মজাদার বুটের হালুয়া রেসিপি (১০ ভাগ লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ)

in আমার বাংলা ব্লগ2 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি । আজ আমি আপনাদের সামনে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আমার রেসিপিটি হচ্ছে বুটের হালুয়া। দুইদিন আগে আমাদের একটি বরকতময় রাত পার হয়েছে যাকে আমরা বলি শবে বরাত। বা ভাগ্যর রজনী। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এই দিনটিকে ঘিরে এক ধরনের অনুষ্ঠান পালন হয়ে থাকে। সেখানে সাধারণত রুটি-হালুয়া দিয়ে তৈরি করা হয়। আমার ভাবি ঢাকায় থাকেন উনি আমাকে বাসায় যেতো বললেন। আমি মাঝে মাঝে ওখানেই থাকি । তো তিনি আমাকে ওই দিন যেতে বললে যেহেতু বাসায় থাকলে এই দিন বাসায় রুটি হালুয়া রান্না করতাম। সেখানে গিয়ে বুটের হালুয়া রেসিপি করলাম। বুটের হালুয়া রেসিপি অনেক মজাদার। এটি খেতে ভীষন সুস্বাধু । তবে চলুন আজ আমি আপনাদের সাথে বুটের হালুয়া রেসিপি কিভাবে করলাম তার শেয়ার করছি।

IMG-20220319-WA0013.jpg

siam,.png

প্রয়োজনীয় উপকরণ
রেসিপিবুটের হালুয়া
বুটের ডাল২৫০ গ্রাম
দারচিনিএকটি মাঝারি আকারের
এলাচ৪-৫ টি
তেজপাতা২/৩ টি
লবঙ্গ৩/৪ টি
ঘি১ টেবিল চামচ
চিনিস্বাদমতো
দুধহাফ কাপ
বাতাম-কিসমিসপরিমাণ মতো

