ট করা শুরু করবো নতুন উদ্যমে। আশা করছি আপনাদের সাথে আবারো সুন্দর সময় কাটাবো। আমি আজ আপনাদের সাথে একটি ফুলের ছবি অঙ্কন শেয়ার করব।

IMG-20220411-WA0015.jpg

siam,.png

উপকরণ
  • আর্ট পেপার
  • পেস্টাল রং
  • পেন্সিল
  • রাবার
    siam,.png
ধাপ ১

IMG-20220411-WA0010.jpg

siam,.png

  • প্রথমে একটি ফুলদানি অংকন করার জন্য এই মুখ আর্টের জন্য দাগ করে নিয়েছি ।
ধাপ ২

IMG-20220411-WA0012.jpg

siam,.png

  • এই পর্যায়ে পেন্সিল দিয়ে খুব সুন্দর করে একটি কলসির মত ফুলদানি অংকন করেছি।
ধাপ ৩

IMG-20220411-WA0013.jpg

siam,.png

  • ফুলদানিতে আকর্ষণীয় করার জন্য এর গায়ে সুন্দর ছোট ফুল অংকন করে নিয়েছি।
ধাপ ৪

IMG-20220411-WA0016.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুলের ডগাটি আরেকটু লম্বা করে ফুলদানির মধ্য বরাবর আর্ট করে নিয়েছি যাতে আরো সুন্দর দেখায়।
ধাপ ৫

IMG-20220411-WA0017.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুলদানির ওপর ফুল পেন্সিল দিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
ধাপ ৬

IMG-20220411-WA0018.jpg

siam,.png

  • প্রথম ফুলের মতো আরো দুইটি ফুল পাশাপাশি আর্ট করে নিয়েছি।
ধাপ ৭

IMG-20220411-WA0019.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুলের পাতা আর্ট করে নিয়েছি।
ধাপ ৮

IMG-20220411-WA0020.jpg

siam,.png

  • এখন পেষ্টাল কালার দিয়ে ফুলের গাছের পাতায় সবুজ রং করে নিয়েছি এবং হালকা হলুদ করেছে এই জন্য যে পাতাগুলো শুকিয়ে যাওয়ার মত দেখায়।
ধাপ ৯

IMG-20220411-WA0021.jpg

siam,.png

  • এই পর্যায়ে ফুলের মাঝে লাল রং করে নিয়েছে।
ধাপ ১০

IMG-20220411-WA0022.jpg

siam,.png

  • এই পর্যায়ে সবগুলো ফুল প্রথমে সবুজ রং করে নিয়েছি এবং ফুলদানিতে হলুদ ও মেরুন এবং লাল কালার দিয়ে সুন্দর করে রং করেছি। এরপর ফুলদানির গায়ে থাকা ফুলটি রং করেছি।
ফাইনাল ধাপ

siam,.png

IMG-20220411-WA0009.jpg

siam,.png

  • সর্বশেষ ধাপে এসে প্রথমে ফুলদানিতে নিচে হলুদ রং করেছি তাতে বোঝা যায় এটি কোন কিছুর ওপর আছে ।তারপর ফুলগুলো সবুজের উপর হলুদ রং করেছি যাতে সুন্দর ফুটে ওঠে। সেই সাথে এর চারপাশে বর্ডার অংকন করেছি যাতে ওয়ালমেট এর মত লাগে।

Sort:  
 2 years ago 

প্যাস্টেল রঙ দিয়ে ফুলদানিতে ফুলের চিত্রাঙ্কন দেখতে খুবই চমৎকার হয়েছে আপু। কালার গুলো কি সুন্দর ফুটে উঠেছে। আসলেই সবই হাতের কেরামতি!
দারুণ উপস্থাপনা করেছেন আপু৷ শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য আমাকে মুগ্ধ করেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মনে হচ্ছে বেশ কিছুদিন পরে আপনার পোস্ট আজকে দেখতে পেলাম আমার কাছে আপনার পোস্ট আসেনি না আপনি হারিয়ে গিয়েছিলেন বুঝতে পারছি না যাহোক খুব সুন্দর একটি ফুল এবং ফুলদানি প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে বিশেষ করে কালার কম্বিনেশন টা সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

হ্যা ঠিক ধরেছেন আমি বেশ কিছু দিন পরে পোস্ট করলাম কারণ আমার পরীক্ষা চলছিল।

 2 years ago 

আবারও পূর্বের ন্যয় আমাদের মাঝে ফিরে আসার জন্য আপনাকে জানাই প্রাণ ডালা শুভেচ্ছা, আমরাও আপনার সাথে অনেক সুন্দর সময় কাটাতে পারবো, যাই হোক আপনি কিন্তু আজকে অসাধারণ একটি চিত্র অঙ্কণ করেছেন, পেস্টার কালার দিয়ে তৈরিকৃত ফুলদানিটি আমার খুবই ভালো লেগেছে, শুভকামনা রইলো

 2 years ago 

চেষ্টা করব আপনাদের সাথে থাকার ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু দেখছি অনেকদিন পর আমাদের মাঝে এসেছেন। এসেই খুব সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন আমাদের সাথে। দেখতে তো একদম ওয়ালমেট এর মতই লাগছে। মনে হচ্ছে এটি দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে এবং আপনি ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। এবং আশা করবো এখন থেকে আমাদের সাথে আবার নিয়মিত হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু । পোস্টার রং দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফুলদানির ফুল এর চিত্র অঙ্কন করেছেন। ফুলদানির কালার কম্বিনেশন এর কারণে দেখতে আরো সুন্দর লাগছে। ফুলদানির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

চেষ্টা করেছি আপু ভালো করার ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপনার ডাই পোস্টি, আপনি অনেক ভালো করে তৈরী করে আমাদের মাঝে তুলে ধরছেন। ধাপ গুলো খুবই সুন্দর করে প্রেজেন্ট করছেন জার মধ্য খুবিই স্পষ্টতা ছিল।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুব সুন্দর ভাবে আপনার চিত্রাংকন ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো আপু ধন্যবাদ।

 2 years ago 

পোস্টার রং দিয়ে করা চিত্রাংকন গুলো আসলেই অনেক সুন্দর দেখা যায়। আপনি অনেক সুন্দর ভাবে পোস্টার রং দিয়ে ফুলসহ ফুলদানি চিত্র অঙ্কন করেছেন। যা দেখতে আসলেই অনেক সুন্দর দেখাচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে ফুলদানি তৈরি করে আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যার জন্য আপনার পোস্টটি দেখতেও খুব সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুব চমৎকার হয়েছে ফুল সহ ফুলদানি টি।ফুলদানির মাঝে যেন ফুলগুলো গেঁথে আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একেছেন। আপনি খুব ধৈর্য্য নিয়ে ফুল সহ ফুলদানি টি পেইন্ট করেছেন। খুব চমৎকার লাগতেছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে পেস্টাল কালার দিয়ে ফুলদানিতে একটি ফুল অংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনি মুগ্ধ হয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া শুভকামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65