অগোছালো জীবন-৩ (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্য সুস্বাস্থ্য কামনা করে আজ আমি শুরু করছি আমার অগোছালো জীবন তৃতীয় পর্ব।

sunset-g0fb06c39b_1920.jpg

Image Source

siam,.png

এই জগত সংসারে প্রতিটি মানুষ চায় তাদের জীবনকে এক সুতোয় গাঁথতে, গোছালো জীবন যাপন করতে কিন্তু বিভিন্ন ধরনের বাধার কারণে, বিপদের কারণে আমাদের জীবনের গতি থেমে যায়। সেই গতিকে চলমান রাখতে আমরা সর্বদা ব্যস্ত থাকি। আমরা সর্বদা অর্থ ক্ষমতা মর্যাদা অর্জন করার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে থাকি কিন্তু যে অর্থ ক্ষমতার পেছনে যদি মানুষের কল্যাণ না থাকে তা অর্থহীন। যতই অর্থের মালিক হোন না কেন আপনার অর্থ দিয়ে যদি কোনো মানুষের সেবার কাজে না আসে বরং ক্ষতিই বেশি হয় তাহলে আপনি পাপীষ্ঠ। অর্থ, ক্ষমতা দিক দিয়ে আপনি নিজেকে আবদ্ধ করে রাখেন তাহলে আপনি দরিদ্র। আপনার ভিতরে যদি মানুষত্ব ছায়াটুকু না থাকে তাহলে আপনি অধম ।

stone-gc4555641c_1920.png
Image Source

siam,.png

আপনার এই মাংসস্তূপ শরীর নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন শুধু বিনা কারণে এই দেহটা কে বাঁচানোর জন্য আপনার যত আয়োজন। আপনি যদি অসত্য জীবনযাপন করেন অন্যায় কে প্রশ্রয় দিয়ে থাকেন তাহলে আমি বলব আপনার এই জীবনের কোন আবশ্যকতা নেই। আপনার হৃদয় যদি অন্যায় বিরুদ্ধে সোচ্চার না হয়, বিদ্রোহী না হয়ে ওঠে মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দেয় তাহলে আপনি অত্যন্ত নিম্নমানের অধিকারী বলে আমি মনে করি। আবার আমাদের মাঝে আর একজন মুখোশধারী লোক আছে যারা সারাদিন মানুষের কল্যাণ কামনা করে নিজেকে মানুষের জন্য মানব সেবার জন্য নিবেদিতপ্রাণ হিসেবে বলে বেড়ায় কিন্তু দিনশেষে নিজেরাই অন্যের থেকে কি ঘুষ নেয়। অন্ধকারের মানুষের মন সব সময় কলুষিত থাকে। মানব জীবনের অর্থ কি? সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করা। আমাদের মাঝে এক শ্রেণীর লোক আছে যারা নিজেকে সত্যের জন্য বিলিয়ে দিচ্ছেন। প্রতিবেশীর অধিকার নির্দেশনা হন নিজের চরিত্রকে যদি পবিত্র করতে পারেন তাহলে আমি বলব আপনার অর্জন বৃথা যাবে। আপনি মানুষকে কঠিন কথা বলতে একটুও লজ্জা বোধ করেন না। আপনার হৃদয় কেঁপে ওঠে না আপনাকে দিয়ে কখনই মানুষের কল্যাণ হবে না।

woman-g47fe52adf_1920.jpg
Image Source

siam,.png

আমাদের নিজেদেরকে এমন হওয়া উচিত যে সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য মনস্থির করতে হবে। অন্যকে নিয়ে পরে থেকে নিজের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানে হয় না। আমি যদি কোন পথ না থাকে তবে আপনি নিজে একটি পথ তৈরি করে নিতে পারেন এই চেষ্টাটুকু অন্তত আপনাকে করতে হবে। আপনার জীবনকে উন্নত করার কোন পথে যেন নিরুদ্ধ না হয়ে থাকে আপনি জীবনে যে সুযোগ পাবেন সেটা কে কাজে লাগিয়ে যেন আপনি উপরে উঠতে পারেন সে বাসনা থাকতে হবে। নিজেকে উচ্চ কাতারে নিয়ে যাওয়ার আগ্রহ থাকতে হবে যে আগ্রহ শত বাধাই যেন থমকে না দাঁড়ায়। আমাদের মন-মানসিকতা এমন হওয়া উচিত যে আমার যখন কোন কাজ করব সেই কাজের যদি পাপ না থাকে অন্যায় না থাকে সেই কাজ করতে কখনোই কুন্ঠাবোধ করবোনা, পিছপা হব না কিন্তু আমাদের মাঝে অনেকে আছে যারা সৎ কাজ করতেও লজ্জা বোধ করে।
তারাই আবার অন্যায় অবিচার করতে কখনো পিছপা হয় না অতি উৎসাহের সহিত অন্যায় কাজ করে যেন, পাপ করে তারা আত্ম তৃপ্তি পায়।

siam,.png

এখনো মহৎ ব্যক্তির আছে বলেই কিছুটা হলেও সবকিছু ঠিকঠাক ভাবে চলছে বলে আমরা মনে করে থাকি। যারা মহৎ স্বভাবের অধিকারী তারা কখনোই মানুষের ব্যথা দেখে অন্যায় দেখে চুপ করে থাকতে পারে না। অন্যের ব্যথা থেকে তাদের হৃদয় কেঁপে উঠে। তাদের মন অস্থির হয়ে ওঠে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সেবা করার জন্য। তাদের কাছে অপরিচিত দুঃখী মানুষটাই আত্মীয়র সমান। মানুষের মনকে যে ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে তার মনকে দুর্বল করে সে অত্যন্ত দরিদ্র ,হীন।

আমাকে বলেন তো মানুষ মানুষের মধ্যে পার্থক্য কি?

চলবে..........

ধন্যবাদ

@abidatasnimora

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

আমরা সর্বদা অর্থ ক্ষমতা মর্যাদা অর্জন করার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে থাকি কিন্তু যে অর্থ ক্ষমতার পেছনে যদি মানুষের কল্যাণ না থাকে তা অর্থহীন।

আপু আপনি একদম ঠিক বলেছেন। আমরা সব সময় অর্থের পিছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পরেছি। তবে সেই অর্থ যদি মানুষের কল্যাণে কাজে না লাগে তাহলে সেই অর্থের কোন মূল্য নেই। এই পৃথিবীতে প্রতিটি মানুষ যে যার মতো করে ব্যস্ত জীবন পার করছে। কেউ বা অর্থের পেছনে দৌড়াচ্ছে আবার কেউবা ক্ষমতার পিছে দৌড়াচ্ছে। অর্থ এবং ক্ষমতা এগুলো যদি মানুষের কল্যাণে কাজে না আসে তাহলে সেই অর্থ এবং ক্ষমতার কোনো মূল্য নেই। সবকিছু মূল্যহীন। আপু আপনার লেখা পড়ে খুবই ভালো লাগলো। আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

একদম সঠিক মন্তব্য করেছেন। আমার খুব ভালো লেগেছে আপনার মন্তব্যটি পড়ে। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64768.36
ETH 3436.88
USDT 1.00
SBD 2.51