সফলতার পিছনের গল্প (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। এই করোনা মহামারী সময় চারপাশে যখন আতঙ্ক ছড়িয়েছে তখন আমাদের ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করছে। আমরা আমাদের মন মত কিছু করতে পারছি না, আবার নিজেদের লক্ষে বারবার যত এগিয়ে যাচ্ছি ঠিক ততটাই পিছিয়ে পড়ছি আমরা। শত ভাঙ্গার মধ্য যখনই নিজেকে গড়ার চেষ্টা করছি তখনই যেন আবার স্বরুপে ফিরছি। কিন্তু আমরা যত বেশি কষ্ট সহ্য করতে শিখবো আমরা একজন পারফেক্ট মানুষ হিসেবে বা পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হব। যাই হোক আজ আমি আপনাদের সাথে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আমাদের কাছে তা হচ্ছে সফলতা। সফলতা নিয়ে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব

success-g5847a4422_1920.jpg

Image Source

এক জীবনে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা সফল হতে চাই না। যদিও আমরা জানি প্রতিটি মানুষের জীবন সফলতা ও ব্যর্থতায় ভরা। সবার জীবনে এমন একটি সময় পার হয় সফলতার মধ্য দিয়ে অথবা ব্যর্থতার মধ্য দিয়ে। অর্থাৎ সফলতা ব্যর্থতা আমাদের জীবনেরই অংশ। তবে খুব কম মানুষই আছে যারা ব্যর্থতাকে জীবনে বরণ করতে পারে । আমাদের ব্যর্থতা ও সফলতা মূল চাবিকাঠি হলো পরিশ্রম। আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনার সফলতার ততবেশি আবার শুধু পরিশ্রম করলেই হবেনা মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত পরিশ্রম করতে হবে। ভুলে গেলে চলবে না গাধা অনেক পরিশ্রম করে।

তবে সফলতা অর্জনের ক্ষেত্রে আমি কয়েকটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই।

অন্যের থেকে বেশী জানুন

watch-g3e4603829_1920.jpg

Image Source

আমার মনে হয় সফলতা অর্জনের প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই অন্যের থেকে বেশী জানতে হবে। আর অন্যের থেকে বেশী জানতে গেলে আপনাকে অবশ্যই বেশি পড়াশোনা করতে হবে। বেশি সময় দিতে হবে। এক কথায় অন্যের থেকে অবশ্যই আপনাকে বেশি পরিশ্রম করতে হবে। আপনি যখনই অন্যের থেকে বেশী জানবেন তখন অন্যের থেকে একধাপ এগিয়ে থাকবেন কিন্তু আমাদের মাঝে খুব কম লোকই আছে যারা নিজেকে জ্ঞানের আঁধারে প্রবেশ করায়। জানার আগ্রহ দেখায়! আমাদের চারপাশে শুধু কিভাবে কম জেনে, কম বুঝে, কম পরিশ্রম করে সহজে সফলতা পাওয়া যায় সেই মানুষগুলো। তাই আমি বলবো সফলতা অর্জন করতে গেলে বেশি বেশি জ্ঞান অর্জন করতে হবে, বেশি বেশি জানতে হবে আপনার প্রতিযোগীর থেকে । আপনাকে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে হবে। আপনাকে ভাবতে হবে আজ আমি যে জ্ঞান অর্জন করলাম আগামীকাল যেন তার থেকে হলেও একটি বেশি জ্ঞান অর্জন করব।

