# সুখ কোথায় মনে নাকি মস্তিষ্কে? কুঁড়েঘরে নাকি অট্টালিকায় (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন? যতই দিন যাচ্ছে নিজের প্রতি প্রেশার বেড়েই যাচ্ছে। ১ সপ্তাহে ৫ টি রিপোর্ট সাবমিট করতে হবে। যাইহোক শত ব্যস্ততার মাঝেও আপনার কাছে না ফিরলে খুব একা একা লাগে। প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আজ আমি আপনাদের সাথে সুখ নিয়ে আলোচনা করব। একটা গান আছে মনে হয় -সবাই তো সুখি হতে চায় কেউ পায় কেউ পায় না।

আমরা কি সুখি? আসলে সুখ কোথায়? মনে নাকি মস্তিষ্কে? কুঁড়েঘরে নাকি অট্টালিকায়

20210918_112225.jpg
w3w

জীবন সে তো খরস্রোতা নদীর মতো কখনো সব কিছু ভাসিয়ে নিয়ে যায় অতল সমুদ্রের বুকে,স্বপ্নগুলো উড়িয়ে নিয়ে যায় ঝড় হাওয়ার মতো। আবার কখনো স্রোতহীন নদীর মতো হাহাকার করে, যার বুক হয়ে মরুভূমির মতো রুক্ষ। আমি বলতে চাচ্ছি আমাদের জীবনের কথা, সুখ-দুঃখের কথা। নদীর মতো আমাদের জীবন কখন ভাঙ্গে আবার কখনো গড়ে। আমাদের সমাজে কয়েক ধরনের মানুষ রয়েছে যাদের মধ্যে কেউ সমাজের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে আবার কেউ সর্বনিম্ন।কেউ সামান্য পেয়েই সুখি কেউ ঐশ্বর্যের খনি পেয়েও অসুখী। কেউ পরিবার পেয়ে সুখি কেউ একা থেকেও সুখি। আজ আমি আপনাদের সাথে দুইরকম মানুষের জীবন নিয়ে কথা বলব।

আমাদের সমাজে দুই শ্রেণির মানুষ রয়েছে

  • ১০ ভাগ মানুষ পৃথিবীর ৯০ শতাংশ মানুষের সম্পদ ভোগ করছে।
  • অপরদিকে ৯০ শতাংশ মানুষ ভোগ করছে পৃথিবীর ১০% সম্পদ।
আমার এই কথার পিছনে কিছু যুক্তি আছে কারন আমি বলব সুখের গল্প। আসলে সুখ কোথায় বলতে পারেন - আপনার মনে? মস্তিষ্কে? আমাদের কারো কাছেই এর সহজ উত্তর নেই । আমার কাছেও নেই। কিন্তু প্রতিটি ব্যক্তি সুখ খোঁজে তার নিজস্ব চিন্তা ধারায়। কেউ দিনে লক্ষ টাকা আয় করেও সুখি নয় আবার কেউ ১০০ টাকা আয় করেও পরম সুখ লাভ করে। এগুলো আসলে সাইকোলজিকাল ব্যাপার। প্রত্যকের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, আদর্শিক চিন্তা ভাবনা থাকে। সেই মোতাবেক জীবন পরিচালনা করতে চেষ্টা করে । আমার যেহেতু অনেক সম্পদ আছে আমার সুখের সজ্ঞাটা আলাদা আবার আমার যদি অল্প সম্পদ থাকে তখন সুখের সজ্ঞাটাও হবে অন্যরকম। কিন্তু আমাদের মূখ্য উদ্দেশ্য কিন্তু সুখ।

20210918_111907.jpg
w3w

উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি এক দিনমজুর রিক্সাচালকের ছবি। যিনি কিনা রৌদ্রে, মুক্ত বাতাসে, পরম সুখে তার রিক্সার উপর শান্তিতে ঘুমিয়ে আছেন। অর্ধেক বেলা ১০০ টাকা রোজগার করে গাছের শীতল ছায়া তলে নিজস্ব স্বপ্নে বিভর, না আছে লক্ষ টাকার স্বপ্ন না আছে বৃহৎ অট্টালিকার। অথচ আপনি আমি এসির বাতাসে শিমুল তুলার গদিতে কি এমন ঘুম ঘুমাতে পারি। তারা রাস্তার পাশে ২০ টাকা দিয়ে খাবার খেয়ে যে তৃপ্তি লাভ করে আপনার আমার পক্ষে ফাইভ স্টারে বসেও সেই তৃপ্তি লাভ করা হয়তো সম্ভব না। তারা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে খাবার খেয়ে যে সুখ লাভ করে আপনি আমি পরিবার নিয়ে লক্ষ টাকা খরচ বিলাসবহুল হোটেলে খেয়েও সেই সুখ অনুভব করিনা। আসলে সুখ কোথায় কুঁড়েঘরে নাকি অট্টালিকায়!!

