ক্যাম্পাসের প্রিয় ফুলের ফটোগ্রাফি (১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন । আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। বসন্ত ঋতুতে আমাদের চারপাশে ফুলে ফুলে ভরে গেছে। আমি অনেকদিন পর বাসা থেকে ক্যাম্পাসে আসলাম। ক্যাম্পাস এসে দেখি পুরো ক্যাম্পাসের বড় বড় গাছগুলো পাতাশূন্য কেমন রুক্ষ অবস্থা চারিপাশে খাঁ খাঁ করছে মাঠগুলো। কিন্তু কয়েকদিন পর আবার কচি কচি পাতায় ভরে যাবে বিশাল বিশাল এই গাছ গুলো। আমি অনেকদিন পর ক্যাম্পাসে আসলাম ।অনেক দিন পর ক্লাসে গিয়ে ভালই লাগছিল ,সবাই কেমন জানি দুইমাসে চেঞ্জ হয়ে গেছে, ক্লাস করতে গেলাম, ক্লাস শেষে যখন নেমে আসতেছি হঠাৎ আমি দেখি আমার ফ্যাকাল্টিতে কিছু ফুল ফুটে আছে। ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না ,আর যেদিন থেকে এখানে কাজ করা শুরু করেছি তারপর থেকে তো কিছুই চোখ এড়িয়ে যায় না ,যা পাই ক্যাপচার করে নেই। আমার ফ্যাকাল্টিতে বেশি গোছালো বলতে পারেন। ফ্যাকাল্টি সামনে সবুজ চত্বর নামে একটি জায়গা আছে সেখানেও বেশ ফুল ফুটে আছে। সবগুলো ফুল আমি মনের আনন্দে বিভিন্ন এঙ্গেলে ছবি তুললাম। ফুলগুলো খুব দারুন লাগছিল আমার সবথেকে ভালো লাগছিল এতদিন পর ক্যাম্পাসে এসে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি। আসলে আমার ক্যাম্পাস লাইফ প্রায় শেষের দিকে। কিন্তু যতই দিন ফুরিয়ে আসছে ততই যেন ক্যাম্পাসের প্রতি আমার মায়া বাড়িয়ে চলছে। মাঝে মাঝে মনে হয় এই প্রিয় ক্যাম্পাস ছেড়ে থাকবো কিভাবে। কিন্তু কোন কিছুই চিরস্থায়ী নয় মানুষকে তার জীবনের তাগিদে প্রয়োজনের তাড়নাই জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য যেতে হয় নতুন এক উদ্দেশ্য সাধনে। আর দেরি না করে চলুন আপনাদের সাথে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করা যাক।

20220305_122656.jpg

siam,.png

20220305_122728.jpg

siam,.png

20220305_122055.jpg

siam,.png

20220305_122617.jpg

siam,.png

20220305_122631.jpg

siam,.png

এই ফুলের নাম হোলিহক বা আলসিয়া গোলাপ।

  • এই ফুলের বৈজ্ঞানিক নাম রোজিয়া
  • এটি ম্যালভ্যাসিয়া গোত্রের একটি ফুল ও এই ফুল আলসিয়া জাতের অন্তর্ভুক্ত।

এই গাছ সাধারণত ৬ থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ফুল সাধারণ লাল,গোলাপি,সাদা,হলুদ সহ নানা রঙের হয়ে থাকে। এই ফুল গুলো আমি এই প্রথম দেখলাম ক্যাম্পাসে।

20220305_122441.jpg

siam,.png

20220305_122422.jpg

siam,.png

20220305_122422.jpg

siam,.png

20220305_122325.jpg

siam,.png

আপনারা সবাই এই ফুলের নাম জানেন পাতা বাহার আবার অনেক জায়গায় গেট ফুল বলে।

আমার মনে হয় গোলাপ ফুলের মতো এই ফুল খুব জনপ্রিয়। এই ফুলের গাছ অনেক বড় হলেও শাখা প্রশাখা চিকন হওয়ায় এটি ঝুপড়ীর মতো হয়। পুরো গাছে এক সাথে ফুল ফোটে জন্য খুব সুন্দর দেখায়।

20220305_122106.jpg

siam,.png

এই ফুলের নাম স্পাইডার ফ্লাওয়ার
বর্তমানে এই ফুল অধিক পরিমাণে দেখা যাচ্ছে। দেখতেও অনেক সুন্দর।

  • স্পাইডার ফ্লাওয়ারের বৈজ্ঞানিক নাম ক্লেওমি স্পিনোসা
    সেই সাথে এটি ক্লেওমি জাতের ও ব্রাসিক্যালেস শ্রেনীর অন্তর্ভুক্ত।

