বাংলাদেশ জাতীয় যাদুঘরে আমার কিছু ফটোগ্রাফি (10% beneficiaries for @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে এইটাও কামনা করছি যে সবাই যেন সাবধান থাকে সতর্ক থাকে নিজের প্রতি যত্নশীল হয়। আমরা সবাই সাধারণত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি পছন্দ করি। আর ঘোরাঘুরি করতে গেলে আমরা যে বিষয়টিকে বেশি গুরুত্ব দেই তা হচ্ছে ফটোগ্রাফি করা। তারপরে আমরা আমার বাংলা ব্লগ এর সাথে যুক্ত হওয়ার পর ফটোগ্রাফি যেন আমাদের নেশা হয়ে গেছে। যেখানেই যাই আমাদের মাথায় সর্বপ্রথম একটা জিনিস চলে আসে এইটার কিছু ছবি তুলে নেই। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজ থেকে প্রায় ২ মাস আগে বাংলাদেশের জাতীয় জাদুঘরে একটি মুভি দেখতে গিয়েছিলাম প্যারাসাইট। সে মুভি দেখার রিভিউ আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তখন আমি বেশ কিছু ফটোগ্রাফি করি জাতীয় জাদুঘরের বিভিন্ন সংগ্রহের। যদিও বাংলাদেশ জাতীয় জাদুঘরে ফটোগ্রাফি নিষিদ্ধ। তাই কয়েকটি ছবি আমি তুলেছিলাম। তবে আমার ফোনটি নষ্ট হয় সেই ছবিগুলো পরবর্তীতে আর পোস্ট করা হয়নি। তবে পুরাতন ফোন থেকে বেশ কয়েকটি ফটোগ্রাফি পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি ।আজ জাতীয় জাদুঘরের ফটোগ্রাফি শেয়ার করবো ।

যে বিষয়গুলো থাকবে ফটোগ্রাফিতে

  • সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার
  • মায়া হরিণ
  • কুমির
  • বক
  • নীল জ্বাল করার কড়াই
  • নকশা করা ঢেঁকি
  • মহাভারত ও রামায়ণ এর ক্ষুদ্রলিপি বই
  • পালঙ্ক
20220122_134306.jpg

siam,.png

বাংলাদেশ জাতীয় যাদুঘর ঢাকার সংগ্রহশালার ২য় তলায় গেলেই আমরা স্টাফ করা বিভিন্ন প্রানীর দেখতে পাই। তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার । এটি মুলত পৃথিবীর একমাত্র ম্যানোগ্রভ বন সুন্দরবনে দেখা যায়। এই সুন্দরবন বাংলাদেশ ও ভারতজুড়ে অবস্থিত । এই ডোরাকাটা বাঘ পৃথিবীর অন্য কোথাও সাধারণত দেখা যায়না। বর্তমানে বাংলাদেশ অংশে ২০২১ জরিপ মতে বাঘের সংখ্যা ১৩৪। ছবি সুন্দরবনের স্টাফ করা বাঘ সুন্দরবনে আবহ সৃষ্টি করে সংগ্রহ করা হয়েছে।

20220122_134254.jpg

siam,.png

এটি স্টাফ করা একটি বকের সংগ্রহ জাদুঘরে । এটিও ম্যানগ্রোভ বনেই একটি বকের স্টাফ সাথে সুন্দরবনের গোলপাতা গাছ ফুটে তোলা হয়েছে।বক দেখে বোঝার উপায় নাই যে এটি স্টাফ করা।

20220122_134245.jpg

siam,.png

20220122_134235.jpg

siam,.png

এখানে স্টাফ করা কয়েকটি প্রানী দেখা যাচ্ছে যার মধ্যে কুমির, হরিণ, গাছের ডালে ময়না পাখি ও সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ সুন্দর করে ফুটে তোলা হয়েছে।

20220122_141938.jpg

siam,.png

এই গ্যালারিতে মূলত ইংরেজ আমলের বিভিন্ন কর্মকাণ্ড ফটোগ্রাফি ফুটে তোলা হয়েছে । তবে সব থেকে আকর্ষণীয় হচ্ছে এখানে ইংরেজি আমলের অত্যাচার ও নির্যাতনের সাক্ষী হিসাবে নীল জ্বাল করার কড়াই সংরক্ষণ করা হয়েছে। এই কড়াই করেই নীল জ্বাল হত।

20220122_141401.jpg

siam,.png

এখানে মহাভারত ও রামায়ণের ক্ষুদ্র সংস্করণ হাতে লেখা কপি সংরক্ষণ করা আছে। এত ছোট করে নিখুঁত ভাবে সংরক্ষণ করা হয়েছে তা দেখে মুগ্ধ হয়েছি।

