কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি আপনাদের সাথে বসন্তের এই প্রতিযোগিতা উপলক্ষে বসন্তের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। বসন্ত এমন একটি ঋতু যখন ফুলে ফুলে ভরে যায় আমাদের আশেপাশে। আমরা সবাই জীবনকে বসন্তের মতো করে সাজাতে চাই এর অর্থ হচ্ছে বসন্ত ঋতুর যতটা সুন্দর আমাদের জীবন কেউ ততটাই সুন্দর করে গড়ে তুলতে চাই। বসন্তের দখিনা বাতাস আমাদের মনকে যেভাবে দোলা দেয় ঠিক সেইভাবে জীবনকে রাঙ্গিয়ে তুলতে চাই আমরা। বসন্ত আসলেই মনে পড়ে যায় সুফিয়া কামালের তাহারেই পড়ে মনে কবিতার কথা। হে কবি আজ নীরব কেন বসন্ত এসেছে ধরায়। অর্থাৎ বসন্ত আসলে কবিরা তাদের মনের আবেগ ভালোবাসা দিয়ে কবিতা লিখতে বসে। প্রেমিকা তার প্রেমিকের অপেক্ষায় প্রহর গুনে । দিনশেষে বসন্তের মতো করেই আমরা আমাদের সময়টাকে উপভোগ করতে চাই। বসন্ত ঋতু আসলে আমাদের চারপাশে অন্যরকম হয়ে যায়, ফুলে ফুলে ভরে যায়, আবহাওয়া টা হয়ে যায় না গরম না শীত। তবে চলুন এই বসন্তের সময় ফোটা কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি।






W3W
বসন্তের ফোঁটা এই ফুল গুলোর নাম হচ্ছে সারফিনিয়া। |
এই ফুলগুলো সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে। এগুলো অনেকটাই মাইকের মত। সারফিনিয়া ফুল বারান্দায় ঝুলন্ত অবস্থায় রাখলে খুব সুন্দর দেখায়। এটি একটি গন্ধযুক্ত ফুল।
এই ফুলের কান্ড 2 মিটার পর্যন্ত হতে পারে এবং ফুলের ব্যাস ২-৪ সেমি পর্যন্ত হয়ে থাকে। সাদা, গোলাপি, নীল বেগুনী সহ বিভিন্ন রঙ্গের হয় । ফুল সূর্যের আলো অথবা অল্প সূর্যের আলোয় ফোটে ।


W3W
বসন্তে ফোটে ফুলের নাম ফ্লক্স ড্রামন্ড । |
এই ফুলগুলো সাধারণত আমাদের দেশে দেখে তেমন দেখা যেত না। কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় এই ফুলগুলো দেখা যায়। খুব সুন্দর হরেক রকমের ফুলগুলি আমার বেশ ভালো লাগে। এই ফুল সাধারণত ৩ সেন্টিমিটার পর্যন্ত এবং এর শাখা অনেকটা শক্তিশালী হয়। একসাথে বিভিন্ন কালারের ফুল হওয়ায় বাড়ির বেলকনি বারান্দায় অসম্ভব সুন্দর যেমন করে।


W3W
ফুলটি জিনিয়া শ্রেণীর অন্তর্গত। আবার এই ফুলটি বাহারি রঙের ফুল হিসাবে পরিচিত। এই ফুল ২০ রকমের হয়ে থাকে।
এটি একটি বিরুৎ প্রজাতির উদ্ভিদ। এটি সাধারণত শীত ও বসন্ত কাল জুড়ে ফুটে থাকে। এই ফুল ২০ থেকে ৩০ ডিগ্রী তাপমাত্রা সহনীয় একটি ফুল।সাদা, গোলাপী, নীল,বেগুনি সহ অনেক রঙের হয়ে থাকে।




W3W
এই ফুলের নাম কসমস বিপিনাটাস । |
কসমস বিপিনাটাস ফুলটি দেখতে অনেক সুন্দর। ফুল সাধারণত শীতকালে থেকে বসন্তকাল পর্যন্ত দীর্ঘায়িত হয়। এটি কসমস প্রজাতির একটি ফুল। এই ফুলের গাছের উচ্চতা 2 থেকে 4 ফুট পর্যন্ত হয়ে থাকে। কসমস ফুল সাদা , বেগুনি গোলাপি রঙের হয়ে থাকে।।এই ফুলের পাতার কিনারা খাজকাটা লম্ব হয় ,তাপমাত্রা ২৪° ।এই ফুল অঙ্কুরোদম হতে ৭-১০ দিন সময় লাগে ।এই ফুল ৬০-৯০ দিনের মধ্যে ফুল দেয় ।