20220305_123054.jpg

siam,.png

এটি কাটামুকুট।

একটা সময় এই ফুল তেমন দেখা না গেলেও বেশ প্রচলিত হয়েছে। আশেপাশে সৌন্দর্য বর্ধনের জনহ যে ফুল গুলো বিবেচনা করা হয় তার মধ্যে কাটামুকুট উপরের দিকেই থাকে।

  • কাটামুকুট এর বৈজ্ঞানিক নাম ইউফোর্বিয়া
  • এটির ইউফোর্বিয়াসিয়া গোত্রের অন্তর্ভুক্ত এবং মালপিগিলেস শ্রেণির অধিনে।
পোস্টের ধরণফটোগ্রাফি
Photo@abidatasnimora
CameraSamsung Galaxy A20
LocationW3W
আশা করি আপনাদের ভালো লাগবে

break.png

banner-abb23.png

Sort:  

*ক্যাম্পাসের ফুল গুলো এত সুন্দর না জানি ক্যাম্পাসটা কত সুন্দর আর যে ব্যাক্তি ফটোগ্রাফি গুলো করেছে তার কথা বাদ দিয়ে বলি।সত্যি আফু খুব সুন্দর ভাবে উপস্থাপন ও সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আফু।দোয়া করি আফু সুস্থতার সাথে সুন্দর কিছু আমরা পাই।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া কিন্তু আপনার কিছু বানান ভুল হয়েছে।

 3 years ago 

জি আপু একদম ঠিক বলেছেন এই রুক্ষ আবহাওয়ায় চারদিকে এত ধুলাবালি শাস নেওয়াই মুশকিল হয়ে গেছে। আর আপনার তোলা ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর ছিল এবং উপস্থাপনা দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

স্পাইডার ফ্লাওয়ার,আলসিয়া গোলাপ ফুল দুটি এর আগেও দেখেছি কিন্তু ঠিক নামটা জানতাম না আপনার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে আজকে জানতে।
এক কথায় অসাধারণ ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনি নাম গুলো জানতে পারলেন শুনে ভালো লাগলো।

 3 years ago 

অনেক অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি মানে দারুণ কিছু। ফুল যেরকম সামনাসামনি দেখতে সুন্দর লাগে তেমন ফটোগ্রাফি দেখতেও অনেক ভালো লাগে। এত অসাধারণ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে শুভকামনা রইল।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর ফটোগ্রাফি আঙ্গুলের মাঝে শেয়ার করেছেন দেখছি। আপনার এই ফুলের ফটো দেখে গুলো দেখে আমি রীতিমত মুগ্ধ। আমরা আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারলাম। বসন্তকালে এরকম নানা রঙের ফুল দেখতে খুবই ভালো লাগে
যাই হোক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কাটামুকুট ফুলটি খুব সুন্দর লাগলো দিদি। আগেও দেখেছি এমন। কিন্তু নামটা জানা ছিল না। এত সুন্দর রং। তাকিয়ে থাকলে মনে হয় নিজেই হারিয়ে যাচ্ছি। গেট ফুল গুলোও আমার বেশ লাগে। বাড়ির সৌন্দর্য্য বাড়াতে তুলনা নেই একদম। খুব সুন্দর ছিল পোস্ট টি। ফুলের ফটোগ্রাফি সব সময় নিজের মনকে যেমন ভালো করে , অন্যকেও ভীষণ আনন্দ দান করে।

 3 years ago 

দিদি আমার পোস্ট থেকে আপনি একটি ফুলের নাম জানতে পারলেন এটা আমার জন্য অনেক ভালো লাগার একটি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুলগুলো দেখতে আসলেই খুবই সুন্দর লাগছে প্রতিটি ফুলি অনেক সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর ফুলগুলো শেয়ার করার জন্য

 3 years ago 

আপনিও দারুন মন্তব্য করেছেন শুভকামনা রইল।

 3 years ago 

ক্যাম্পাসের ফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। এমনিতেই ফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। আপনার করা ফটোগ্রাফি গুলো দেখে ভালই লাগলো ।খুব সুন্দর ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ফুল আমাদের সৌন্দর্য । ফুল আমাদের মুগ্ধ করে। আপনার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রফি করেছেন আপনার ক্যাম্পাস এর মধ্যেই এই ফুলগুলো ফুটেছে জেনে খুব ভালো লাগলো। আপনার প্রত্যেকটা ফুলের বৈজ্ঞানিক নামসহ সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। স্পাইডার ফ্লাওয়ার ফুলটা আমার কাছে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার ক্যাম্পাসের সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন আজ ।অচেনা ফুলের সাথে পরিচিত হতে পারলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে ।তবে বেশ কয়েকটা ফুল আমি আগেও দেখেছি।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79