# DIY-এসো নিজে করি ||ম্যাচের বক্স দিয়ে গাড়ি তৈরি (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ এমন একটি দিন যে দিনে @amarbanglablog এ মিলন মেলা বসে। পুরো সপ্তাহের অপেক্ষা শেষ এক অসাধারণ আড্ডা,শিক্ষা, অজানা বিষয়ে জানা এবং আরো একটি নতুন সপ্তাহের প্রতিক্ষা শুরু হয়।
যাই হোক আমি ছোট বাচ্চাদের জন্য ম্যাচের বক্স কিভাবে গাড়ি তৈরি করতে হয় সেটা দেখাব। আশা করি আপনারা খুব সহজে বানাতে পারবেন।

20210912_145835.jpg

উপকরণ

  • ম্যাচের বক্স
  • আঠা
  • কাঁচি
  • রঙ্গিন কাগজ
  • শলা
  • কার্টুন বক্সের কাগজ

ধাপ-১

20210912_135059.jpg
প্রথমে আমি তিনটি ম্যাচের বক্স, কাঁচি, আঠা ও বক্সেএ ভিতর বক্সটি নিয়েছি।

ধাপ-২

20210912_135432.jpg
এই পর্যায়ে দুইটি বক্সকে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি।

ধাপ-৩

20210912_135538.jpg

20210912_135745.jpg

এই পর্যায়ে আমি একটি বক্স নিয়েছি এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৪

20210912_135841.jpg

20210912_135954.jpg

এই পর্যায়ে আমি আগের দুইটি বক্সের উপরে গাড়ির ছাদের জন্য কেটে নেওয়া বক্সটি আঠা দিয়ে বসিয়ে দিবো।

ধাপ-৫

20210912_140451.jpg

20210912_140709.jpg

এই পর্যায়ে আমি ম্যাচের শলা রাখার বক্সটি কোনা করে কিটে নিয়ে উপরের ম্যাচের কেটে নেওয়া বক্সের ভিতরে ঢুকিয়ে দিব। এটি সামনের ও পিছনের গ্লাসের মতো আর কি।

ধাপ-৬

20210912_141059.jpg

20210912_141218.jpg

এই পর্যায়ে রঙিন কাগজ ছোট করে কেটে নিয়ে গাড়ির সামনে ও পিছনে আঠা দিয়ে লাগিয়ে দিবো।

ধাপ-৭

20210912_141415.jpg

20210912_141458.jpg

এই পর্যায়ে আমি কেটে নেওয়া রঙিন কাগজ গাড়ি ছাদে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৮

20210912_142147.jpg

20210912_142015.jpg

20210912_142546.jpg

20210912_142538.jpg

এই পর্যায়ে গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নীল কাগজ চিকন করে কেটে নিয়ে গাড়িতে আঠা দিয়ে লাগিয়েছি।

ধাপ-৯

20210912_144018.jpg

20210912_144759.jpg

এই পর্যায়ে কার্টিন বক্স কে কম্পাস দিয়ে গোল করে কেটে নিয়েছি চাকা বানানোর জন্য। একটি পিন দিয়ে ছিদ্র করে নিয়েছি. গাড়ির নিচে চাকা আটকানোর জন্য শক্ত কাগজ ভাজ করে নিয়েছি।

ধাপ-১০

20210912_145238.jpg
এই পর্যায়ে আঠা দিয়ে শক্ত কাগজ গাড়ির নিচে লাগিয়েছি যাতে শলা আটকে থাকতে পারে। এরপর গাড়ির চাকা লাগালেই আমাদের গাড়ি বানানো শেষ হবে।

ধাপ-১১

20210912_145835.jpg

চাকা লাগানোর মাধ্যমে আমাদের গাড়ি বানানো শেষ।

মূলত গাড়িটি আমি বানিয়ে আমার ভাতিজার জন্য। সে গাড়ি পেয়ে অনেক খুশি। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি।