20210930_165209.jpg

w3w

এটি একটি সুখি দম্পতির ছবি।তুলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কি বুঝলেন ছবিটি দেখে? এই ছবির পিছনের গল্পটি অনুভব করার চেষ্টা করুন সুখের সজ্ঞা খুঁজে পাবেন। স্বামী-স্ত্রী সাথে দুই সন্তান। তাদের মাঝে কি এক ভালবাসা, একে অপরকে সহযোগিতা করা। তারা দিন সর্বোচ্চ ২০০ টাকাও বিক্রি করতে পারেনা কিন্তু তাদের মনে হতাশার ছাপ নেই আপনার আমার মতো অন্যকে ঠকিয়ে উপরে উঠার স্বপ্ন। তাদের স্বপ্ন একটায় দিনটা যেন এক সাথে থাকতে পারি। স্ত্রী বিক্রি করছে স্বামী পাশে শুয়ে থাকা শিশু বাচ্চাকে পরম আদলে হাতপাখা দিয়ে বাতাস করছে। আর আমরা সারাদিন শত ব্যস্ততার মাঝে পরিবারকে একটুখানি সময় দিতে পারি না। হাজারো অজুহাত দ্বার করায়। রাতে অফিস থেকে এসে দেখি বাচ্চা ঘুম সকালে অফিসের যাওয়ার সময় বাচ্চা ঘুম। লক্ষ টাকা ইনকাম করেও কি আপনি আপনার সন্তানের, পরিবারের সুখ কিনতে পেরেছেন। হা আপনি হয়তো অট্টালিকায় থাকেন সুখ কিন্তু সেখানে থাকেনা তাকে আপনার মস্তিষ্কে। আপনি সন্তানকে এসির বাতাসে রেখেও মুখে হাসি ফোটাতে পারেন না কিন্তু তারা হাতপাখায় চরম সুখ লাভ করে। আপনার বছরে হাজার হাজার টাকার মার্কেট করতে হয় আর তাদের একটি জামা পেলেই আনন্দে আত্বহারা হয়ে যায় । আসলে সুখ কোথায় টাকায় নাকি এক ফালি হাসিতে?

আসলে সুখ কোথায় মনে নাকি মস্তিষ্কে? কুঁড়েঘরে নাকি অট্টালিকায়?

কন্টেন্টসুখ
ক্যামেরাSamsung galaxy S6
ছবি@abidatasnimora
অবস্থানঢাবি ক্যাম্পাস

received_1699772656872624.jpeg

আমি @abidatasnimora একজন শিক্ষার্থী। স্বাধীনচেতা,মুক্তচিন্তা, বাকস্বাধীনতায় বিশ্বাসী। বই পড়া, ব্লগিং করা ও ভ্রমণ করতে ভালবাসি। নিজের উপর বিশ্বাস রেখে অগ্রসর হই। @amarbanglablog কমিউনিটি আমার পরিবার এটি সম্পূর্ণভাবে মনে ধারণ করি।

Sort:  
 3 years ago 

অসাধারণ একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন আপু। আসলে সুখ টাকায় মেলে না, আত্মতৃপ্তি উপর নির্ভর করে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট,সুখ এটি আমাদের মনেই থাকে আর কুঁড়েঘর টাতেই সুখের ছায়া থাকে। হাজার কিছু থাকলেও মনে সুখ না থাকলে অবশ্যই আপনু সুখি নন।তাই মনের সুখ টাকেই প্রাধান্য দিব 🤩

 3 years ago 

সুখের বাস অবশ্যই আমাদের মস্তিষ্কে। সুখের জন্য খুব সাধারন একটি ফর্মুলা আছে। যেটি আমরা সবাই জানি কিন্তু কেউ মানিনা। অল্পে যে তুষ্ট হয় সেই সুখী। চমৎকার লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া

সুখ যে কোথায় তা আমরা খুজেই পাইনা অথচো আপনি কিছু সুখি মানুষদের চিত্র সামনে তুলে ধরেছেন। তাদের ঘুম দেখেই মনে হচ্ছে তারা শুক্রিয়া আদায় করতে জানে।

আপনার পজেটিভ মানসিকতা সারা জীবন যেন বুকে লালন করতে পারেন দোয়া রইলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 

অপু আপনার লেখা গুলো অসাধারণ হয়। কী সুন্দর আলোচনা করলেন। সত্যি সুখ এমন একটি বিষয় যা সবার কপালে থাকে না।
একজন ভিক্ষুক আকাশের নিচে ঘুমাই। একজন লাখপতি হাজার হাজার টাকার ঔষধ খেয়েও রাতে ঘুমাতে পারে না। প্রকৃতপক্ষে দিন শেষে কিন্তু ঐ ভিক্ষুকই সুখি। খুব ভালো বিষয়ে লিখেছে আপু।।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন আপু। আসলে সুখ মানুষের মনেই বিরাজ করে। যে অল্প তেই সুখী হতে জানে, দুঃখ,কষ্ট তাকে সহজে গ্রাস করতে পারে না। আর যে অল্পে তুষ্ট হতে পারে না, সে কখনোই প্রকৃত সুখ অর্জন করতে পারে না।

 3 years ago 

আমার মনে হয় যে যেভাবেই দিনযাপন করে সে সেভাবেই সুখী।কিন্তু এই চরম বাস্তবতাকে কেউ মানতে চান না।খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যার যে সম্পদ আছে তাই নিয়ে যে সুখি হতে পারে তাহলে অবশ্যই সে সুখী ব্যক্তি। খুবই সুন্দর হবে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আপনকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64118.79
ETH 3390.14
USDT 1.00
SBD 2.51