অন্যের থেকে বেশী কাজ করুন

man-g2141a7673_1920.jpg

Image Source

সফলতা অর্জনের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে অন্যের থেকে বেশী কাজ করতে হবে। আপনি যখন অন্যের থেকে বেশী কাজ করবেন তখন অবশ্যই আপনি বেশি জানবেন, বেশি বুঝবেন। আপনার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ হবে। কিন্তু আমরা কি দেখি আমাদের সমাজে কাজ না করেই ফল খাওয়ার লোক সংখ্যা বেশি। তারা সব সময় ফ্রিতে অর্থাৎ কিভাবে কাজ না করে সহজ উপায় খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবে সেই দিকে খেয়াল রাখে। কিন্তু তারা তা বোঝে না যে সফলতা সহজে অর্জন করা যায় তার স্থায়িত্ব কিন্তু খুব অল্প দিনের। আপনি যখন একটি সফলতা বহু বছর প্রতীক্ষার পরে অর্জন করবেন তা কেউ আপনার কাছ থেকে কখনো কেড়ে নিতে পারবে না। কেননা এই সফলতা আপনার পরিশ্রমের ফল আপনার ধৈর্যের ফল। পরিশ্রম এমনই কি জিনিস যা আপনাকে কখনোই হতাশ করবে না। এই পৃথিবীতে যত মনীষীগণ মহান ব্যাক্তিগন তারা সব সময় কাজ করে গেছেন। তাদের কাছে কাজই সব কাজই জীবন। তাই আমি বলব জীবনে সফলতা অর্জন করতে গেলে অবশ্যই আপনাকে অন্যের থেকে বেশী কাজ করতে হবে।

অন্যের থেকে কম আশা করুন

young-woman-gec62f8f56_1920.jpg

Image Source

সফলতা তৃতীয় শর্ত হচ্ছে সব সময় আমাদের অন্যের থেকে কম আশা করতে হবে। আপনি যখনই অন্যের থেকে কম আশা করবেন তার মানে আপনাকে দেওয়ার মতো মানুষের সংখ্যা খুব কম। যেহেতু আপনাকে দেওয়ার মতো মানুষের সংখ্যা কম তাই আপনি অবশ্যই নিজের চেষ্টায় নিজের পরিশ্রমের আপনি যা চান তা অর্জন করার জন্য মনোনিবেশ করবেন। আমরা সব সময় আমাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন এর থেকে কিছু না কিছু প্রত্যাশা করি। সে হতে পারে ভাল ব্যবহার, হতে পারে কোনো উপহার হতে পারে। যেকোনো কিছু কিন্তু যখন আমরা তা পাই না তখন আমাদের মন খারাপ হয়, আমরা কষ্ট পাই এবং এইটা ভাবতে বাধ্য হয়েছে সে হয়তো বা আমাকে ভালোবাসে না বা আমি যেমনটা ভাবতাম তারা হয়তো বা তেমন ভাবে না আমাকে হয়তো বা অগ্রাহ্য করল এই যে বিষয়গুলো আপনাকে সবসময় খারাপ লাগবে। আপনি হীনমন্যতায় ভোগবেন। কিন্তু যখনই আপনি কারো থেকে কিছু প্রত্যাশা করবেন না তখন আপনি ভালো থাকবেন। কেননা আপনার কারো থেকে চাওয়া- পাওয়ার কিছু নেই।আপনার যা আছে আপনি তাতেই সন্তুষ্ট।

আমাদের সব সময় একটি কথা মনে রাখা উচিত যে কোন সময় যে কোন কাজের জন্য যদি আমাদের মন প্রস্তুত থাকে তাহলে সবকিছুই আমাদের জন্য প্রস্তুত । আমাদের ব্যর্থতা সফলতা সবকিছুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে যেন দুর্দিনে ভেঙ্গে না পরে যাই, সুখের সময় ডানা কাটা পাখির মত উড়ে না বেড়ায়। নিজের জীবনের একটি ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। আমাদের মাঝে একাংশ লোক আছে যারা নিজেদের জ্ঞানের অহমিকায় দম্ভ করে বেড়ায় কিন্তু একটা কথা মনে রাখা উচিত আপনি যা দেখান তার থেকেও বেশি আপনার থাকা উচিত। আপনি যা জানেন তার থেকেও আপনাকে কম কথা বলা উচিত। তাহলে আপনি আপনার জীবনের দিক থেকে একজন সফল ব্যক্তি হিসেবে সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেন।

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  

এক জীবনে এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কিনা সফল হতে চাই না।

সবাই সাফল্য খুশি কিন্তু সাফল্যের পেছনে যে কতটা আত্মত্যাগ ও কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে তা অনেকেই জানেনা। আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন যায় একটা মানুষ পড়লেই মনের মাঝে কিছুটা সফলতার উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা বিবেক নাড়ানো পোস্ট করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 59715.05
ETH 3186.24
USDT 1.00
SBD 2.42