20220122_141308.jpg

siam,.png

এখন যেগুলো দেখছেন এগুলো মূলত বিভিন্ন সময় রাজা, জমিদারদের ব্যবহার করা ঢেঁকি। খুব সুন্দর কারুকার্য করা। যা আপনাকে মুগ্ধ করবে।

20220122_141158.jpg

siam,.png

20220122_141139.jpg

siam,.png

সব থেকে ভালো লেগেছে পালঙ্ক । পালঙ্ক দেখেই আমার খুব ইচ্ছা জাগছিল যদি এখন এগুলো পাওয়া যেত বা আমার থাকত🥴। এত সুন্দর কারুকার্য করা যা আপনাকে মুগ্ধ করবে সেই সাথে ঐ সময়ের রাজা,জমিদাররা যে কতটা রুচিশীল ও সৌখিন ছিল সেই সম্পর্কে ধারনা পাওয়া যায়।

প্রজেক্টমিউজিয়াম ফটোগ্রাফি
CameraSamsung Galaxy S6
Photo@abidatasnimora
LocationW3W

siam,.png


break.png

banner-abb23.png

Sort:  
 3 years ago 

এখনো সেখানে যাওয়া হয়নি আপনার উছিলায় চিত্রের মাধ্যমে দেখার সোভাগ্য হলো খুব দারুন যায়গা।ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্যর জন্য অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

ছবিগুলা দেখে আমার খুব ভালো লাগলো,তবে আর কিছু ছবি দিলে ভালো করে দেখতে পারতাম।আমি আসলে এখনো বাংলাদেশের জাদুঘরে যাওয়া হয়নি।তবে আপনার ছবি দেখে কিছু জানতে পারলাম।

 3 years ago 

সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

অনেক বছর আগে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। আবারো দেখার সুযোগ হয়ে গেলো যা আমাদের জাতীয় জাদুঘর আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আবার যাবেন ভালো লাগবে।আপনাকেও ধন্যবাদ ।

রয়েল বেঙ্গল টাইগার আমাদের দেশের জাতীয় পশু। এই পশু টি অনেক ভয়ঙ্কর একটি প্রাণী । আপনি এই পশুটির ফটোগ্রাফি অনেক ভালোভাবে করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি ছিল প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাংলাদেশ জাতীয় জাদুঘর দেখছি অনেক কিছুই শোভা পাচ্ছে । দেখি ও পালঙ্ক দেখে ভালো লাগছে । জিনিস গুলো খুবই কারো কাজ সম্পন্ন । যে কারো কাছে যে এগুলো দেখতে ভালো লাগবে এবং মনমুগ্ধকর । বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কিছু গুরুত্বপূর্ণ ছবি এবং সেইসাথে সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন । ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 3 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

জাতীয় যাদুঘরে যাওয়া হইছে ৩ বার কিন্তু ছবি তুলতে পারি নাই। ফোন বের করলেই এসে কাছে দাঁড়ায় এটা বিরক্তকর তাই আর ছবি তুলা হয় নাই। তবে আপনি কিছু ছবি তুলেছেন দেখে ভালো লাগলো। যাদুঘরে আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আপু আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 3 years ago 

ছবি তোলা অনেক কষ্টকর ভাইয়া।আমি বেশি তুলতে পারিনি।

 3 years ago 

  • আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার দারুণ লেগেছে। জাতীয় জাদুঘরে আমি কখনো যাইনি। কিন্তু আপনি খুব সুন্দর করে করে জাদুঘরের প্রত্যেকটি ফটোগ্রাফি করেছেন। খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আজকের পোস্টটি আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

জাদুঘরের ঘুরে ঘুরে অনেক সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি। আসলেই বাংলাদেশের জাদুঘরে এরকম সুন্দর দেখতে তো খুবই ভালো লাগে। এমনিতেই জাদুঘরে এখনো যাওয়া হলো না। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে আমার খুবই ভালো লাগলো। এইবার চেষ্টা করব একবার বাংলাদেশের জাদুঘরে গিয়ে ঘুরে আসার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগল । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

ঢাকায় রয়েছি কিন্তু এখনো যেতে পারেনি জাতীয় জাদুঘরের 😥
যাক আপনার বদৌলতে মোটামুটি ঘোরা হয়ে গেল ☺️ একবার সুযোগ মতো ঘুরে আসবো।
সবগুলো ছবি আর বর্ননা দারুন ছিল ♥️
চমৎকার পোস্টটি করার জন্য ধন্যবাদ জানাই ♥️

 3 years ago 

যাবেন ভাইয়া বাবুদের নিয়ে।অনেক খুশি হবে ওরা। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53