বাড়ির কাজঃ একটি গরুর চিত্র অঙ্কন | 10% beneficiaries for @shy-fox
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন।আমিও ভালো আছি। শত ব্যস্ততার মাঝেও আমি সব সময় আমার পরিবারের সাথে থাকার চেষ্টা করি। তবুও কিছুদিন হলো আমার প্রিয় পরিবারে সাথে সব সাময় থাকতে পারছি না জন্য খারাপ লাগছে। আজ আমি দাদার দিক নির্দেশনা দেওয়া একটি গরুর স্কেচ তৈরি করেছি।
উপকরণ
- কাগজ
- পেন্সিল
- রাবার
- স্কেল
প্রথম ধাপ
প্রথমে স্কেল দিয়ে ক্রস চিহ্ন করে নিয়েছি
দ্বিতীয় ধাপ
এই পর্যায়ে আমি গরুর মুখ অংকন করার জন্য গোল করে দাগিয়ে নিয়েছি।
তৃতীয় ধাপ
এই পর্যায়ে দাদার মত করে নাকের জন্য দুটি পেন্সিল দিয়ে গোল দাগ করে নিয়েছে।
চতুর্থ ধাপ
এই পর্যায়ে চোখের জন্য দুটি গোল দাগ করে নিয়েছি
পঞ্চম ধাপ
এই পর্যায়ে দাদার দেখানো পদ্ধতিতেই চোখ অংকন করে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এই পর্যায়ে গরুর শিং অংকন করার জন্য পেন্সিল দিয়ে একে নিয়েছি।
সপ্তম ধাপ
এই পর্যায়ে দাদার দেখানো পদ্ধতিতেই গরুর কান অংকন করে নিয়েছে
অষ্টম ধাপ
এই পর্যায়ে ক্রস চিহ্নটি রাবার দিয়ে মিশিয়ে দিয়েছি
নবম ধাপ
এই পর্যায়ে আমি দাদার দেখানো পদ্ধতি অনুসরণ করেই গরুর চোখ গোলাকার করে নিয়েছি এবং মুখের পুরো আকৃতি দিয়েছি। পুরো স্কেস পেন্সিলের কালো রং করেছি ।
ফাইনাল চিত্র
DIY | একটি গরুর স্কেচ আর্ট |
---|---|
আর্ট | @abidatasnimora |
Camera | Samsung galaxy S6 |
অনেক সুন্দর হয়েছে গরুর মুখ। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আমি প্রথমে দেখে ভাবছি খুবই জটিল কিন্তু পড়ে দেখলাম এটা খুবই সহজ।আপনার আঁকানো দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর গরু আঁকার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ বৌদি। সুন্দর মন্তব্য করেছেন আর আপনার ভাল লেগেছে শুনে খুব খুশি হলাম।
খুব সহজ অঙ্কন পদ্ধতির মাধ্যমে গরুর চিত্রটি অঙ্কন করেছেন আপনি আপু। চিত্র টি অনেক সুন্দর হয়েছে ।অংকন ধাপগুলো সহজভাবে দেখিয়েছেন আমাদেরকে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
গরুর মুখচিত্র অংকন অসম্ভব সুন্দর হয়েছে। পেন্সিল দিয়ে খুব ভালো দক্ষতা দেখতে পেলাম আপনার কাছ থেকে। আপনার উপস্থাপন গুলো ভালো ছিল। শুভকামনা রইল আপনার জন্য আপু। ♥️♥️
আপনি সুন্দর মন্তব্য করেছেন এই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুব সুন্দর করে আপনি গরুর চিত্রটি অঙ্কন করেছেন আপু। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমিও চেষ্টা করব এটি তৈরি করার। আপনি আপনার উপস্থাপনা অনেক সুন্দর করে করেছেন। প্রতিটি ধাপ একদম স্পষ্ট করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ।শুভকামনা রইল আপনার প্রতি
একটি গরুর চিত্র অংকন অনেক সুন্দর হয়েছ। বিশেষ করে গরুর কান দুটি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ!! খুবই চমৎকার হয়েছে আপনার গরুর চিত্রাংকন টি। আপনার প্রথম ছবিটি দেখে মনে হচ্ছিল এটি বেশ জটিল একটি কাজ। কিন্তু আপনি ধাপে ধাপে ছবির মাধ্যমে খুবই সহজভাবে কাজটি করে দেখিয়েছেন। আপনার প্রতিটি ধাপ অসাধারণ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আগামীর জন্য রইল শুভকামনা।
আপনি সুন্দর মন্তব্য করেছেন আপনাকে ধন্যবাদ।
আপু আমি সারা ছবি জুড়ে পুরা গরুটাই খুঁজে চলেছি গরুর পা লেজ সেগুলো কোথাও খুঁজে পাচ্ছি না আমি তো মনে করছি আপনি পুরোটাই এঁকেছেন পরে দেখলাম যে আপনি দাদা যেটুকু এঁকেছে আপনি তার থেকে সামান্য একটু বেশি এঁকেছেন ভালো হয়েছে। আপনারা আঁকাটি দাদার মতো করেই খুব সুন্দর ধাপে ধাপেই এঁকেছেন। শুভকামনা রইল।
আপু আমি শুধু ফেস টাই অঙ্কন করেছি আর কিছু না। আমি ভাবছি দাদা শুধু মুখটাই করতে বলেছেন।
আপনার বাড়ি কাজটি খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে গরুর চিত্রটি অঙ্কন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
খুব সুন্দর একটি গরুর চিত্র অঙ্কন করেছেন দেখতে চমৎকার লাগছে। আপনি উপস্থাপনা করেছেন অনেক সুন্দর আপনার জন্য শুভকামনা রইল
খুব সুন্দর ছিলো আপু, আপনার আর্ট করার ধরণ টা আমার খুব ভাল লাগছে, rme দাদা মনে হয় এভাবে একবার দেখিয়েছিলো। খুব সুন্দর ছিলো আপু। শুভ কামনা রইলো আপনার জন্য।