DIY- একটি গাছের ডালে ঝুলন্ত লুণ্ঠনের দৃশ্য ( ১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন ।আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাময়িক কিছু ব্যস্ততার কারণে আপনাদের সাথে তেমন যোগাযোগ করতে পারছিনা। আসলে আমার মিড এক্সাম চালু হয়ে গেছে। ঢাকায় এসে প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছি। প্রতিদিনই প্রায় তিন চারটা করে ক্লাস থাকে। সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস করতে হয় তারপর হলে গিয়ে খুব ক্লান্ত হয়ে পড়ি এবং সেই পড়াগুলো আবার কাভার করতে হয়। আসলে আমি এমবিএ তে অনেক প্রেসারে থাকতে হয়। আশা করছি খুব দ্রুত আমি এসব মেনে নিতে পারবো। সময় কম থাকায় আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করছি।

IMG-20220309-WA0014.jpg
siam,.png

উপকরণ
  • পেন্সিল
  • পেপার
  • স্কেল
  • রাবার
ধাপ-১

IMG-20220309-WA0000.jpg
siam,.png

IMG-20220309-WA0001.jpg
siam,.png

প্রথমে কম্পাস দিয়ে বৃত্ত অঙ্কন করে নিয়েছি।

ধাপ-২

IMG-20220309-WA0002.jpg
siam,.png

IMG-20220309-WA0003.jpg

siam,.png

বৃত্ত অঙ্কনের পর স্কেল দিয়ে মাঝ বরাবর দুইটি দাগ করে নিয়েছি।

ধাপ-৩

IMG-20220309-WA0004.jpg
siam,.png

এই পর্যায়ে মাঝ দাগ হতে নিচের দিকে কয়েকটি দাগ করে নিয়েছি।

ধাপ-৪

IMG-20220309-WA0005.jpg

siam,.png

বৃত্তের মাঝের দাগ গুলো এবার পেন্সিল দিয়ে হালকা গাঢ় করে নিয়েছি।

ধাপ-৫

IMG-20220309-WA0006.jpg
siam,.png

এইভাবে ধীরে ধীরে পেন্সিল দিয়ে গাঢ় করে নেওয়ার পর

ধাপ-৬

IMG-20220309-WA0007.jpg
siam,.png

এরপর দাগ গুলোর সাথে ছোট ছোট মাথা ভাজ করে দাগ করে নিয়েছি।

ধাপ-৭

IMG-20220309-WA0008.jpg

siam,.png

এই পর্যায়ে গাছের ডাল অঙ্কন করে নিয়েছি।

ধাপ-৮

IMG-20220309-WA0009.jpg

siam,.png

এই পর্যায়ে গাছের ডালের কয়েকটি শাখা ডাল অঙ্কন করে নিয়েছি।

ধাপ-৯

IMG-20220309-WA0010.jpg
siam,.png

এই পর্যায়ে ডালের সাথে একটি লুন্ঠন অংকন করে নিয়েছি।

ধাপ-১০

IMG-20220309-WA0011.jpg
siam,.png

এই পর্যায়ে গাছে পাতা অংকন করে নিয়েছি।

ধাপ-১১

IMG-20220309-WA0013.jpg
siam,.png

এই পর্যায়ে আকাশে উড়ন্ত অবস্থায় কয়েক পাখির ছবি অংকন করে নিয়েছি।

ধাপ-১২

IMG-20220309-WA0014.jpg

siam,.png

এই পর্যায়ে মার্কারের কালি নিয়ে দাগ গুলোত গাঢ় করে নিয়েছি। সেই সাথে আমার আজকের অংকন সমাপ্ত হলো।

siam,.png

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আপু প্রথমেই বলি যেভাবে আপনি অঙ্কন করেছেন আশাকরি আপনার দেখানো স্টেপ ফলো করলে যে কেউ এখন এই চিত্র অংকন করতে পারবে। সম্পূর্ণ চিত্র অংকন এর পরে যখন আপনি মার্কার পেন ইউজ করেছেন সত্যি তখন সম্পূর্ণ অঙ্গনটি অসাধারণ ভাবে ফুটে উঠেছে।
তবে শেষে একটি কথা বলি আপনার চিত্র অংকন অনেক সহজ হয়ে গিয়েছে। কারণ আপনি তো অনেক প্রফেশনাল লেভেলের অঙ্কন করে থাকেন।

 2 years ago 

অনেক ব্যস্ত আছি ভাই তাই এইটা করেছি। স্কেচ আর আঁকতে চাইনা। এখন পোস্টার পেইন্টিং এর দিকে জোর দিব।

 2 years ago 

জি আপু করতে পারেন ।তবে আপনার অংক এক কথায় অসাধারণ আমি কি আর বলব আপনি তো একদম হুবহু করে ফেলেন। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা যেভাবে করে আপনি ঠিক সেরকম ভাবে করতে পারেন ।এটা সত্যি আমরা গর্বিত।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে একটি গাছের ডালে ঝুলন্ত লুণ্ঠনের দৃশ্য অংকন করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি গাছের ডালের ঝুলন্ত লুণ্ঠনের দৃশ্য আসলেই ভাল ছিল আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং এগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় সেটা আপনার আছে। দেখলেই বোঝা যায়। খুব ভাল ছিল আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনার আর্ট করা গাছের ডালে ঝুলন্ত লুন্ঠনের দৃশ্যটি দারুন হয়েছে আপু। পুরো আর্ট টি আপনি খুবই নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। এক কথায় অসাধারন ছিল আপনার করা আর্ট টি। আপনার উপস্থাপনা হচ্ছিল ভালো লাগার মত। সবমিলিয়ে দারুন একটি পোস্ট আপনি আমাদের উপহার দিলেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একটি গাছের ডালে ঝুলন্ত লুণ্ঠনের দৃশ্যটি আপনি চমৎকারভাবে অঙ্কন করেছেন। দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে এটা ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের দৃশ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 61766.85
ETH 3081.60
USDT 1.00
SBD 3.82