প্রজেক্টম্যাচের বক্স দিয়ে গাড়ি
ক্যামেরাSamsung galaxy S6
Photo by@abidatasnimora

received_1699772656872624.jpeg

আমিন@abidatasnimora@amarbanglabog পরিবারে একজন সদস্য হতে পেরে খুব আনন্দিত। আমি মুলত গল্প,উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ ইদানীং রান্না,ছবি আঁকা ও কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে পছন্দ করি। এছাড়া আমি একজন সমাজ সচেতনত নাগরিক হিসাবে সমাজের বিভিন্ন যৌক্তিক বিষয়ে ব্লগিং করতে ভালবাসি।
Sort:  

একজন মানুষের মাঝে কত সৃজনশীলতা থাকতে পারে সেটা আপনাকে দেখে স্বচ্ছ ধারণা পেলাম আপু। অনেক সুন্দর বানিয়েছেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। পাশে থাকবেন

এরকম করে কখনো চিন্তাও করে দেখিনি।জীবনে কত ম্যাচের বাক্স দিয়ে হান্ড্রেড খেলেছি, সেগুলো দিয়ে যদি এরকম গাড়ি বানাতে পারতাম তাহলে একটা গ্যারেজের মালিক হয়ে যেতাম🙂।
আপনি আপনার হাতের দক্ষতা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন।সেই সাথে আপনার সাংঘাতিক বুদ্ধি।অনেক সুন্দর হয়েছে আপু।অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আমার গ্যারেজ থেকে গাড়ি ফ্রীতে নিয়ে যেতে পারেন।

 3 years ago 

ম্যাচের বক্স দিয়ে গাড়ি তৈরি অনেক সুন্দর হয়েছে। আপু আপনি তো অনেক সুন্দর গাড়ি তৈরি করতে পারেন। আমাকেও একটা বানিয়ে দিয়েন আপনার গাড়ি আমার অনেক পছন্দ হয়েছে। আপনার জন্য শুভকামনা

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। নিয়ে নেন এইটায়

 3 years ago 

খুশি হলাম আপু আপনাকে ধন্যবাদ

খুব সুন্দর হয়েছে আপু খেলনা গাড়িটি।আগে ম্যাচ বক্স দিয়ে মোবাইল বানাতাম।এখন আর এইসব নিয়ে চিন্তা করা হয় না। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

আমরা ছোট সময়ে এগুলো অনেক বানিয়ে খেলা করতাম।আপনার পোস্টটি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলো।আসলে শৈল্পিকতার ছোয়া না থাকলে এই রকম জিনিস তৈরি করা সম্ভব না।খুবই সুন্দর হয়েছে ম্যাচ বক্স দিয়ে তৈরি গাড়িটি।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর হয়েছে তো।আমাদের আশেপাশে পরে থাকা ছোট ছোট পরে থাকা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব এটা তার একটি উদাহরণ। আপনার উপস্থাপনা ভালো ছিল।শুভকামনা ❤️❤️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ঠিক বলেছেন।

 3 years ago 

বেশ মজার তো। আমার ভাই ঈশান যা গাড়ি পাগল,, ভাবছি ওকেও একটা এভাবে বানিয়ে দেবো 😊😊🥰

 3 years ago 

হ্যা বানাই দিয়েন খুশি হবে। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ম‍্যাচের বক্সের অসাধারণ একটি ব‍্যবহার। ম‍্যাচের বক্স ব‍্যবহার করে এইরকম একটি গাড়ি খুব ভালো তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা।।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার সু কৌশল এর মাধ্যমে ম্যাচ দিয়ে গাড়ি তৈরি করেছেন। আসলে সত্যি বলতে আমার মাথায় কোনদিন এমন ভাবনা আসে নাই, ম্যাচ দিয়ে গাড়ি তৈরি করা সম্ভব। খুবই সুন্দর হয়েছে দেখতে গাড়িটি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

আপু ম্যাচের বক্স দিয়ে গাড়ি তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61078.25
ETH 2671.36
USDT 1.00
SBD 2.51