W3W
এই ফুলের নাম ক্যালেন্ডুলা অফিসিলিয়ালিস । |
এটি একটি বিরুৎ জাতীয় উদ্ভিদ । এই ফুলটিও শীতকাল বসন্তকাল জুড়ে ফুটে থাকে । এই ফুলের কাজ 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা।এছাড়াও পাতা লম্বা ক্রমশ মসৃন হয়ে থাকে।
গোড়ায় কান্ড জড়িয়ে থাকে।এই ফুল লাল,কমলা হলুদের বর্ণের হয়ে থাকে ।সাধারণত লম্বা ডাটার মাথায় ফুল ফোটে ।


ফুল মানেই সুন্দর এবং মিষ্টি। সব গুলোই ফুল দেখতে ভালো লাগছে।আসলে সবগুলা ফুলের কালার খুবই চমৎকার। ভালো ছিলো।আপনাকে কনটেস্ট এ গ্রহণের জন্য শুভেচ্ছা রইল
এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার তোলা বসন্তের ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। আপনার এই ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে অনেক নাম না জানা ফুল এর সঙ্গে পরিচিত হলাম এবং আপনি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি একদম নিখুঁত ভাবে এবং স্পষ্ট ভাবে তুলেছেন এটি সত্যিই অসাধারণ। ধন্যবাদ আপনাকে।
আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া। শুভকামনা রইল।
ওয়াও আপু আপনি খুব সুন্দর ফটগ্রাফি আদেরাখে শেয়ার করছেন। ক্যলেন্ডুলা ফুল টা আমার কাছে অনেক সুন্দর লেগেছে।ফুলটি আগে আর দেখিনি। আপনা পস্ট এর মাধ্যমে অনেক অজানা ফুল সম্পর্কে জানলাম।আপনাকে ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
ওয়াও আপু আপনি খুব সুন্দর বসন্তের ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার তোলা সবগুলো ফুলের ছবি খুব সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার কাছে সুন্দর লেগেছে শুনে খুশি হলাম আপু। শুভকামনা রইল।
বাহ! আপনি অনেক প্রকার ফুল নিয়ে অংশগ্রহণ করছেন দেখে খুবই ভালো লাগলো।প্রতিটা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমার কাছে কসমস ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লাগছে। সব মিলিয়ে ভালো একটি পোস্ট করছেন দেখা যাক ফলাফল কি হয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
আপনার কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগল। শুভকামনা রইল।
সাদা জিনিয়া ফুলটাকে বেশি সুন্দর লাগছে । বাকি ছবি গুলোও ভালোই তুলেছেন । শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ফুল নাম শুনলেই ফুলের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে ফুল। বসন্তের আগমনে আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটা ছবি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার এত সুন্দর মন্তব্য আমার অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
আপনাকে স্বাগতম আপু মনি 🥰
বসন্তের ফুলের দারুন সব ফটোগ্রাফি করেছেন আপনি কোনটা থেকে কোনটা কে ভালো বলব বুঝতে পারছি না বিশেষ করে খুব সুন্দর উপস্থাপনা করেছেন ফুলগুলো সম্পর্কে উপস্থাপনাটা পড়ে খুবই ভালো লাগলো শুভেচ্ছা রইলো আপনার জন্য
আপনি অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আমার কাছে প্রত্যেকটা ছবি খুব দারুণ লেগেছে। আপনি খুব ভালো ছবি তুলতে পারেন তো আপনার ছবি দেখেই বুঝা যাচ্ছে। এত অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।শুভকামনা রইল।
আপনিতো ফুলের অনেক সুন্দর ফটোগ্রাফি করলেন। আমার কাছে তো একই রকম দেখতে বিভিন্ন কালারের প্রথম তিনটি ছবিই অসাধারণ লাগলো। এমনিতেই আপনি প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করলেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে ফুলের বর্ণনা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗
ধন্যবাদ আপু আপনাকে। আপনি অনেক সুন্দর গঠনমূলক মন্তব্য করেছেন।