siam,.png

ধাপ-১

IMG-20220319-WA0011.jpg

siam,.png

প্রথমে একটি পাত্রে ডালগুলো ২-৩ ঘন্টা ভিজিয়ে রেখেছি।

ধাপ-২

IMG-20220319-WA0000.jpg

siam,.png

এরপর প্রেসার কুকারে ডালগুলো নিয়ে তাতে মসলা গুলো দিয়ে দিয়েছি।

ধাপ-৩

IMG-20220319-WA0001.jpg

siam,.png

এরপর ডাল সেদ্ধ করে নিয়েছি

ধাপ-৪

IMG-20220319-WA0002.jpg

siam,.png

এরপর ভালোভাবে ডালগুলো পেস্ট করে নিয়েছি

ধাপ-৫

IMG-20220319-WA0003.jpg
siam,.png

এরপর একটি পাত্রে ঘি দিয়ে তাতে ডালের পেস্ট ঢেলে দিয়েছি

ধাপ-৬

IMG-20220319-WA0004.jpg

siam,.png

মিডিয়াম আঁচে নাড়তে থেকেছি যাতে করে পুড়ে না যায়

ধাপ-৭

IMG-20220319-WA0005.jpg

siam,.png

এরপর এতে চিনি দিয়ে দিয়েছি

ধাপ-৮

IMG-20220319-WA0006.jpg

siam,.png

লো মিডিয়াম আঁচে নেড়ে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়েছি

ধাপ-৯

IMG-20220319-WA0007.jpg

siam,.png

অন্য একটি পাত্রে সামান্য ঘি দিয়ে বাদাম কুচি করে ভেজে নিয়েছি

ধাপ-১০

IMG-20220319-WA0008.jpg

siam,.png

এরপর এতে দুধ দিয়ে দিয়েছি

ধাপ-১১

IMG-20220319-WA0009.jpg

siam,.png

ঘন‌হয়েএলে বাদাম কিসমিস দিয়ে দিয়েছি

ধাপ-১২

IMG-20220319-WA0010.jpg

siam,.png

আরো কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিয়েছি

ধাপ-১৩

IMG-20220319-WA0012.jpg

siam,.png

এরপর একটি ট্রে তে ঢেলে‌নিয়ছি

ফাইনাল ধাপ

IMG-20220319-WA0013.jpg

siam,.png

IMG-20220319-WA0013.jpg

siam,.png

এই পর্যায়ে কিছুক্ষন রুপ তাপমাত্রায় রেখে পরিবেশন করেছি।

ধন্যবাদ

@abidatasnimora


break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে মজাদার বুটের হালুয়া রেসিপি শেয়ার করেছেন আপু। যদিও এর আগে কোনদিন আপনার তৈরি করা এই রেসিপিটি খাওয়া হয়নি কিন্তু আপনাদের কিছু দেখে মনে হচ্ছে এটি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। রেসিপিটি তৈরির পর থেকে ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক মজাদার একটি বুটের হালুয়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও বুটের হালুয়া রেসিপি কখনো খাওয়া হয়নি তবে আপনার এই রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। এরকম ইউনিক ইউনিক রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে দেখতেও বেশ ভালই লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

হা ভাইয়া রেসিপিটি সত্যিই অনেক মজাদার ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শবে বরাতের রাতে হালুয়া খাওয়া হইছে। তবে আমি ভুটের হালুয়া খাই নাই কখনো। আশা করি একদিন খেয়ে দেখবো। আপনার বুটের হালুয়া পরিবেশন থেকে খুবই চমৎকার লাগছে। মনে হচ্ছে একটু খেয়ে পারলে মনটা শান্তি হতো। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া বুটের হালুয়া খাবেন অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুটের হালুয়া রেসিপি খুবই লোভনীয় হয়েছে আপু। বুটের হালুয়া আমি কখনো এর আগে তৈরি করিনি। আপনার এই রেসিপি তৈরি করা দেখে আমারও ইচ্ছে করছে বুটের হালুয়া রেসিপি তৈরি করতে। অনেক সুন্দর করে আপনি এই রেসিপি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু দারুন এই রেসিপি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনার মন্তব্য পড়লে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুটের হালুয়া খেতে আসলেই খুবই মজার। যেকোনো হালুয়া আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তবে এই হালুয়া টা অনেক বেশি সুস্বাদু হয়। আপনি এই বুটের হালুয়া তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার ভাল লেগেছে শুনে খুশি হইলাম শুভকামনা রইল।

 2 years ago 

বুটের হালুয়া রেসিপি অসাধারণ হয়েছে আপু। বুটের হালুয়া আমার খুবই পছন্দের একটি খাবার। আমাদের বাড়িতেও বুটের হালুয়া তৈরি করা হয়েছিল গতকালকে। বুটের হালুয়া খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার বাড়িতেও বুটের হালুয়া তৈরি হয়েছে শুনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

বুটের ডাল দিয়ে খুব সুন্দর করে আপনি হালুয়া বানিয়েছেন। এটি দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছে বিশেষ করে হালুয়া টাইপের খাবার আমার বেশি পছন্দ। আমি একবার ওমানে থাকাকালীন খেজুরের হালুয়া বানিয়েছিলাম, নিজে বানিয়ে সবাইকে খাইয়েছিলাম। এখন আপনার বুটের ডালের হালুয়া আমি প্রথম বারের মত দেখতে পাচ্ছি। রিস্টিম করে রাখলাম আপনার পোস্টটি। ফ্যামিলিকে বলে বানিয়ে খেতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বুটের হালুয়া আপনার পছন্দ শুনে খুবই ভালো লাগলো আমারও বেশ পছন্দ ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি অনেক সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে তো অনেক লোভনীয় লাগছে। মনে হচ্ছে খেতে অনেক সুন্দর হয়েছে। বুটের হালুয়া রেসিপি আপনি অনেক সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার বুটের হালুয়া ছবিটি দেখে বেশ লোভনীয় লাগছে। আপনি খুবই চমৎকার ভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ আপনাকে মজাদার বুটের হালুয়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু।

 2 years ago 

আপনি অনেক চমৎকার মন্তব্য করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু প্রথমে বলি আমিও ভেবেছিলাম যে বুটের হালুয়া তৈরি করব। কিন্তু কখনো আসলে তৈরি করে খাওয়া হয়নি, খেতে বা কেমন হয় সেই অভিজ্ঞতা ও নেই। তবে আপনার আজকের বুটের হালুয়া রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেতে। ছবি চমৎকারভাবে আপনার বুটের হালুয়া রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনিও বুটের হালুয়া তৈরি করবেন শুনে খুব ভালো লাগলো বুটের হালুয়া রেসিপি দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 49842.52
ETH 2229.37
USDT 1.00
SBD 2.00