#শারদীয়া কনটেস্ট(নবমী) -রেনডম ফটোগ্রাফি-২ || 10% beneficiaries for @shy-fox
ফটোগ্রাফি-১
প্রথমে ঢুকেই আমি গেট দেখে মুগ্ধ। এতো সুন্দর করে সাজানো হয়েছে সাথে আলোকসজ্জা । সাথে ছবি তুলে নিলাম।
ফটোগ্রাফি-২
w3w
এরপর একটু ভিতরে ঢুকেই আমাদের চোখের সামনে বিশাল মন্ডব চোখে পড়ল। অনেক ভীর থাকা সত্ত্বেও সুন্দর করে ছবি তোলার জন্য অর্পিতাকে নিয়ে এগিয়ে গেলাম।
ফটোগ্রাফি-৩
w3w
অর্পিতাকে নিয়ে একেবারে সামনে গিয়ে এই ছবিটি তুলেছি। যেহেতু আলোর ছড়াছড়ি। তাই ছবিগুলো ভালোই আসতেছিল।
ফটোগ্রাফি-৪
w3w
এই ছবিটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে।
ফটোগ্রাফি-৫
w3w
এই পর্যায়ে নিরাপত্তায় যারা নিয়জিত ছিল তারা অনুরোধ করছিল এক জায়গায় দাঁড়িয়ে না থাকতে তাই শেষ ছবিটি তুললাম মা দূর্গার।
ফটোগ্রাফি-৬
w3w
যেহেতু এটি কালিমন্দির তাই পাশেই খুব সুন্দর করেই দেবি কালীর মন্ডব সাজানো হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
ফটোগ্রাফি-৭
w3w
এরপর মন্ডব থেকে বের হতেই আমরা কালীমন্দিরের পদ্মবিলে দেবী দূর্গা ও শীবের ছবি দেখতে পেলাম। খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। তাই ছবিটি তুলে নিলাম।
ফটোগ্রাফি-৮
w3w
পদ্মবিলের পাশের মা দূর্গের সুন্দর ছায়া ছবি টাঙানো আছে। সবাই সেখানে ফটোসেশান করছে।
মন্দিরের নাম | শ্রী শ্রী রমনা কালী মন্দির |
---|---|
সভাপতি | উৎপল শাহা |
সাধারণ সম্পাদক | সজিব বিশ্বাস |
পূজা পরিচালনা | পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী |
পূজার দিন | নবমী |
তারিখ | ১৪ অক্টোবর |
সময় | সন্ধ্যা ৬.৩০ টা |
আয়োজক কমিটি | শ্রী শ্রী রমনা কালীমন্দির পূজা কমিটি |
ফটোগ্রাফার | @abidatasnimora |
Device | Samsung Galaxy S6 |
আপনার পোস্ট এর মধ্যে সুন্দর প্রতিমা দেখতে পারলাম ।ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ দাদা আপনাকে। ভালো লাগল
আপু অসাধারন ছবি তুলেছেন। খুব সুন্দর ছিল সুন্দর।বেস্ট ছিল যত গুলি দেখেছি। খুব সুন্দর সাজান ছিল। শ্রী শ্রী রমনা কালীমন্দির পূজা কমিটির আয়োজনে অসাধারন ভাবে অনুষ্ঠান্টি উদযাপিত করছে সবাই।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যর জন্য
আপু আপনার ফটোগ্রাফী সবসময় ই অনেক ভালো হয়।ছবি তুলার সময়ে লাইটিং এর ব্যাপারটা বেশ ভালো লেগেছে। ভালোই ঘুরলেন তাহলে আজ আপু।
হা বেশ ঘুরছি আমি।
আসলেই তুলনা হয় না আপনি এত সুন্দরভাবে ফটোগ্রাফি করেন। অনেক মানুষের ভিড়ের মধ্যেও যে আপনি নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন অসাধারণ। আপনার বন্ধুর সাথে আপনি অনেক সময় টুকু ইনজয় করেছেন। আপনারা দুজন সুন্দর সময় উপভোগ করেছেন। সবকিছু দারুন ছিল। শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য
খুব সুন্দর হয়েছে দেবীমায়ের মূর্তিটি।দেখে মন ভরে গেল।আসলে বাংলাদেশের দেবীমায়ের মূর্তিগুলো অসম্ভব সুন্দর করে যদিও আমাদের এখানে থীম, প্যান্ডেল ও আলোকসজ্জাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।ধন্যবাদ আপু।দেবীমা সকলের মঙ্গল করুন।
ধন্যবাদ আপু
আপু আপনার ছবি গুলো দারুণ হয়েছে এক কথায়৷ খুবি ভালো লাগলো ব্লগটি। অনেক শুভ কামনা রইলো।
আপু আপনার তোলা প্রতিমার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিশেষ করে লাইটিং এর কারণে ছবিগুলো আরো বেশি মন মুগ্ধকর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে